১০ম বিসিএস প্রিলিমিনারি টেস্ট - সাধারণ বিজ্ঞান

 ১০ম বিসিএস প্রিলিমিনারি টেস্ট - সাধারণ বিজ্ঞান

৮৬. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

) পেট্রোলিয়াম

) প্রাকৃতিক গ্যাস

) কয়লা

) বায়োগ্যাস

উত্তর : ) বায়োগ্যাস

৮৭. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না-

) মহাকর্ষ বলের জন্য

) মাধ্যাকর্ষণ বলের জন্য

) আমরা স্থির থাকার জন্য

) পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্য

উত্তর : ) মাধ্যাকর্ষণ বলের জন্য

৮৮. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে-

) অক্সিজেন গ্লুকোজ

) ইউরিয়া গ্লুকোজ

) অক্সিজেন রক্তের আমিষ

) এমাইনো এসিড কার্বন ডাই অক্সাইড

 উত্তর : ) অক্সিজেন গ্লুকোজ

৮৯. সংকর ধাতু পিতলের উপাদান হলো-

) তামা টিন

) তামা দস্তা

) তামা নিকেল

) তামা সীসা

উত্তর : ) তামা দস্তা

৯০. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ-

) এতে বিদ্যুৎ এর অপচয় কম হয়

) এতে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ ঠিক থাকে

) অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়

) প্রয়োজনমতো ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়

উত্তর : ) এতে বিদ্যুৎ এর অপচয় কম হয়

৯১. সাধারণ ড্রাই সেলে ইলেক্ট্রোড হিসেবে থাকে-

) তামার দণ্ড দস্তার দণ্ড

) তামার পাত দস্তার পাত

) কার্বন দণ্ড দস্তার কৌটা

) তামার দণ্ড দস্তার কৌটা

উত্তর : ) কার্বন দণ্ড দস্তার কৌটা

৯২. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হল-

) ভিটামিন-

) ভিটামিন-সি

) লৌহ

) ক্যালসিয়াম

উত্তর : ) লৌহ

৯৩. নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ-

) পারমাণবিক জ্বালানি

) পীট কয়লা

) ফুয়েল সেল

) সূর্য

উত্তর : ) সূর্য

৯৪. জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ-

) এরা অনেক ছোট

) এরা পানিতে জন্মে

) এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে

) এদের পাতা অনেক কম থাকে

উত্তর : ) এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে

৯৫. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-

) আয়ন বায়ু

) প্রত্যয়ন বায়ু

) মৌসুমী বায়ু

) নিয়ত বায়ু

উত্তর : ) নিয়ত বায়ু

৯৬. বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল যা-

) তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতেরূপান্তরিত করে

) তাপশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে

) যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে

) তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে

উত্তর : ) তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে

৯৭. মাছ অক্সিজেন নেয়-

) মাঝে মাঝে পানির উপর নাক তুলে

) পানিতে অক্সিজেন হাইড্রোজেন বিশ্লিষ্ট করে

) পটকার মধ্যে জমানো বাতাস হতে

) পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

উত্তর : ) পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

৯৮. ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে তা হল-

) মূল মধ্য রেখা

) কর্কটক্রান্তি রেখা

) মকরক্রান্তি রেখা

) আন্তর্জাতিক তারিখ রেখা

উত্তর : ) কর্কটক্রান্তি রেখা

৯৯. যে তিনটি মূখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো-

) লাল, হলুদ, নীল

) লাল, কমলা, বেগুনী

) হলুদ, সবুজ, নীল

) লাল, নীল, সবুজ

উত্তর : ) লাল, নীল, সবুজ

 ১০০. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ-

) রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে

) বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়

) উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়

) সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক

উত্তর : ) উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়

 

সম্পূর্ণ প্রশ্নের সমাধান এর জন্য এখানে ক্লিক করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url