প্রশ্ন ও উত্তর

  1. ভাষার ক্ষুদ্রতম একক কী? উত্তর: ধ্বনি।
  2. বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ আছে? উত্তর: ৫০টি।
  3. স্বরবর্ণ কয়টি? উত্তর: ১১টি।
  4. ব্যঞ্জনবর্ণ কয়টি? উত্তর: ৩৯টি।
  5. কারক চিহ্ন কয়টি? উত্তর: ১০টি।
  6. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়? উত্তর: কার।
  7. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়? উত্তর: ফলা।
  8. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কতটি? উত্তর: ৩২টি।
  9. অর্ধমাত্রার বর্ণ কয়টি? উত্তর: ৮টি।
  10. ১ মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর: ১০টি।
  11. নাসিক্য ধ্বনি কয়টি? উত্তর: ৫টি (ঙ, ঞ, ণ, ন, ম)।
  12. কম্পনজাত ধ্বনি কোনটি? উত্তর: র।
  13. তাড়নজাত ধ্বনি কোনটি? উত্তর: ড়, ঢ়।
  14. পার্শ্বিক ধ্বনি কোনটি? উত্তর: ল।
  15. অঘোষ ধ্বনি কাকে বলে? উত্তর: যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না।
  16. ঘোষ ধ্বনি কাকে বলে? উত্তর: যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে।
  17. অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে? উত্তর: যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস কম নির্গত হয়।
  18. মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? উত্তর: যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস বেশি নির্গত হয়।
  19. বাংলা বর্ণমালায় কোন বর্ণকে ‘পরাশ্রয়ী বর্ণ’ বলা হয়? উত্তর: ং, ঃ, ঁ।
  20. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত এই ২৫টি বর্ণকে কী বলা হয়? উত্তর: স্পর্শধ্বনি।
  21. বাংলা বর্ণমালায় উষ্ম বর্ণ কয়টি? উত্তর: ৪টি (শ, ষ, স, হ)।
  22. কোনটি যৌগিক স্বরধ্বনি? উত্তর: ঐ, ঔ।
  23. কোনটি মৌলিক স্বরধ্বনি? উত্তর: অ, আ, ই, উ, এ, ও, অ্যা।
  24. বাংলা বর্ণমালায় ‘শ’ কোন ধরনের ধ্বনি? উত্তর: তালব্য উষ্ম।
  25. বাংলা বর্ণমালায় ‘ষ’ কোন ধরনের ধ্বনি? উত্তর: মূর্ধন্য উষ্ম।
  26. বাংলা বর্ণমালায় ‘স’ কোন ধরনের ধ্বনি? উত্তর: দন্ত্য উষ্ম।
  27. বাংলা বর্ণমালায় ‘হ’ কোন ধরনের ধ্বনি? উত্তর: কণ্ঠ্য উষ্ম।
  28. কোন বর্ণের নিজস্ব ধ্বনি নেই? উত্তর: য়।
  29. ধ্বনি পরিবর্তন কয় প্রকার? উত্তর: প্রধানত ৩ প্রকার (স্বরধ্বনি পরিবর্তন, ব্যঞ্জনধ্বনি পরিবর্তন, ধ্বনির লোপ)।
  30. ‘স্কুল’ → ‘ইস্কুল’ — এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর: আদি স্বরাগম।
  31. বাংলা ভাষায় শব্দ কত প্রকার? উত্তর: (প্রশ্নটি অসম্পূর্ণ — এখানে আপনি চাইলে শ্রেণিবিভাগ/উত্তর যোগ করতে পারেন)।
  32. উৎস অনুসারে শব্দ কত প্রকার? ৫ প্রকার (তৎসম, অর্ধ-তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি)।
  33. ‘তৎসম' শব্দের অর্থ কী? উত্তর: তার সমান ।
  34. ‘তদ্ভব' শব্দের অর্থ কী? উত্তর: তা থেকে উৎপন্ন।
  35. ‘চাঁদ’, ‘হাত’, ‘মাথা’—এগুলো কোন ধরনের শব্দ? উত্তর: তদ্ভব।
  36. ‘সূর্য’, ‘চন্দ্ৰ’, ‘নক্ষত্র'—এগুলো কোন ধরনের শব্দ? উত্তর: তৎসম।
  37. ‘আঁশ’, ‘কুলা’, ‘ডাব’—এগুলো কোন ধরনের শব্দ? উত্তর: দেশি।
  38. ‘টেবিল’, ‘চেয়ার’, ‘পেনসিল’–এগুলো কোন ধরনের শব্দ? উত্তর: বিদেশি (ইংরেজি)।
  39. ‘রিকশা’, ‘হরতা’ল'—এগুলো কোন ভাষার শব্দ? উত্তর: জাপানি, গুজরাটি।
  40. ‘পাউরুটি’, ‘আনারস', ‘আলপিন’–এগুলো কোন ভাষার শব্দ? উত্তর: পর্তুগিজ।
  41. ‘চাকরি’, ‘দারোগা’, ‘বিস্তি’—এগুলো কোন ভাষার শব্দ? উত্তর: তুর্কি।
  42. ‘গল্প’, ‘আদালত’, ‘আইন’—এগুলো কোন ভাষার শব্দ? উত্তর: আরবি।
  43. ‘পেঁয়াজ’, ‘মজুর’, ‘জবরদস্তি’–এগুলো কোন ভাষার শব্দ? উত্তর: ফারসি।
  44. ‘হরতাল’, ‘বারান্দা’, ‘আচার’–এগুলো কোন ভাষার শব্দ? উত্তর: গুজরাটি, পর্তুগিজ, পর্তুগিজ।
  45. কোন শব্দগুলো দেশি ও বিদেশি শব্দের মিশ্রণে গঠিত? উত্তর: খিচুড়ি, লাঠি।
  46. বাক্যের কয়টি অংশ? উত্তর: ২টি (উদ্দেশ্য ও বিধেয়)।
  47. বাক্যের ক্ষুদ্রতম একক কী? উত্তর: শব্দ।
  48. গঠন অনুসারে বাক্য কয় প্রকার? উত্তর: ৩ প্রকার (সরল, জটিল, যৌগিক)।
  49. অর্থ অনুসারে বাক্য কয় প্রকার? উত্তর: ৫ প্রকার (বর্ণনামূলক, প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক, ইচ্ছাসূচক, আবেগসূচক)।
  50. ‘সে ভাত খায়'—এটি কোন ধরনের বাক্য? উত্তর: সরল।
  51. ‘যিনি ভালো ছাত্র, তিনি পরীক্ষায় ভালো ফল করেন'—এটি কোন ধরনের বাক্য? উত্তর: জটিল।
  52. ‘তিনি গরিব, কিন্তু সৎ’—এটি কোন ধরনের বাক্য? উত্তর: যৌগিক।
  53. ‘আমি তোমাকে চিনি'–এর নেতিবাচক রূপ কী? উত্তর: আমি তোমাকে চিনি না।
  54. ‘আজকাল মিথ্যা কথা বলা উচিত নয়'—এর ইতিবাচক রূপ কী? উত্তর: আজকাল সত্য কথা বলা উচিত।
  55. ‘আহা! কী সুন্দর দৃশ্য!'—এটি কোন ধরনের বাক্য? উত্তর: আবেগসূচক।
  56. ‘সে খুব চালাক'—এটি কোন ধরনের বাক্য? উত্তর: সরল।
  57. ‘সত্য কথা বলো’—এটি কোন ধরনের বাক্য? উত্তর: অনুজ্ঞাসূচক।
  58. ‘যদি পড়ো, তবে পাশ করবে'—এটি কোন ধরনের বাক্য? উত্তর: জটিল।
  59. ‘তিনি আসলেন এবং আমরা চলে গেলাম'—এটি কোন ধরনের বাক্য? উত্তর: যৌগিক।
  60. সমাস শব্দের অর্থ কী? উত্তর: সংক্ষেপণ।
  61. সমাস প্রধানত কয় প্রকার? উত্তর: ৬ প্রকার।
  62. কোন সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায়? উত্তর: দ্বন্দ্ব সমাস।
  63. ‘মা-বাবা’—কোন সমাস? উত্তর: দ্বন্দ্ব।
  64. ‘পাপ-পুণ্য’—কোন সমাস? উত্তর: দ্বন্দ্ব।
  65. ‘নদীমাতৃক’–এর ব্যাসবাক্য কী? উত্তর: নদী মাতা যার।
  66. ‘দশানন’–এর ব্যাসবাক্য কী? উত্তর: দশ আনন যার।
  67. কোন সমাসের ব্যাসবাক্য হয় না? উত্তর: নিত্য সমাস।
  68. ‘অন্য গ্রাম গ্রামান্তর'–কোন সমাস? উত্তর: নিত্য সমাস।
  69. ‘অহিংসা’–কোন সমাস? উত্তর: নঞ তৎপুরুষ।
  70. ‘অনীতি’—কোন সমাস? উত্তর: নঞ তৎপুরুষ।
  71. ‘একতা’—কোন সমাস? উত্তর: নিত্য সমাস।
  72. সন্ধি শব্দের অর্থ কী? উত্তর: মিলন।
  73. সন্ধি কত প্রকার? উত্তর: ৩ প্রকার (স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি, বিসর্গসন্ধি)।
  74. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে সন্ধি হয়, তাকে কী বলে? উত্তর: স্বরসন্ধি।
  75. শব্দের মূল অংশকে কী বলে? উত্তর: প্রকৃতি।
  76. প্রকৃতির সঙ্গে যা যুক্ত হয় তাকে কী বলে? উত্তর: প্রত্যয়।
  77. বাংলা ভাষায় সাধিত শব্দ কয় প্রকার? উত্তর: ২ প্রকার (প্রকৃতি-প্রত্যয় সাধিত, সমাস সাধিত)।।
  78. ‘গায়ক' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী? উত্তর: গাই + অাক (প্রকৃতি: গাই; প্রত্যয়: -ক)।
  79. ‘কর্তব্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী? উত্তর: কৃ + তব্য (প্রকৃতি: কৃ; প্রত্যয়: -তব্য)।
  80. ‘নীল যে আকাশ = নীলাকাশ’–এখানে কোন সমাস হয়েছে? উত্তর: কর্মধারয় সমাস।
  81. ‘বিলাত হইতে ফেরত = বিলাতফেরত'—এখানে কোন সমাস হয়েছে? উত্তর: তৎপুরুষ সমাস।
  82. ‘সাপ ও বেজি = সাপে-নেউলে'—এখানে কোন সমাস হয়েছে? উত্তর: দ্বন্দ্ব সমাস ।
  83. ‘নদীমাতৃক’–এই শব্দটিতে কোন সমাস? উত্তর: বহুব্রীহি সমাস ।
  84. ‘পঞ্চনদ’, ‘সাতসমুদ্র'—এই শব্দগুলোতে কোন সমাস হয়েছে? উত্তর: দ্বিগু সমাস ।
  85. ‘উপকূল’–এই শব্দটিতে কোন সমাস হয়েছে? উত্তর: অব্যয়ীভাব সমাস।
  86. ‘নীল যে আকাশ = নীলাকাশ'—এখানে 'নীল' কোন পদ? উত্তর: বিশেষণ।
  87. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে কী বলা হয়? উত্তর: স্পর্শবর্ণ।
  88. ‘পাখি’, ‘মানুষ’, ‘ঢাকা’—এগুলো কোন প্রকারের শব্দ? উত্তর: বিশেষ্য।
  89. ‘সুন্দর’, ‘লাল’, ‘মিষ্টি’—এগুলো কোন প্রকারের শব্দ? উত্তর: বিশেষণ।
  90. ‘তুমি একটি ভালো কাজ করেছ'–এর প্রশ্নবোধক রূপ কী? উত্তর: তুমি কি একটি ভালো কাজ করেছ?
  91. ‘গরু আকাশে ওড়ে'—এটি কোন ধরনের বাক্য? উত্তর: অর্থহীন।
  92. ‘গাছে পাখি বসে আছে'—বাক্যটিতে কোন দোষ নেই? উত্তর: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি।
  93. বাক্যের গুণ কয়টি? উত্তর: ৩টি (আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা)।
  94. বাক্যের বিধেয় কী? উত্তর: উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়।
  95. ‘তিনি ভালো গান করেন'—এখানে বিধেয় কোনটি? উত্তর: ভালো গান করেন।
  96. ‘ভাই-বোন’—কোন সমাস? উত্তর: দ্বন্দ্ব।
  97. কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? উত্তর: অব্যয়ীভাব সমাস।
  98. ‘উপকূল’- '–এর ব্যাসবাক্য কী? উত্তর: কূলের সমীপে।
  99. ‘আজীবন’–এর ব্যাসবাক্য কী? উত্তর: জীবন পর্যন্ত।
  100. কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়? উত্তর: তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু ।
  101. ‘রাজপথ’–এর ব্যাসবাক্য কী? উত্তর: পথের রাজা।
  102. ‘সিংহাসন’– –এর ব্যাসবাক্য কী? উত্তর: সিংহ চিহ্নিত আসন।
  103. ‘নীলকণ্ঠ’—কোন সমাস? উত্তর: বহুব্রীহি ।
  104. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বর বা ব্যঞ্জনবর্ণের যে সন্ধি হয়, তাকে কী বলে? উত্তর: ব্যঞ্জনসন্ধি ।
  105. বিসর্গের সঙ্গে স্বর বা ব্যঞ্জনবর্ণের যে সন্ধি হয়, তাকে কী বলে? উত্তর: বিসর্গ সন্ধি ।
  106. ‘বিদ্যালয়’ '–এর সন্ধিবিচ্ছেদ কী? উত্তর: বিদ্যা+আলয়।
  107. ‘হিমালয়’–এর সন্ধিবিচ্ছেদ কী? উত্তর: হিম+আলয়।
  108. ‘নয়ন’–এর সন্ধিবিচ্ছেদ কী? উত্তর: নে+অন।
  109. ‘পবন'–এর সন্ধিবিচ্ছেদ কী? উত্তর: পো+অন।
  110. ‘সুবন্ত’–এর সন্ধিবিচ্ছেদ কী? উত্তর: সুপ+অন্ত।
  111. ‘উচ্ছ্বাস’–এর সন্ধিবিচ্ছেদ কী? উত্তর: উৎ+শ্বাস।
  112. ‘তচ্ছবি’–এর সন্ধিবিচ্ছেদ কী? উত্তর: তৎ+ছবি।
  113. ‘মনোযোগ’–এর সন্ধিবিচ্ছেদ কী? উত্তর: মনঃ+যোগ।
  114. ‘দুশ্চরিত্র’–এর সন্ধিবিচ্ছেদ কী? উত্তর: দুঃ+চরিত্র।
  115. ‘শিরশ্ছেদ’–এর সন্ধিবিচ্ছেদ কী? উত্তর: শিরঃ+ছেদ।
  116. ‘বৃষ্টি’–এর সন্ধিবিচ্ছেদ কী? উত্তর: বৃষ+তি ।
  117. ‘সন্দর্শন’–এর সন্ধিবিচ্ছেদ কী? উত্তর: সম+দর্শন।
  118. ‘সংস্কার’–এর সন্ধিবিচ্ছেদ কী? উত্তর: সম+কার।
  119. ‘সঞ্চয়’–এর সন্ধিবিচ্ছেদ কী? উত্তর: সম+চয়।
  120. ‘গরু মাঠে ঘাস খায়’—এখানে 'গরু' কোন কারকে কোন বিভক্তি? উত্তর: কর্তৃকারকে শূন্য বিভক্তি ।
  121. ‘ডাক্তারকে দেখাও'—এখানে ‘ডাক্তারকে’ কোন কারকে কোন বিভক্তি? উত্তর: কর্মকারকে চতুর্থী।
  122. ‘শিকারি কর্তৃক বাঘ নিহত হয়েছে'—এখানে ‘শিকারি কর্তৃক' কোন কারকে কোন বিভক্তি? উত্তর: করণ কারকে তৃতীয়া।
  123. ‘গরুকে ঘাস দাও'—এখানে ‘গরুকে' কোন কারকে কোন বিভক্তি? উত্তর: সম্প্রদান কারকে চতুর্থী।
  124. ‘গাছ থেকে ফল পড়ে'—এখানে ‘গাছ থেকে’ কোন কারকে কোন বিভক্তি? উত্তর: অপাদান কারকে পঞ্চমী ।
  125. ‘বাঘে মহিষে এক ঘাটে জল খায়'—এখানে 'বাঘে মহিষে' কোন কারকে কোন বিভক্তি? উত্তর: কর্তৃকারকে সপ্তমী ।
  126. ‘তিলে তেল হয়'—এখানে 'তিলে' কোন কারকে কোন বিভক্তি? উত্তর: অপাদান কারকে সপ্তমী ।
  127. ‘তিলে তেল আছে'—এখানে ‘তিলে' কোন কারকে কোন বিভক্তি? উত্তর: অধিকরণ কারকে সপ্তমী।
  128. ‘নীরব’–এর সন্ধিবিচ্ছেদ কী? উত্তর: নিঃ+রব।
  129. কারক শব্দের অর্থ কী? উত্তর: যা ক্রিয়া সম্পাদন করে।
  130. কারক কত প্রকার? উত্তর: ৬ প্রকার।
  131. কোন কারকের সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকে না? সম্বন্ধ পদ
  132. ‘শিকারি কর্তৃক বাঘ নিহত হয়েছে'—এখানে ‘বাঘ’ কোন কারকে কোন বিভক্তি? উত্তর: কর্মকারকে শূন্য বিভক্তি।
  133. ‘পাগলে কি না বলে’–এখানে ‘পাগলে’ কোন কারকে কোন বিভক্তি? উত্তর: কর্তৃকারকে সপ্তমী।
  134. ‘টাকায় কী হয়’—এখানে ‘টাকায়' কোন কারকে কোন বিভক্তি? উত্তর: করণ কারকে সপ্তমী ।
  135. ‘ভয়কে সে জয় করেছে'—এখানে ‘ভয়কে’ কোন কারকে কোন বিভক্তি? উত্তর: কর্মকারকে চতুর্থী।
  136. ‘কর্তায় কর্মে এক’–এই উদাহরণটি কোন কারকের? উত্তর: প্রযোজক কর্তা ।
  137. ‘ঘোড়াকে ঘাস দাও'—এখানে ‘ঘোড়াকে’ কোন কারক? উত্তর: কর্মকারক
  138. ‘ছেলেরা মাঠে ফুটবল খেলছে'—এখানে ‘মাঠে’ কোন কারক? উত্তর: অধিকরণ কারক।
  139. ‘সূর্যোদয়ে অন্ধকার দূর হয়’–এখানে ‘সূর্যোদয়ে’ কোন কারক? উত্তর: অধিকরণ কারক।
  140. ‘আমার যাওয়া হয় না'—এখানে 'আমার' কোন কারক? উত্তর: কর্তৃকারক (সম্বন্ধ পদ)।
  141. বিভক্তি কত প্রকার? উত্তর: ২ প্রকার (শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি)।
  142. বিভক্তি প্রধানত কয়টি? উত্তর: ৭টি।
  143. চতুর্থী বিভক্তি কোন কারকে ব্যবহৃত হয়? উত্তর: সম্প্রদান।
  144. ‘ডাকাত পড়েছে’—এখানে ‘ডাকাত' কোন কারক? উত্তর: কর্তৃকারক।
  145. ‘ছাদে বসে আছি’—এখানে ‘ছাদে' কোন কারক? উত্তর: অধিকরণ কারক।
  146. ‘তিনি ভালো ছাত্র’—এখানে 'তিনি' কোন পদ? উত্তর: সর্বনাম।
  147. ‘এবং’, ‘আর’, ‘ও’—এগুলো কোন পদ? উত্তর: অব্যয়।
  148. ‘আহা! কী সুন্দর'—এখানে কোন পদ? উত্তর: অব্যয়।
  149. ‘ভাত খাচ্ছি’–এখানে ‘খাচ্ছি’ কোন পদ? উত্তর: ক্রিয়া।
  150. ‘ধীরে ধীরে যায়’—এখানে ‘ধীরে ধীরে' কোন পদ? উত্তর: ক্রিয়া বিশেষণ ।
  151. বচন শব্দের অর্থ কী? উত্তর: সংখ্যার ধারণা।
  152. বচন কত প্রকার? উত্তর: ২ প্রকার (একবচন, বহুবচন)।
  153. বহুবচন গঠনের উপায় কয়টি? উত্তর: ৪টি।
  154. ‘গণ’, ‘বৃন্দ’, ‘দল’—এগুলো কিসের নির্দেশক? উত্তর: বহুবচন।
  155. ‘শিক্ষকগণ’, ‘ছাত্রবৃন্দ’—এগুলো কোন বচন? উত্তর: বহুবচন।
  156. লিঙ্গ শব্দের অর্থ কী? উত্তর: চিহ্ন বা লক্ষণ।
  157. লিঙ্গ কত প্রকার? উত্তর: ৪ প্রকার (পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ)।
  158. ‘শিক্ষক’–এর স্ত্রীলিঙ্গ কী? উত্তর: শিক্ষিকা।
  159. ‘কবি’–এর স্ত্রীলিঙ্গ কী? উত্তর: কবি (উভয়লিঙ্গ)।
  160. ‘মন্ত্রী’—কোন লিঙ্গ? উত্তর: উভয়লিঙ্গ।
  161. ‘শিশুটি’—কোন লিঙ্গ? উত্তর: উভয়লিঙ্গ।
  162. ‘মাথা’, ‘চোখ’, ‘নদী’—এগুলো কোন লিঙ্গ? উত্তর: স্ত্রীলিঙ্গ।
  163. ‘পানি’, ‘বই’, ‘কলম’—এগুলো কোন লিঙ্গ? উত্তর: ক্লীবলিঙ্গ ।
  164. পুরুষ কত প্রকার? উত্তর: ৩ প্রকার (উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ)।
  165. ‘আমি’, ‘আমরা’—কোন পুরুষ? উত্তর: উত্তম পুরুষ।
  166. ‘তুমি’, ‘তোমরা’—কোন পুরুষ? উত্তর: মধ্যম পুরুষ।
  167. ‘সে’, ‘তারা’, ‘তিনি’—কোন পুরুষ? উত্তর: নাম পুরুষ।
  168. ক্রিয়ার কাল কত প্রকার? উত্তর: ৩ প্রকার (বর্তমান, অতীত, ভবিষ্যৎ)।
  169. ‘আমি ভাত খাই'—কোন কাল? সাধারণ বর্তমান।
  170. ‘আমি ভাত খেয়েছি’—কোন কাল? উত্তর: পুরাঘটিত বর্তমান।
  171. ‘আকাশ থেকে পড়া'—বাগধারার অর্থ কী? উত্তর: অপ্রত্যাশিত ঘটনা।
  172. ‘আট কপালে'—বাগধারার অর্থ কী? উত্তর: হতভাগ্য।
  173. ‘আট ঘাট বাঁধা'—বাগধারার অর্থ কী? উত্তর: সবদিক দিয়ে সতর্ক থাকা।
  174. ‘কাটা ঘায়ে নুনের ছিটা'–এর অর্থ কী? উত্তর: দুঃখের ওপর আরও দুঃখ দেওয়া।
  175. ‘কানে তুলো দেওয়া'–এর অর্থ কী? উত্তর: কথা না শোনা।
  176. ‘নয় ছয় করা'–এর অর্থ কী? উত্তর: অপচয় করা।
  177. ‘নকলের ওপর আসল'–এর অর্থ কী? উত্তর: অবিকল।
  178. ‘অরণ্যে রোদন'–এর অর্থ কী? উত্তর: নিষ্প্রয়োজন বা নিষ্ফল।
  179. ‘উলুবনে মুক্তা ছড়ানো'–এর অর্থ কী? উত্তর: অপাত্রে দান।
  180. ‘কানে হাত দেওয়া'–এর অর্থ কী? উত্তর: ভুল স্বীকার করা।
  181. ‘কানে ধরা’–এর অর্থ কী? উত্তর: সতর্ক করা।
  182. ‘গোড়ায় গলদ’–এর অর্থ কী? উত্তর: শুরুতে ভুল।
  183. ‘চক্ষু কর্ণের বিবাদ'–এর অর্থ কী? উত্তর: যা দেখা তা বিশ্বাস করা যায় না ।
  184. ‘পালের গোদা'–এর অর্থ কী? উত্তর: দলনেতা।
  185. যা সহজে লাভ করা যায়— উত্তর: সুলভ।
  186. ডিম থেকে বাচ্চা'–এর অর্থ কী? ‘উত্তর: অসম্ভব ব্যাপার ।
  187. ‘থোড় বড়ি খাড়া'–এর অর্থ কী? উত্তর: লম্বা-চওড়া কথা।
  188. ‘ননীর পুতুল'–এর অর্থ কী? উত্তর: শ্রমবিমুখ।
  189. ‘পান্তা ভাতে ঘি'–এর অর্থ কী? উত্তর: অপচয়।
  190. ‘মাথা খারাপ করা'–এর অর্থ কী? উত্তর: বুদ্ধি নষ্ট করা।
  191. ‘মাথায় হাত দেওয়া'–এর অর্থ কী? উত্তর: দুশ্চিন্তায় পড়া।
  192. যা আগে কখনও শোনা যায়নি— উত্তর: অশ্রুতপূর্ব।
  193. যার কোনো শত্রু নেই— উত্তর: অজাতশত্রু।
  194. যা বলা হয়েছে— উত্তর: উক্ত।
  195. যা বলা হবে— উত্তর: বক্ষ্যমাণ।
  196. যা সহজে দমন করা যায় না— উত্তর: দুর্দমনীয়।
  197. যা মাটি ভেদ করে ওঠে— উত্তর: উদ্ভিদ।
  198. যা লাফিয়ে চলে— উত্তর: প্লব।
  199. যে বিদেশে থাকে— উত্তর: প্রবাসী।
  200. যে নারী বীর সন্তান প্রসব করে— উত্তর: বীরপ্রসূ।
  201. যে মেয়ের বিয়ে হয়নি— উত্তর: কুমারী।
  202. যে নারীর সন্তান হয় না— উত্তর: বন্ধ্যা।
  203. যার দুই হাত সমান চলে— উত্তর: সব্যসাচী।
  204. যে উপকারীর উপকার স্বীকার করে— উত্তর: কৃতজ্ঞ।
  205. যে উপকারীর উপকার স্বীকার করে না— উত্তর: অকৃতজ্ঞ ।
  206. যা নিবারণ করা যায় না— উত্তর: অনিবার্য।
  207. যার কোনো আগা নেই— উত্তর: অনন্ত ।
  208. যার অনেক বিষয় জানা আছে— উত্তর: বহুজ্ঞ।
  209. যা কষ্টে অর্জন করা হয়— উত্তর: কষ্টার্জিত ।
  210. যা করা হয়েছে— উত্তর: কৃত।
  211. আবির্ভাব’–এর বিপরীত শব্দ কী? উত্তর: তিরোভাব।
  212. ‘আবাদ’–এর বিপরীত শব্দ কী? উত্তর: অনাবাদি।
  213. ‘সৃষ্টি’–এর বিপরীত শব্দ কী? উত্তর: ধ্বংস।
  214. ‘ইতর’–এর বিপরীত শব্দ কী? উত্তর: ভদ্র।
  215. ‘উদার’–এর বিপরীত শব্দ কী? উত্তর: অনুদার।
  216. ‘উঁচু’–এর বিপরীত শব্দ কী? উত্তর: নিচু।
  217. ‘অগ্র’–এর বিপরীত শব্দ কী? উত্তর: পশ্চাৎ।
  218. ‘অবনতি’–এর বিপরীত শব্দ কী? উত্তর: উন্নতি।
  219. ‘আরম্ভ’–এর বিপরীত শব্দ কী? উত্তর: শেষ।
  220. ‘আস্থা’–এর বিপরীত শব্দ কী? উত্তর: অনাস্থা।
  221. ‘উচ্চ’–এর বিপরীত শব্দ কী? উত্তর: নিম্ন।
  222. ‘খ্যাতি’–এর বিপরীত শব্দ কী? উত্তর: কুখ্যাতি।
  223. ‘ক্ষুধা’–এর বিপরীত শব্দ কী? উত্তর: তৃষ্ণা।
  224. ‘গ্রহণ’–এর বিপরীত শব্দ কী? উত্তর: বর্জন।
  225. ‘গৌণ’–এর বিপরীত শব্দ কী? উত্তর: মুখ্য।
  226. ‘চঞ্চল’–এর বিপরীত শব্দ কী? উত্তর: স্থির।
  227. ‘জঙ্গম'–এর বিপরীত শব্দ কী? উত্তর: স্থাবর।
  228. ‘তিমির'–এর বিপরীত শব্দ কী? উত্তর: আলো।
  229. ‘দেশ’–এর বিপরীত শব্দ কী? উত্তর: বিদেশ।
  230. ‘ধ্বংস’–এর বিপরীত শব্দ কী? উত্তর: সৃষ্টি।
  231. ‘অন্ধকার’–এর সমার্থক শব্দ উত্তর: তিমির, আঁধার।
  232. আকাশ’–এর সমার্থক শব্দ কী? উত্তর: গগন, ব্যোম, নভঃ, আসমান।
  233. ‘আলোক’–এর সমার্থক শব্দ কী? উত্তর: জ্যোতি, দীপ্তি, প্রভা।
  234. ‘ইচ্ছা’–এর সমার্থক শব্দ কী? উত্তর: অভিলাষ, আকাঙ্ক্ষা, সাধ।
  235. ‘জল’–এর সমার্থক শব্দ কী? উত্তর: বারি, পানি, সলিল, নীর
  236. ‘নদী'–এর সমার্থক শব্দ কী? উত্তর: তটিনী, প্রবাহিণী, সরিৎ।
  237. ‘পর্বত '–এর সমার্থক শব্দ কী? উত্তর: গিরি, শৈল, অচল।
  238. ‘পদ্ম’–এর সমার্থক শব্দ কী? উত্তর: কমল, শতদল, অম্বুজ।
  239. ‘পৃথিবী’–এর সমার্থক শব্দ কী? উত্তর: ধরা, ধরিত্রী, বসুমতী, ভূ।
  240. ‘পাপ’–এর সমার্থক শব্দ কী? উত্তর: পাতক, অঘ, দুষ্কৃতি।
  241. ‘মা’–এর সমার্থক শব্দ কী? উত্তর: জননী, মাতা, প্রসূতি, আম্মা ।
  242. ‘সাগর’–এর সমার্থক শব্দ কী? উত্তর: সিন্ধু, জলধি, অর্ণব, রত্নাকর।
  243. ‘হাত’–এর সমার্থক শব্দ কী? উত্তর: কর, হস্ত, পাণি।
  244. 'সূর্য’–'–এর সমার্থক শব্দ কী? উত্তর: রবি, তপন, ভাস্কর, দিবাকর।
  245. ‘অগ্নি’–এর সমার্থক শব্দ কী? উত্তর: আগুন, অনল, বহ্নি, পাবক।
  246. ‘চন্দ্র’–এর সমার্থক শব্দ কী? উত্তর: চাঁদ, শশী, শশধর, নিশাকর।
  247. ‘কন্যা’–এর সমার্থক শব্দ কী? উত্তর: দুহিতা, তনয়া, আত্মজা।
  248. ‘ফুল’–এর সমার্থক শব্দ কী? উত্তর: পুষ্প, কুসুম, প্রসুন।
  249. ‘রাজা’–এর সমার্থক শব্দ কী? উত্তর: নৃপতি, মহীপাল, ভূপাল।
  250. ‘শিক্ষক’–এর সমার্থক শব্দ কী? উত্তর: গুরু, আচার্য, ওস্তাদ।
  251. কোন বানানটি শুদ্ধ? উত্তর: মন্ত্রীসভা।
  252. কোন বানানটি শুদ্ধ? উত্তর: পিপীলিকা ।
  253. কোন বানানটি শুদ্ধ? উত্তর: শারীরিক।
  254. কোন বানানটি শুদ্ধ? উত্তর: শিরশ্ছেদ।
  255. কোন বানানটি শুদ্ধ? উত্তর: মুমূর্ষু।
  256. কোন বানানটি শুদ্ধ? উত্তর: সুশীল।
  257. কোন বানানটি শুদ্ধ? উত্তর: মহাত্মা ।
  258. কোন বানানটি শুদ্ধ? উত্তর: মুহূর্ত।
  259. কোন বানানটি শুদ্ধ? উত্তর: শাশুড়ি।
  260. কোন বানানটি শুদ্ধ? উত্তর: শ্বশুর।
  261. কোন বানানটি শুদ্ধ? উত্তর: ভবিষ্যৎ।
  262. কোন বানানটি শুদ্ধ? উত্তর: বাল্মীকি ।
  263. কোন বানানটি শুদ্ধ? উত্তর: বিভীষিকা।
  264. কোন বানানটি শুদ্ধ? উত্তর: বুদ্ধিজীবী।
  265. কোন বানানটি শুদ্ধ? উত্তর: সমীকরণ।
  266. কোন বানানটি শুদ্ধ? উত্তর: সান্ত্বনা।
  267. কোন বানানটি শুদ্ধ? উত্তর: সায়াহ্নে ।
  268. কোন বানানটি শুদ্ধ? উত্তর: সাহিত্য।
  269. কোন বানানটি শুদ্ধ? উত্তর: স্বতঃস্ফূর্ত।
  270. কোন বানানটি শুদ্ধ? উত্তর: শুশ্রূষা।
  271. ‘Action’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: কার্য।
  272. ‘Affidavit’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: হলফনামা।
  273. ‘Audit’—এর বাংলা পরিভাষা কী? উত্তর: নিরীক্ষা।
  274. ‘Bio-data’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: জীবনবৃত্তান্ত।
  275. ‘Cabinet’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: মন্ত্রিপরিষদ।
  276. ‘Corporation'-এর বাংলা পরিভাষা কী? উত্তর: নিগম।
  277. ‘Caste’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: জাতি।
  278. ‘Dialect’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: উপভাষা ।
  279. ‘Executive'-এর বাংলা পরিভাষা কী? উত্তর: নির্বাহী।
  280. ‘Faculty’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: অনুষদ।
  281. ‘Fine art’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: চারুশিল্প।
  282. ‘General’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: সাধারণ।
  283. ‘Honorarium'-এর বাংলা পরিভাষা কী? উত্তর: সম্মানী।
  284. ‘Interview’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: সাক্ষাৎকার।
  285. ‘Judiciary’- '–এর বাংলা পরিভাষা কী? উত্তর: বিচার বিভাগ
  286. ‘Lawyer’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: আইনজীবী।
  287. ২৮৭. ‘Manuscript'-এর বাংলা পরিভাষা কী? উত্তর: পাণ্ডুলিপি।
  288. ‘Master’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: প্রভু।
  289. ‘Municipal’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: পৌর।
  290. ‘Passport’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: ছাড়পত্র।
  291. ‘Quarantine'-এর বাংলা পরিভাষা কী? উত্তর: সঙ্গরোধ।
  292. ‘Register’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: নিবন্ধন।
  293. ‘Sabotage’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: অন্তর্ঘাত।
  294. ‘subsidy’- '–এর বাংলা পরিভাষা কী? উত্তর: ভর্তুকি।
  295. ‘Thesis’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: গবেষণা।
  296. ‘Tribunal'-এর বাংলা পরিভাষা কী? উত্তর: বিচারসভা।
  297. ‘Verdict’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: রায়।
  298. ‘Veto’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: না-সূচক।
  299. ‘Warrant’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: গ্রেফতারি পরোয়ানা।
  300. ‘Zone’–এর বাংলা পরিভাষা কী? উত্তর: অঞ্চল।