১১তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

  বাংলা

. ‘মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা-

) মোঃ বরকতউল্লাহ

) মোঃ আব্দুল হাই

) মওলানা আকরাম খাঁ

) . মোঃ শহীদুল্লাহ

উত্তর : ) মওলানা আকরাম খাঁ

ব্যাখ্যাঃ ১৯৩৬ সালের অক্টোবর মাসে মওলানা আকরম দৈনিক আজাদ পত্রিকা প্রকাশ শুরু করেন।

. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থটির রচয়িতা-

) আতাউর রহমান খান

) আবুল মনসুর আহমদ

) মোঃ আব্দুল হাই

) . মোঃ শহীদুল্লাহ

উত্তর : ) আবুল মনসুর আহমদ

. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-

) সৈয়দ হামজা

) আব্দুল হাকিম

) ভারতচন্দ্র রায়

) দৌলত কাজী

উত্তর : ) সৈয়দ হামজা

ব্যাখ্যাঃ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক ছিলেন ফকির গরিবুল্লাহ। তাঁর অপর নাম আমীর হামজা। সৈয়দ হামজা ছিলেন ফকির গরিবুল্লাহর অনুসারী। সৈয়দ হামজা রচিত পুঁথি সাহিত্য 'মধুমালতি', 'জৈগুণের পুঁথি', 'হাতেম তাই' আব্দুল হাকিম মধ্যযুগের একজন বিখ্যাত কবি। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর 'অন্নদামঙ্গল' কাব্য রচনা করেন। হিন্দি কবি সাধন রচিত 'মৈনাসত' অবলম্বনে দৌলত কাজী রচনা করেন 'সতী ময়না লোর চন্দ্রানী' কাহিনী কাব্যটি

. 'চাচা কাহিনীর' লেখক-

) সৈয়দ শামসুল হক

) শওকত ওসমান

) সৈয়দ মুজতবা আলী

) ফররুখ আহমদ

উত্তর : ) সৈয়দ মুজতবা আলী

. বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে বলে-

) কারক

) শব্দ

) পদ

) ক্রিয়াপদ

উত্তর : ) পদ

ব্যাখ্যাঃ বাক্যস্থিত ক্রিয়া পদের সাথে নামপদের সম্পর্কই কারক, অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্ঠিকে শব্দ বলে, ক্রিয়ামূলের সাথে বিভক্তি যুক্ত হলে ক্রিয়াপদ গঠিত হয়।

. 'রাজলক্ষ্মী' চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক-

) তারাশংকর

) শরৎচন্দ্র

) বঙ্কিমচন্দ্র

) নজরুল ইসলাম

উত্তর : ) শরৎচন্দ্র

ব্যাখ্যাঃ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস 'শ্রীকান্ত' এর নায়িকা চরিত্র 'রাজলক্ষ্মী' এবং নায়ক 'শ্রীকান্ত' নিজেই। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র 'শ্রীকান্ত' উপন্যাসের 'ইন্দ্রনাথ'

. বেগম রোকেয়ার রচনা কোনটি?

) আয়না

) ভাষা সাহিত্য

) অবরোধবাসিনী

) লাল সালু

উত্তর : ) অবরোধবাসিনী

ব্যাখ্যাঃ 'আয়না' আবুল মুনসুর আহম্মদের ছোট গল্প: 'ভাষা সাহিত্য' মুহাম্মদ আব্দুল হাইয়ের প্রবন্ধ: 'পাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহের উপন্যাস

. কোনটি শুদ্ধ?

) সৌজন্যতা

) সৌজন্নতা

) সৌজন্য

) সৌজন্ন

উত্তর : ) সৌজন্য

. 'অর্ধচন্দ্র' এর অর্থ-

) অমাবস্যা

) গলাধাক্কা দেওয়া

) কাস্তে

) দ্বিতীয়ত

উত্তর : ) গলাধাক্কা দেওয়া

১০. 'সূর্য' এর প্রতিশব্দ-

) সুধাংশু

) শশাংক

) আদিত্য

) বিধু

উত্তর : ) আদিত্য

ব্যাখ্যাঃ সুধাংশু, শশাংক বিধু চাঁদের প্রতিশব্দ

১১. সমাস ভাষাকে

) বিস্তৃত করে

) অর্থবোধক করে

) সংক্ষেপ করে

) ভাষারূপ ক্ষুন্ন করে

উত্তর : ) সংক্ষেপ করে

১২. বৈরাগ্য সাধনে -- সে আমার নয়' শূন্যস্থান পূরণ করুন।

) মুক্তি

) আনন্দ

) আশ্বাস

) বিশ্বাস

উত্তর : ) মুক্তি

১৩. বাংলা গীতিকবিতায় 'ভোরের পাখি' কে?

) প্যারীচাঁদ মিত্র

) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

) বিহারীলাল চক্রবর্তী

) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তর : ) বিহারীলাল চক্রবর্তী

ব্যাখ্যাঃ প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম 'টেকচাঁদ ঠাকুর’; শরৎচন্দ্রঅপরাজেয় কথাশিল্পী' এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরবাংলা গদ্যের জনক'

১৪. কোনটি শুদ্ধ বাক্য?

) একটা গোপনে কথা বলি

) একটা গোপনীয় কথা বলি

) একটা গুপ্ত কথা বলি

) একটা গোপন কথা বলি

উত্তর : ) একটা গোপনীয় কথা বলি

১৫. 'শিষ্টাচার' এর সমার্থক শব্দ কোনটি?

) সদাচার

) নিষ্ঠা

) সংযম

) সততা

উত্তর : ) সদাচার

ব্যাখ্যাঃ শিষ্টাচারের সমার্থক শব্দগুলো হলো ভদ্রতা, শিষ্টতা, সৌজন্য, সাধুতা, ভদ্রতাচারণ, সদাচার ইত্যাদি।

১৬. ‘সংশয়এর বিপরীতার্থক শব্দ কোটি?

) বিষ্ময়

) নির্ভয়

) দ্বিধা

) প্রত্যয়

উত্তর : ) প্রত্যয়

ব্যাখ্যাঃ বিস্ময় এর বিপরীত শব্দ প্রফুল্ল, নির্ভয় এর বিপরীত শব্দ ভয়, দ্বিধা এর বিপরতী শব্দ নির্দ্বিধায়

১৭. 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন-

) ক্ষমাপ্রার্থী

) ক্ষমার্হ

) ক্ষমাপ্রদ

) ক্ষমা

উত্তর : ) ক্ষমার্হ

১৮. --- সেপ্টেম্বর বিশ্ব নিরক্ষরতা দিবস' শূন্যস্থান পূরণ করুন।

) ৬ই

) ৮ই

) ৫ই

) ১০ই

উত্তর : ) ৮ই

সম্পূর্ণ প্রশ্নের সমাধান এর জন্য এখানে ক্লিক করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url