থ্রি জিরো তত্ত্ব: দারিদ্র্যহীন পৃথিবী, শূন্য বেকারত্ব ও কার্বন মুক্ত ভবিষ্যৎ | Dr. Muhammad Yunus
🌍 তিন শূন্যের পৃথিবী
কেমন হতো যদি পৃথিবীজুড়ে না থাকত দারিদ্র্য, বেকারত্ব কিংবা কার্বন নিঃসরণ? এই স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস, যিনি প্রবর্তন করেছেন থ্রি জিরো তত্ত্ব (Three Zeros Theory)।
এই মডেলের মূল লক্ষ্য হচ্ছে—
- শূন্য দারিদ্র্য (Zero Poverty)
- শূন্য বেকারত্ব (Zero Unemployment)
- শূন্য কার্বন নিঃসরণ (Zero Net Carbon Emissions)
ড. ইউনূস তাঁর বিশ্ববিখ্যাত বই "A World of Three Zeros"-এ দেখিয়েছেন, কীভাবে একটি সামাজিক ব্যবসা ভিত্তিক অর্থনীতি (Social Business Economy) পৃথিবীকে পরিবর্তন করতে পারে। প্রচলিত পুঁজিবাদ যেখানে লাভকেই অগ্রাধিকার দেয়, সেখানে থ্রি জিরো মডেল জোর দেয় টেকসই উন্নয়ন (Sustainable Development), পরিবেশ রক্ষা (Green Economy), সামাজিক দায়িত্ব (Corporate Social Responsibility) এবং মানবিক অর্থনীতির ওপর।
🔹 শূন্য দারিদ্র্য (Zero Poverty):
ক্ষুদ্রঋণ (Microcredit) ও সামাজিক উদ্যোক্তাবৃত্তির মাধ্যমে দরিদ্র মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক ন্যায়বিচারের পথে এটি একটি সফল মডেল।
🔹 শূন্য বেকারত্ব (Zero Unemployment):
চাকরি খোঁজার পরিবর্তে প্রত্যেক মানুষকেই উদ্যোক্তা হতে উৎসাহিত করা হচ্ছে। সমাজের চাহিদা মেটানো ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে বেকারত্ব হ্রাস করা সম্ভব।
🔹 শূন্য কার্বন নিঃসরণ (Zero Net Carbon Emissions):
নবায়নযোগ্য শক্তি (Renewable Energy), পরিবেশবান্ধব প্রযুক্তি (Eco-friendly Technology) এবং দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা যাবে।
👉 ড. ইউনূস দেখিয়েছেন, প্রচলিত পুঁজিবাদ বৈষম্য ও পরিবেশ ধ্বংসের কারণ হলেও বিকল্প অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে একটি দারিদ্র্যহীন, কর্মসংস্থানে ভরপুর এবং পরিবেশবান্ধব পৃথিবী গড়ে তোলা সম্ভব।
❓ ৫টি গুরুত্বপূর্ণ FAQ
প্রশ্ন ১: থ্রি জিরো তত্ত্ব কী?
উত্তর: এটি ড. মুহাম্মদ ইউনূস প্রদত্ত একটি অর্থনৈতিক মডেল, যার লক্ষ্য শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ অর্জন।
প্রশ্ন ২: "A World of Three Zeros" বইটির মূল বার্তা কী?
উত্তর: বইটিতে দেখানো হয়েছে কীভাবে সামাজিক ব্যবসা ও টেকসই অর্থনীতি একটি মানবিক ও পরিবেশবান্ধব বিশ্ব গড়তে পারে।
প্রশ্ন ৩: থ্রি জিরো মডেলে দারিদ্র্য দূর করার উপায় কী?
উত্তর: ক্ষুদ্রঋণ, নারীর ক্ষমতায়ন এবং উদ্যোক্তাবৃত্তি বাড়ানোর মাধ্যমে মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করা।
প্রশ্ন ৪: শূন্য বেকারত্ব অর্জনের কৌশল কী?
উত্তর: মানুষকে চাকরির উপর নির্ভরশীল না রেখে উদ্যোক্তা হতে উৎসাহিত করা এবং নতুন ব্যবসা সৃষ্টি করা।
প্রশ্ন ৫: শূন্য কার্বন নিঃসরণের জন্য কী করা যেতে পারে?
উত্তর: নবায়নযোগ্য শক্তি ব্যবহার, পরিবেশবান্ধব প্রযুক্তি ও সবুজ অর্থনীতি গড়ে তোলা।
❓ আরও কিছু MCQ প্রশ্ন ও উত্তর
১। ড. মুহাম্মদ ইউনূস এর জন্মস্থান কোথায়?
ক) চট্টগ্রাম খ) ঢাকা
গ) সিলেট ঘ) কুমিল্লা
উত্তর: ক) চট্টগ্রাম
২। ড. মুহাম্মদ ইউনূস কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯৩৮ সালে খ) ১৯৪০ সালে
গ. ১৯৪১ সালে ঘ) ১৯৪২ সালে
উত্তর : খ) ১৯৪০ সালে
৩। ড. মুহাম্মদ ইউনূস এর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কী?
ক) নাগরিক জনশক্তি খ) নাগরিক ঐক্য
গ) নাগরিক শক্তি ঘ) নাগরিক মঞ্চ
উত্তর: গ) নাগরিক শক্তি
৪। ড. মুহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নির্বাচিত হন-
ক) ১৯৯৫ সালে খ) ১৯৯৬ সালে
গ) ২০০৭ সালে ঘ) ২০০০ সালে
উত্তর: খ) ১৯৯৬ সালে
৫। ড. মুহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয় খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উত্তর: ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
৬। ‘ইউনূস সেন্টার' চালু হয় কত সালে?
ক) ২০০৯ সালে খ) ২০০৭ সালে
গ) ২০০৮ সালে ঘ) ২০১০ সালে
উত্তর: গ) ২০০৮ সালে
৭। ড. মুহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে?
ক) ২০০৪ সালে খ) ২০০৫ সালে
গ) ২০০৬ সালে ঘ) ২০০৮ সালে
উত্তর: গ) ২০০৬ সালে
৮। ড. মুহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে ?
ক) ১৯৮৪ সালে খ) ১৯৮৭ সালে
গ) ১৯৮৮ সালে ঘ) ১৯৯০ সালে
উত্তর: খ) ১৯৮৭ সালে
৯। ড. মুহাম্মদ ইউনুস 'A Banker to the Poor' গ্রন্থটি রচনা করেন কত সালে?
ক) ১৯৯৬ সালে খ) ১৯৯৮ সালে
গ) ১৯৯৯ সালে ঘ) ২০০০ সালে
উত্তর : গ) ১৯৯৯ সালে
১০। A World of Three Zeros: The New Economics of Zero Poverty, Zero Unemployment, and Zero Net Carbon Emissions গ্রন্থটি ড. মুহাম্মদ ইউনূস কত সালে রচনা করেন?
ক) ২০১০ সালে খ) ২০১৬ সালে
গ) ২০১৭ সালে ঘ) ২০১৫ সালে
উত্তর: গ) ২০১৭ সালে
১১। ড. মুহাম্মদ ইউনূস 'র্যামোন ম্যাগসেসে পুরস্কার' লাভ করেন কত সালে?
ক) ১৯৭৮ সালে খ) ১৯৮৭ সালে
গ) ১৯৮৪ সালে ঘ) ১৯৮৬ সালে
উত্তর: গ) ১৯৮৪ সালে
১২। সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক কে?
ক) ড. মুহাম্মদ ইউনূস খ) ড. অমর্ত্য সেন
গ) রেহমান সোবহান ঘ) ম্যালথাস
উত্তর: ক) ড. মুহাম্মদ ইউনূস
১৩। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ড. মুহাম্মদ ইউনুস ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন কত সালে?
ক) ১৯৮৪ সালে খ) ১৯৯৮ সালে
গ) ১৯৯৫ সালে ঘ) ২০০০ সালে
উত্তর: খ) ১৯৯৮ সালে
১৪। ড. মুহাম্মদ ইউনুস কংগ্রেশনাল গোল্ড মেডেল পান কত সালে?
ক) ২০০৮ সালে খ) ২০১০ সালে
গ) ২০১২ সালে ঘ) ২০১৮ সালে
উত্তর: খ) ২০১০ সালে
১৫। ড. মুহাম্মদ ইউনূস কোন অলিম্পিকে মশাল বহন করেন?
ক) টোকিও খ) প্যারিস
গ) বেইজিং ঘ) লন্ডন
উত্তর: ক) টোকিও
১৬। ড. মুহাম্মদ ইউনূস ক্রীড়া উন্নয়নের জন্য 'অলিম্পিক লরেল' পুরস্কার লাভ করেন কত সালে?
ক) ২০১৯ সালে খ) ২০২১ সালে
গ) ২০২০ সালে ঘ) ২০২২ সালে
উত্তর: খ) ২০২১ সালে
১৭। মানব মর্যাদা, সমতা এবং ন্যায়বিচার বৃদ্ধির জন্য ২০২১ সালে কোন পুরষ্কারটি লাভ করেন?
ক) অলিম্পিক লরেল খ) চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ
গ) রামোন ম্যাগসেসে ঘ) গোল্ডেন বিয়াটেক অ্যাওয়ার্ড
উত্তর : খ) চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ
১৮। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন?
ক) ১৯৭৬ সালে খ) ১৯৮৩ সালে
গ) ১৯৯০ সালে ঘ) ১৯৯৫ সালে
উত্তর: খ) ১৯৮৩ সালে (Note: গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে ১৯৭৬ সালে শুরু হলেও আইনগতভাবে ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে)
১৯। ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম লাভ করেন কত সালে?
ক) ২০০৮ সালে খ) ২০০৯ সালে
গ) ২০১০ সালে ঘ) ২০১১ সালে
উত্তর: খ) ২০০৯ সালে
২০. ১৯৭১ সালে ড. মুহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্রে গঠন করেন-
ক) বাংলাদেশ এইড খ) বাংলাদেশ ইনফরমেশন সেন্টার
গ) ইউনূস সেন্টার ঘ) মুক্তিযুদ্ধ ক্যাম্পেইন
উত্তর: খ) বাংলাদেশ ইনফরমেশন সেন্টার
