বাংলা মডেল টেস্ট
১) বিদ্যাপতিকে 'কবিকণ্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন কে?
ক) রাজা শিবসিংহ খ) জমিদার রঘুনাথ
গ) রাজা কৃষ্ণচন্দ্র ঘ) দেবসেনা
২) 'নিজাম ডাকাতের পালা' ও 'ভেলুয়া' পাওয়া যায় নিম্নের কোনটিতে-
ক) ময়মনসিংহ গীতিকা খ) নাথগীতিকা
গ) পূর্ববঙ্গ গীতিকা ঘ) রূপকথা
৩) কোনটি শুদ্ধ বানান?
ক) আকাঙ্খা খ) পরিষ্কার
গ) সমিচীন ঘ) স্বরস্বতী
৪) ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক রামরাম বসু রচিত গ্রন্থ কোনটি?
ক) কথামালা খ) ইতিহাসমালা
গ) কথোপকথন ঘ) লিপিমালা
৫) সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক) মহিমা = মহৎ+ইমা খ) প্রাচ্য = প্রাচী+য
গ) বাগ্মী = বাচ্+মীন ঘ) উক্তি = √বচ্+তি
৬) বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম কত বঙ্গাব্দে?
ক) ১৩১৬ বঙ্গাব্দে খ) ১২৯৯ বঙ্গাব্দে
গ) ১৩০৬ বঙ্গাব্দে ঘ) ১২৯৮ বঙ্গাব্দে
৭) 'যথার্থ' সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) যথা+অর্থ খ) যথা+ঋত
গ) যথ+ঋত ঘ) যথাযথ
৮) বাংলার প্রথম সচিত্র মাসিক পত্রিকা কোনটি?
ক) তত্ত্ববোধিনী খ) বিবিধার্থ সংগ্রহ
গ) সংবাদ প্রভাকর ঘ) সম্বাদ কৌমুদী
৯) সঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি?
ক) সবাক - অবাক খ) সুধা - অমৃত
গ) সবীজ - নির্জীব ঘ) স্তাবক - নিন্দক
১০) 'কলিকাতা কমলালয়' গ্রন্থের রচয়িতা কে?
ক) রমানন্দ চট্টোপাধ্যায় খ) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) ইন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়