জেনারেল নলেজ
পর্বঃ১
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কবে পালিত হয় ?
প্রতিবছর ৭ নভেম্বর।
কত বছরের রেকর্ড ভেঙে ২য় মেয়াদে প্রেসিডেন্ট হলেন ট্রাম্প ?
১৩২ বছর
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তন প্রেসিডেন্ট কে ?
ডেনাল্ড ট্রাম্প
অক্টোবর খাদ্য মূল্যস্ফীতি কত ?
১২.৬৬ শতাংশ
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় কবে ?
১০ নভেম্বর ২০২৪
BIMOX 2024 - এ অত্যাধুনিক পণ্য প্রদর্শন করেছে কে ?
এনার্জিপ্যক
BIMOX - এর পূর্ণ রুপ কি ?
Bangladesh International Marine And Offshore Expo.
জলবায়ু ও অন্তর্ভুক্তিমূলক কর্মকান্ড সহজ করতে UNDP ও IIX - এর সঙ্গে সরকার কোন বন্ড চালু করতে যাচ্ছে ?
Orange bond
সমুদ্রের পানির লবনাক্ততা কত শতাংশ ?
৩.৫ শতাংশ
নির্বাচন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প জনগনের কাছে কতটি অঙ্গিকার করেছেন ?
৭ টি
শহিদ নূর হোসনে দিবস কবে পালিত হয় ?
১০ নভেম্বর
'Why we want you to be rich' বইটির লেখক কে ?
ডোনাল্ড ট্রাম্প এবং রবার্ট কিয়োসাকি সহ-লেখক।
যুক্তরাষ্ট্রের ৬০ তম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কয়টি ইলেক্ট্রোরাল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ?
৩১২ টি
পৃথিবীর সবথেকে বেশি ডাকঘর অবস্থিতি কোন দেশে ?
ভারত ( ইন্ডিয়া )
যুক্তরাষ্ট্রের ৬০ তম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কয়টি অঙ্গরাজ্যে ' win and take ' পদ্ধতিতে বিজয়ী হয়েছেন ?
৩০ টি
বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যটালাইট উৎক্ষেপন করে কোন দেশ ?
জাপান
লিগনোস্যাট কী ?
একটি ছোট জাপানি কাঠের উপগ্রহ
বেকা উপত্যাক ও বালবেক শহরটি কোন দেশে অবস্থিত ?
লেবানন
জাতিসংঘের তথ্যমতে ২০২৪ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কত হবে ?
১.২২ শতাংশ
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হচ্ছেন কে ?
পাম বন্ডি
বাংলাদেশর মানুষ প্রতিদিন কত কেজি চা খায় ?
২ লাখ ৬০ হাজার কেজি
বাংলাদেশর মানুষ দিনে কত কাপ চা পান করে ?
সাড়ে ৬ কোটি কাপ
দৈনিক চা পানে ব্যয় হচ্ছে কত কোটি টাকা ?
৫২ কোটি টাকা
রাশিয়ার হাতে ব্যবহারের জন্য কি ধরনের ক্ষেপণাস্ত্র মজুত আছে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন ?
ওরেশনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে যা উড়ে যেতে পারে।
প্রাথমিকে নতুন করে ফিরে আসছে কোন বিষয়টা ?
পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা
প্রাথমিকে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন কয়টি স্তরে হবে ?
৪ টি
প্রাথমিক বিদ্যালয়ের মিডডে মিলে কি কি পুষ্টিকর খাবার যুক্ত হচ্ছে ?
ডিম, দুধ, পাউরুটি, কলা ও মৌসুমী ফল।
ইতিমধ্যে প্রাথমিকে কতসংখ্যক সহকারী প্রধান শিক্ষকের পদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে ?
৯ হাজার ৫৭২ টি।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের অংশ হিসাবে অন্তর্বতী সরকার কত সংখ্যক শিক্ষকের পদ সৃষ্টি করতে যাচ্ছে ?
প্রায় ২০ হাজার।