গণিত প্রিলিমিনারি টেস্ট ১০ম বিসিএস
১০ম বিসিএস
৭০.৬০
লিটার কেরোসিন
ও পেট্রোলের
মিশ্রণের অনুপাত
৭:৩।
ঐ মিশ্রণে
আর কত
লিটার পেট্রোল
মিশালে অনুপাত
৩:৭
হবে?
ক) ৭০ |
খ) ৮০ |
গ) ৯০ |
ঘ) ৯৮ |
উত্তর : খ)
৮০
ব্যাখ্যাঃ মিশ্রণের
পার্থক্য যদি
একই হয়
=
মোট মিশ্রণ/মিশ্রণের ছোটঅনুপাত
× অনুপাতের পার্থক্য
=
৬০/৩
× (৭-৩)
=
২০ × ৪
= ৮০
৭১. a + b = 5 এবং a - b = 3 হলে ab এর মান কত?
ক) ২ |
খ) ৩ |
গ) ৪ |
ঘ) ৫ |
উত্তর : গ) ৪
ব্যাখ্যাঃ
দেওয়া আছে, a + b = 5 এবং a - b = 3 আমরা জানি, ab = {(a + b)2 - (a - b)2}÷4 = {52 - 32}÷4 [মান বসিয়ে] = {25 - 9}÷4 = 16÷4 = 4 |
4 a + b = 5 D - b = 3
(+) 2a = 8
or, a = 8
2
a =4
b=1
.: axb=4×1 = 4
|
|
৭২. ত্রিভুজ ABC এর
BE = FE = CF, AFC এর ক্ষেত্রফল ৪৮
বর্গফুট হলে
ত্রিভুজ ABC এর
ক্ষেত্রফল কত
বর্গফুট?
ক) ৭২ |
খ) ৬০ |
গ) ৪৮ |
ঘ) ৬৪ |
উত্তর : ক)
৭২
৭৩. যদি
(x – 5) (a + x) = x2 – 25 হয়, তবে
a এর মান
কত?
ক) - ৫ |
খ) ৫ |
গ) ২৫ |
ঘ) -২৫ |
উত্তর : খ)
৫
ব্যাখ্যাঃ (x - 5) (a + x) = x2 - 25
বা, ax - 5a + x 2 - 5x = x2 - 25
বা, a (x - 5) = 5x – 25
.:
a =5(x-5)
x-5
=5
৭৪. চিনির
মূল্য ২৫%
বৃদ্ধি পাওয়াতে
একটি পরিবার
চিনি খাওয়া
এমনভাবে কমালো
যে, চিনি
বাবদ ব্যয়
বৃদ্ধি পেল
না। ঐ
পরিবার চিনি
খাওয়া খরচ
শতকরা কত
কমিয়েছিল?
ক) ২২% |
খ) ২৫% |
গ) ২০% |
ঘ) ৩০% |
উত্তর : গ)
২০%
ব্যাখ্যাঃ ২৫%
বৃদ্ধিতে বর্তমান
মূল্য = ১০০
+ ২৫ = ১২৫
টাকা
বর্তমান মূল্য
১২৫ টাকা
হলে পূর্বমূল্য
১০০ টাকা
বর্তমান মূল্য
১০০ টাকা
হলে পূর্বমূল্য
(১০০×১০০)/১২৫ = ৮০ টাকা
ঐ পরিবার
চিনি খাওয়া
কমালো = ( ১০০
- ৮০)% = ২০%
৭৫. সরল
সুদের হার
শতকরা কত
টাকা হলে
যে কোন
মূলধন ৮
বছরে সুদে-আসলে তিনগুণ
হবে?
ক) ১২.৫০ টাকা |
খ) ২০
টাকা |
গ) ২৫
টাকা |
ঘ) ১৫
টাকা |
উত্তর : গ)
২৫ টাকা
ব্যাখ্যাঃ আসল
১০০ টাকা
হলে ৮
বছর পরে
হবে তিনগুন
৩০০ টাকা।
তাহলে, সুদ
= ৩০০ - ১০০
= ২০০ টাকা
১০০ টাকার
৮ বছরের
সুদ ২০০
টাকা।
১০০ টাকার
১ বছরের
সুদ ২০০÷৮ = ২৫ টাকা।
উত্তর - ২৫%
৭৬. .1x.01x.001 এর
মান কত?
.2×.02×.002
ক) 1/80 |
খ) 1/800 |
গ) 1/8000 |
ঘ) 1/8 |
উত্তর : ঘ)
1/8
৭৭. দুইটি
সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুইটির
ল.সা.গু. ৯৬
হলে গ.সা.গু. কত?
ক) ১৬
|
খ) ২৪ |
গ)
৩২ |
ঘ)
১২ |
উত্তর : ক)
১৬
ব্যাখ্যাঃ আমরা জানি, গুণফল = ল.সা.গু. × গ.সা.গু
৭৮.
১ হতে ৩০ পর্যন্ত কয়টি
মৌলিক সংখ্যা আছে?
ক)
১১টি |
খ)
৮টি |
গ)
১০টি |
ঘ)
৯টি |
উত্তর
: গ) ১০টি
ব্যাখ্যাঃ
সংখ্যাগুলি: ২, ৩, ৫,
৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩ ও ২৯ ।
৭৯.১
হতে ৪৯
পর্যন্ত ক্রমিক
সংখ্যাগুলোর গড়
কত?
ক) ২৩
|
খ) ২৪.৫ |
গ) ২৫ |
ঘ) ২৫.৫ |
উত্তর : গ)
২৫
ব্যাখ্যাঃ যোগফল
=
n(n+1)
= 49(49+1) =1225
2 2
:
গড় = 1225 = 49 = 25
৮০. সমবাহু
ত্রিভুজের বাহুর
দৈর্ঘ্য যদি
'a' হয় তবে
ক্ষেত্রফল হবে-
ক)√3a2
|
খ)√3a2 2 |
গ)1a2 3 |
ঘ)1a2 2 |
উত্তর : ক)√3a2
4
ব্যাখ্যাঃ
৮১. কোন
একটি জিনিস
নির্মাতা ২০%
লাভে এবং
খুচরা বিক্রেতা
২০% লাভে
বিক্রয় করে।
যদি ঐ
জিনিসের নির্মাণ
খরচ ১০০
টাকা হয়,
তবে
খুচরা মূল্য
কত?
ক) ১৪০
টাকা |
খ) ১২০
টাকা |
গ) ১৪৪
টাকা |
ঘ) ১২৪
টাকা |
উত্তর : গ)
১৪৪ টাকা
ব্যাখ্যাঃ নির্মাতার লাভ
= ২০ %
নির্মাতার লাভ
= ১০০*২০%
= ২০ টাকা
এখন খুচরা
বিক্রেয়তার ক্রয়মুল্য
= ১০০ + ২০
= ১২০ টাকা
এখন আবার
খুচরা বিক্রয়তার
লাভ ২০%
= ১২০*২০%
= ২৪ টাকা
এখন জিনিসটির
খুচরা মুল্য
: ১০০ + ২০
+ ২৪ = ১৪৪.
৮২. নিচের
কোন সংখ্যাটি
মৌলিক?
ক) ৯১
|
খ) ১৪৩ |
গ) ৪৭ |
ঘ) ৮৭ |
উত্তর : গ)
৪৭
ব্যাখ্যাঃ যেসব
সংখ্যা ১
এবং সেই
সংখ্যা ছাড়া
বিভাজ্য হয়
না তাদেরকে
মৌলিক সংখ্যা
বলে
৮৩.ত্রিভুজের
একটি কোণ
উহার অপর
দুইটি কোণের
সমষ্টির সমান
হলে ত্রিভুজটি-
ক) সমকোণী |
খ) স্থূলকোণী |
গ) সমবাহু |
ঘ) সূক্ষ্মকোণী |
উত্তর : ক)
সমকোণী
ব্যাখ্যাঃ স্থূলকোণী-
এক সমকোণ
অপেক্ষা বড়
কিন্তু দুই
সমকোণ অপেক্ষা
ছোট। সমবাহু-
যে ত্রিভুজের
তিনটি বাহু
ও তিনটি
কোণ সমান।
সূক্ষ্মকোণী- এক
সমকোণ অপেক্ষা
ছোট ।
৮৪. a + b + c = 0 হলে a3 + b3 + c3 এর মান
কত?
ক) abc |
গ) 6abc |
খ) 3abc |
ঘ) 9abc |
উত্তর : খ) 3abc
ব্যাখ্যাঃ a + b + c = 0
বা, a + b = - c
.: a3 + b3 + c3
= (a + b) 3 – 3ab(a+b) + c3
=(-c)3 - 3ab(-c)+c3
= - c3 + 3abc + c3
= 3abc
৮৫.টাকায়
তিনটি করে
আম ক্রয়
করে টাকায়
২টি করে
বিক্রয় করলে
শতকরা কত
লাভ হবে?
ক) ৫০% |
খ) ৩৩% |
গ) ৩০% |
ঘ) ৩১% |
উত্তর : ক)
৫০%
ব্যাখ্যাঃ মনেকরি,
টাকায় ৩টি
দরে ১০০
টাকার ক্রয়
করে ৩০০
টি।
যা টাকায়
২টি দরে
বিক্রি করলে
মুল্য হবে
১৫০/ - টাকা।
তাই ১০০
টাকায় লাভ
৫০ টাকা
উত্তর : - ৫০% লাভ।
সম্পূর্ণ
প্রশ্নের সমাধান এর জন্য এখানে ক্লিক করুন।