চর্যাপদের কবিদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
চর্যাপদের কবি
নীচে বাংলা ভাষায় চর্যাপদের কয়েকজন কবি/সিদ্ধাচার্য সম্পর্কিত প্রশ্নোত্তর সাজানো হয়েছে — তথ্য-কেন্দ্রিক ও সংক্ষিপ্ত।
বিরুপা
- প্র : বিরুপার কখন ও কোথায় অবস্থান ছিল ?
- উ : মনে করা হয় অষ্টম শতকে ত্রিপুরায়।
- প্র : তার গুরু কে ছিলেন?
- উ : জালন্ধরীপা।
- প্র : চর্যাপদে অন্তর্ভুক্ত তার পদের সংখ্যা কয়টি ?
- উ : একটি (৩ সংখ্যক)।
- প্র : এই পদে কী বর্ণিত হয়েছে ?
- উ : ড়িবাড়ির উপযুক্ত চিত্র। বলা হয়েছে, এক শুড়িনী দুই ঘরে ঢুকে বাকল দিয়ে মদের পাত্র বাধে।
ভাদেপা
- প্র: ভাদেপার কখন ও কোথায় অবস্থান ছিল ?
- উ: খ্রিষ্টীয় অষ্টম শতকে শ্রাবন্তী এলাকায়।
- প্র : তার গুরু কে ?
- উ : জালন্ধরীপা, মতান্তরে কাহ্নপা।
- প্র : চর্যার কোন পদ তিনি রচনা করেন ?
- উ : ৩৫ সংখ্যক পদ।
- প্র : এই পদের মূলকথা কী ?
- উ : ধর্মীয় তত্ত্বকথার বর্ণনা।
- প্র : ভাদেপা রচিত পদের প্রথম দুই পঙক্তি কী ?
-
উ : "এতকাল হউ অচ্ছিলো স্বমোহেঁ। এবে মই বুঝিল সদগুরু বোহেঁ।"
(পদ : ৩৫) — অর্থাৎ এতকাল আমি স্বমোহে ছিলাম, এখন সদগুরু বুঝলাম।
বীণাপা
- প্র : বীণাপার কোথায় অবস্থান ছিল?
- উ: খ্রিস্টীয় নবম শতকে গৌরে।
- প্র: তার গুরু ছিলেন?
- উ: ভাদেপা।
- প্র: সংস্কৃত বডাকিনীনিম্পন্নক্রম কার রচনা ?
- উ : বীণাপার।
- প্র : চর্যাপদের কোন পদটি রচনা ?
- উ : ১৭ সংখ্যক।
- প্র: এই পদের বিশেষত্ব কী ?
- উ : এখানে সূর্য - চন্দ্রকে চমৎকার উপমায় উপস্থাপন করা হয়েছে।
ভুসুকুপা
- প্র : ভুসুকুপার সময় ও অবস্থান কোথায় ?
- উ : মনে করা হয় অষ্টম থেকে এগার শতকে; ভুসুকুপা সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র ছিলেন।
- প্র : চর্যায় পদ রচনার দিক থেকে তার অবস্থান কোথায় ?
- উ : দ্বিতীয়।
- প্র : তিনি কয়টি পদ রচনা করেন ও কী কী ?
- উ : আটটি — সংখ্যা: ৬, ২১, ২৩, ২৭, ৩০, ৪১, ৪৩, ৪৯।
- প্র : ভুসুকু নামটির অর্থ কী ?
- উ : ভুসুকু প্রথমে অলস ছিলেন — ভুক্তি (ভু), সুপ্তি (সু), কুটিরে (কু) অবস্থান ছাড়া কিছু করতেন না; তাই তাঁকে 'ভুসুক' বলা হত।
মহীধরপা
- প্র : মহীধরপারের কখন ও কোথায় অবস্থান ?
- উ : খ্রিস্টীয় নবম শতকে মগধ অঞ্চলে।
- প্র : তিনি চর্যাপদের কোন পদটি রচনা করেন ?
- উ : ১৬ সংখ্যক পদ।
- প্র : এই পদের বক্তব্য কী ছিল ?
- উ : পাপ ও পূণ্যকে দুটি শিকলের সাথে তুলনা করে তা ছিন্ন করে মহারস পান করার কথা বলা হয়েছে।
শবরপা
- প্র : শবরপা কোন সময়ের কবি ?
- উ : তার জীবনকাল ৬৮০ খ্রিষ্টাব্দের মধ্যে; সেই সূত্রে শবরপা চর্যা কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন।
- প্র : শবরপা কোন দেশের লোক ছিলেন ?
- উ : মুহম্মদ শহীদুল্লাহর মতে তিনি বাংলা দেশের লোক।
- প্র : শবরপা কোন কবির শুরু ছিলেন ?
- উ : লুইপার।
- প্র : তিনি কার শিষ্য ছিলেন ?
- উ : নাগার্জুনের।
- প্র : সংস্কৃত ও অপভ্রংশ মিলে তিনি কয়টি গ্রন্থ রচনা করেন।
- উ : ১৬ টি।
- প্র : চর্যাপদের কোন পদগুলো তার রচনা ?
- উ : ২৮ ও ৫০ সংখ্যক পদ।
- প্র : এই পদগুলোতে তিনি কী বলেছেন ?
- উ : এখানে কবি শূন্য, অতিশূন্য, মহাশূন্য ও প্রভাস্বর শূন্য — এই চার শূন্যের মধ্যে তৃতীয় অর্থাৎ মহাশূন্যকে উদ্যানবটিকা বলেছেন।
- প্র : শবরপা রচিত দুটি উল্লেখযোগ্য পঙক্তি লেখ ।
-
উ : "উষ্ণা উষ্ণা পাবত তহি সবই সবরী বালী । মোরাঙ্গ পীচ্ছ পরিহাণ সরবী গীবত গুঞ্জরী মালী ।"
(পদ : ২৮) — অর্থাৎ উচু পর্বতে শবরী বালিকা বাস করে; তার পরিধানে ময়ূরের পুচ্ছ, গলায় শুভ্রার মালা।
শান্তিপা
- প্র : শান্তিপা কোন সময়ের কবি বলে মনে করা হয় ?
- উ : এগার শতকের।
- প্র : তিনি কোথায় বাস করতেন বলে প্রমাণ পাওয়া গেছে ?
- উ : বিহারের বিক্রমশীলায়।
- প্র : তার নামে চর্যাপদের কয়টি পদ পাওয়া গেছে ?
- উ : ২ টি (১৫ ও ২৬ নং)।
- প্র : বৌদ্ধধর্ম প্রচার করতে তিনি কোথায় যান ?
- উ : সিংহল।
ডোম্বীপা
- প্র : ডোম্বীপা কে ছিলেন ?
- উ : তিনি ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন; পরে বিভিন্ন দেশ পরিভ্রমণ করেন; অলৌকিক ক্ষমতা ছিল বলে মনে করা হয়।
- প্র : ডোম্বীপার জীবকাল উল্লেখ কর ।
- উ : দীর্ঘজীবী পুরুষ — ৭৯০ থেকে ৮৯০ খ্রিষ্টাব্দের মধ্যে তাঁর জীবনকাল ছিল।
- প্র : ডোম্বীপার গুরু কে ছিলেন ?
- উ : বিরুপা।
- প্র : ডোম্বী কোন পদ লিখেছেন ?
- উ : ১৪ সংখ্যক।
সরহপা
- প্র : সরহপা কোন সময়ের কবি বলে মনে করা হয় ?
- উ : দশ থেকে এগার শতকের কবি।
- প্র : তার নামে চর্যাপদে কোন কোন পদ পাওয়া গেছে ?
- উ : ২২, ৩২, ৩৮, ৩৯ — মোট ৪ টি।
- প্র : তার পদের মূল বিষয় কী ?
- উ : শবর-শবরীর প্রেমকাহিনি এবং কতিপয় সরলতর কথা।
লুইপা
- প্র : লুইপা কে ছিলেন ?
- উ : প্রবীণ বৌদ্ধসিদ্ধাচার্য ও চর্যাপদের কবি।
- প্র : তিনি কোন সময় কোথায় অবস্থান করতেন ?
- উ : মুহম্মদ শহীদুল্লাহর অনুমান: ৭৩০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দের মধ্যে লুইপা জীবিত ছিলেন।
- প্র : লুইপা কোন অঞ্চলের কবি ছিলেন ?
- উ : তিব্বতি ঐতিহাসিক লামা তারনাথের মতে, লুইপা পশ্চিমবঙ্গের গঙ্গার ধারে বাস করতেন; হরপ্রসাদ শাস্ত্রীর মতে, লুইপা রাঢ় অঞ্চলের লোক।
- প্র : চর্যাপদের প্রথম পদটি কার রচনা ?
- উ : লুইপা।
