History of production and cultivation of Bengal tea

 বাংলার চা উৎপাদন ও চাষের ইতিহাস

১৬৫০ খ্রিষ্টাব্দে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়। আর ভারতবর্ষে এর চাষ শুরু হয় ১৮১৮ খ্রিষ্টাব্দে। ১৮৫৫ খ্রিষ্টাব্দে ব্রিটিশরা সিলেটে সর্বপ্রথম চায়ের গাছ খুঁজে পায়। ১৬৫০ খ্রিষ্টাব্দে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়। আর ভারতবর্ষে এর চাষ শুরু হয় ১৮১৮ খ্রিষ্টাব্দে। ১৮৫৫ খ্রিষ্টাব্দে ব্রিটিশরা সিলেটে সর্বপ্রথম চায়ের গাছ খুঁজে পায়। ১৮৫৭ সালে সিলেটের মালনীছড়ায় শুরু হয় বাণিজ্যিক চা – চাষ শুরু হয়।  । বর্তমানে চা বাগানের সংখ্যা ১৬৮টি। সবচেয়ে বেশি চা বাগান (৯১টি)/ চা জন্মে মৌলভীবাজার জেলায় সর্বশেষ পঞ্চগড় জেলায় চা চাষ শুরু হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url