বাংলাদেশ সম্পর্কে জানুন
বাংলাদেশ সম্পর্কে জানুন
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম
রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।৩০ লক্ষ শহীদের বিনিময়ে
১৯৭১ সালে পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম জাতিরাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত
হয় ।১৯৯১ সালে সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয় যার ধারাবাহিকতা আজ অবধি বিদ্যমান।জনসংখ্যায়
বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ, যদিও আয়তনে বিশ্বে ৯২ তম।
[এশিয়াটিক সোসাইটি প্রকাশিত ছোটদের বিশ্বকোষ - এর তথ্যমতে, বাংলাদেশ আয়তনে বিশ্বে ৯০ তম। তবে ওয়ার্ল অ্যাটলাসের তথ্য মতে ৯২ তম এবং সেন্ট্রাল ইন্টিলেজেন্স এজেন্সির তথ্যমতে ৯৫ তম।]
| বাংলাদেশের অবস্থান, আয়তন ও সীমানা | |
| বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৬১০ বর্গকিলোমিটার।  | মোট
  সীমান্ত
  দৈর্ঘ্য-
  ৫,১৩৮ কি.মি. (ভূমি
  মন্ত্রণালয়
  রিপোর্ট)। | 
| মাধ্যমিক ভূগোল বই
  অনুযায়ী বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য- বরিশাল ৫,৭১৯ কি.মি. । | বাংলাদেশের
  মোট
  স্থলসীমা
  ৪,৪২৭
  কিলোমিটার। | 
| বাংলাদেশের মোট সমুদ্র
  উপকূলের দৈর্ঘ্য- ৭১১ কি.মি | আন্তর্জাতিক ডায়ালিং কোড : +৮৮০ | 
| ·        
  ৪র্থ বৃহৎ মুসলিম দেশ, মুসলিম সংখাগরিষ্ঠ দেশ হিসাবে বিশ্বের ৩য় দেশ | আন্তর্জাতিক সময় অঞ্চল: বিএসটি (জিএমটি +৬ ঘণ্টা) | 
| ·        
  সুন্দরবন (বাংলাদেশ ও ভারত) পৃথিবীর সর্ব বৃহৎ ম্যানগ্রোভ বন | ·        
  কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত | 
|  |  | 
| বাংলাদেশের পোশাকশিল্প পৃথিবীর ২য় বৃহত্তম পোশাকশিল্প | বাংলাদেশের পোশাকশিল্পে নূন্যতম মজুরি পৃথিবীর সর্বনিম্ন | 
১৯৪৭ সালের পূর্বে সিলেট আসাম প্রদেশের অংশ ছিল। ১৯৪৭ সালে ভারত বিভাগের সময় সিলেট জেলা গণভোটের মাধ্যমে তদানীন্তন পূর্ব-পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এরপর বাংলার অন্যান্য অঞ্চলের মানুষ সিলেটে আস্তে আস্তে বসতি স্থাপন করে। সিলেটের স্থানীয় মানুষ বাংলার অন্যান্য অঞ্চলের মানুষকে 'বেঙ্গলি' হিসেবে চিহ্নিত করে।
| বাংলাদেশের
  সীমান্তবর্তী
  গুরুত্বপূর্ণ
  স্থান | |
| জেলা | সীমান্তবর্তী স্থান | 
| সিলেট | তামাবিল, জৈন্তাপুর, পদুয়া, প্রতাপপুর, গোয়াইনঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার | 
| মৌলভীবাজর | বড়লেখা, ডোমাবাড়ি | 
| দিনাজপুর | বিরল, হিলি,
  ফুলবাড়ি, বিরামপুর | 
| কুড়িগ্রাম | কলাবাড়ি, রৌমারি,
  বড়াইবাড়ি, ইতালামারী,
  ভুরুঙ্গামারী, রাজিবপুর | 
| জয়পুরহাট | চেঁচড়া | 
| চাঁপাইনবাবগঞ্জ | সোনা মসজিদ,
  শিবগঞ্জ, গোমস্তাপুর,
  ভোলাহাট | 
| নীলফামারি | চিলাহাটী | 
| লালমনিরহাট | হাতীবান্ধা,পাটগ্রাম,
  পাম, বুড়িমারী | 
| ঠাকুরগাঁও | বালিয়াডাঙ্গা, হরিপুর | 
| যশোর | বেনাপোল, শার্শা, ঝিকরগাছা | 
| কুষ্টিয়া | ভেড়ামারা | 
| সাতক্ষীরা | কুশখালী, বৈকারী, কলারোয়া, পদ্মশাখরা, কৈখালী, দেবহাটা, কালীগঞ্জ, তনুরীগাছা | 
স্বাধীনতালগ্নে বাংলাদেশের চারটি বিভাগ ছিল। যথা- ঢাকা,
চট্টগ্রাম,
রাজশাহী
ও
খুলনা। জেলা ছিল ১৯টি। যথা- ঢাকা,
ময়মনসিংহ,
টাঙ্গাইল,
ফরিদপুর,
কুমিল্লা,
চট্টগ্রাম,
পার্বত্য
চট্টগ্রাম,
সিলেট,
নোয়াখালী,
রাজশাহী,
রংপুর,
বগুড়া,
পাবনা,
দিনাজপুর,
কুষ্টিয়া,
যশোর,
খুলনা,
পটুয়াখালী
এবং
বরিশাল। ১৯৭৮ সালে জামালপুর জেলা হওয়াতে মোট ২০তম জেলা হয়। ১৯৮৪ সালে বৃহত্তম ২০টি জেলাকে ভেঙ্গে ৬৪টি জেলা হয়। 
| বাংলাদেশের
  দিকভিত্তিক অবস্থান | |
| সর্ব উত্তরে | জেলা- পঞ্চগড়। থানা- তেতুলিয়া।
  জায়গা- জায়গিরজোত। | 
| সর্ব দক্ষিণে | জেলা- কক্সবাজার। থানা- টেকনাফ। জায়গা- ছেঁড়াদ্বীপ। | 
| সর্ব পূর্বে | জেলা বান্দরবান। থানা- থানচি। জায়গা- আখাইনঠং। | 
| সর্ব পশ্চিমে | জেলা- চাঁপাইনবাবগঞ্জ। থানা- শিবগঞ্জ। জায়গা- মনাকশা। | 
বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা- ৩২টি। ভারতের সাথে ৩০টি ও মায়ানমারের সাথে ৩টি। ভারত ও মায়ানমার উভয়ের সাথে সীমান্ত সংযোগ রয়েছে- রাঙামাটি জেলার। মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩টি হলঃ রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার। 
মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত মায়ানমারের সাথে বাংলাদেশের মোট সীমান্ত- ২৮০ কি.মি. (মাধ্যমিক ভূগোল বই)।
| বিভাগ জেলা  সমুহ | ||
| বিভাগ | অন্তর্গন্ত জেলা | সংখ্যা | 
| ঢাকা | ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর,
  রাজবাড়ী। | ১৩ | 
| চট্টগ্রাম | চট্টগ্রাম, রাঙ্গামাটি,
  খাগড়াছড়ি, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর,
  নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া | ১১ | 
| খুলনা | খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর. মাগুরা, ঝিনাইদহ নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা । | ১০ | 
| রাজশাহী | রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া জয়পুরহাট, নওগাঁ। | ৮ | 
| রংপুর | রংপুর, গাইবান্ধা,
  কুড়িগ্রাম, লালমনিরহাট,
  পঞ্চগড় নীলফামারী,
  ঠাকুরগাঁও, দিনাজপুর। | ৮ | 
| বরিশাল | বরিশাল,ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী,
  বরগুনা ও
  ভোলা। | ৬ | 
| সিলেট | সিলেট, সুনামগঞ্জ,
  হবিগঞ্জ, মৌলভীবাজার। | ৪ | 
| ময়মনসিংহ | ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর | ৪ | 
বাংলাদেশে মোট বিভাগ ৮টি এবং জেলা ৬৪টি, প্রস্তাবিত
জেলা- ভৈরব। পার্বত্য চট্টগ্রামের জেলা- ৩টি (খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান)। 
| বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী জেলা | |
| বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সাথে ভারতের জেলা-মুর্শিদাবাদ। | বাংলাদেশের পঞ্চগড়
  জেলার সাথে
  ভারতের জেলা-
  জলপাইগুঁড়ি। | 
| বাংলাদেশর সাতক্ষীরা জেলার সাথে ভারতের জেলা- চব্বিশ পরগনা। | বাংলাদেশের কুষ্টিয়া
  জেলার সাথে
  ভারতের জেলা-
  নদীয়া। | 
বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই- বান্দরবান ও কক্সবাজার।
বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক ক্রম
·        
জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ
·        
জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বিশ্বের ৭ম বৃহৎ দেশ, ১০ কোটির উপর জনসংখ্যার দেশ হিসাবে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ 
·        
গাঙ্গেয় বদ্বীপে অবস্থিত, যা পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ
·        
জিডিপির দিক থেকে, বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর ৩৫তম দেশ কিন্তু জিডিপি বৃদ্ধির দিক থেকে পৃথিবীর ২৮তম অর্থনীতি 
·        
পৃথিবীর সর্ববৃহৎ পাট উৎপাদনকারী দেশ (পাট উদ্ভিজ্জ আঁশের মধ্যে উৎপাদনের দিক দিয়ে ২য়, তুলার পরেই অবস্থান)

.jpg) 
 
 
