বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা সমূহ
বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা সমূহ
এটি ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর (১৭ই অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমিটি প্রতিষ্ঠিত করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলন-পরবর্তী প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউজে এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয়। বাংলা একাডেমির সংস্কৃতি পত্রিকা ‘উত্তরাধিকার’ ও ‘ধানশালিকের দেশ’ পত্রিকা দুটি নিয়মিত প্রকাশিত হয়।
বর্তমানে বাংলা একাডেমি থেকে ৭ টি পত্রিকা প্রকাশিত হয়।
উত্তরাধিকারঃ প্রত্রিকাটি ১৯৭৩ সালে হতে প্রকাশিত হয়ে আসছে । প্রথম দশ বছর মাসিক পত্রিকা হিসেবে চালু থাকলেও ১৯৮৩ সাল থেকে ত্রৈমাসিকে রূপান্তরিত হয় । ২০০৯ সালের জুলাই থেকে মাসিক পত্রিকা হিসেবে প্রতি মাসে নিয়মিতভাবে প্রকাশিত হয়। পরে আবার ত্রৈমাসিকে রূপান্তরিত হয়। বর্তমানে বছরে পত্রিকাটির ৪টি সংখ্যা প্রকাশিত হয়।ধানশালিকের দেশঃ কিশোরদের জন্য প্রকাশিত বাংলা একাডেমি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘ধানশালিকের দেশ’। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৩ সালে। বর্তমানে বছরে চারটি সংখ্যা প্রকাশিত হচ্ছে।
বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকাঃ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৪ সালে। পত্রিকাটির ১ম বর্ষে ১০জন সম্পাদকমণ্ডলীর সম্পাদনায় ০৪টি সংখ্যা প্রকাশিত হয়।
বাংলা একাডেমি পত্রিকাঃ বাংলা একাডেমির সাহিত্য-সংস্কৃতি বিষয়ক গবেষণা ত্রৈমাসিক ‘বাংলা একাডেমি পত্রিকা’। পত্রিকাটি ১৯৫৭ সাল থেকে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে।
বাংলা একাডেমি ফোকলোর পত্রিকাঃ এটি একটি ষাণ্মাসিক পত্রিকাত। ২০১৯-২০২০ অর্থবছর থেকে শুরু করে ২০২৩-২০২৪ পর্যন্ত পত্রিকার মোট দশটি সংখ্যা প্রকাশিত হয়েছে।
বাংলা একাডেমি অনুবাদ পত্রিকাঃপ্রথম সংখ্যা প্রকাশিত হয় ২০২১ সালে এবং এটি একটি ষান্মাসিক পত্রিকা। বিশ্বের বিভিন্ন ভাষায় রচিত সৃজনশীল ও মননশীল সাহিত্য বাংলা ভাষায় অনুবাদের মাধ্যমে এই পত্রিকায় প্রকাশিত হয়।
The Bangla Academy Journalঃ ২০২১ সালে হতে বাংলা একাডেমির অনুবাদ উপবিভাগ থেকে প্রকাশিত হয়। পত্রিকাটি ষান্মাসিক। বাংলা ভাষায় রচিত সৃজনশীল ও মননশীল সাহিত্য ইংরেজি ভাষায় অনুবাদের মাধ্যমে এই পত্রিকায় প্রকাশিত হয়।