General knowledge

 ১৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

বাংলাদেশ প্রসঙ্গ

৪১. দহগ্রাম ছিট মহল কোন জেলায় অবস্থিত?

) কুড়িগ্রাম

) নীলফামারী

) পঞ্চগড়

) লালমনিরহাট

উত্তর : ) লালমনিরহাট

৪২. দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?

) বালেশ্বর

) হাড়িয়াভাঙ্গা

) রূপসা

) ভৈরব

উত্তর : ) হাড়িয়াভাঙ্গা

ব্যাখ্যা: সাতক্ষীরা জেলায় হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় দ্বীপটি অবস্থিত যার আয়তন বর্গ কি.মি. দ্বীপটি নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বিরোধ রয়েছে। ভারতের পাশে দ্বীপটি নিউমুর নামে পরিচিত। দক্ষিণ তালপট্টির অপর নাম পূর্বাশা।

৪৩. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

) হামিদুর রহমান

) তানভীর কবির

) মাযহারুল ইসলাম

) মঈনুল হোসেন

উত্তর : ) মঈনুল হোসেন

ব্যাখ্যাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর সাভারে ১০৯ একর জমির উপর জাতীয় স্মৃতিসৌধের যে ভিত্তি প্রস্ত স্থাপন করেন তার ফলক সংখ্যা ৭টি। একে সম্মিলিত প্রয়াস বলা হয়

৪৪. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

) ঢাকা

) ময়নামতি

) রাজশাহী

) সোনারগাঁ

উত্তর : ) সোনারগাঁ

৪৫. পুনর্ভবা, নাগর, কুলিখ টাঙ্গন কোন নদীর উপনদী?

) মহানন্দ

) ভৈরব

) কুমার

) বরাল

উত্তর : ) মহানন্দ

ব্যাখ্যাঃ ভৈরব, কুমার বড়াল পদ্মার শাখা নদী

৪৬. “ছিয়াত্তরের মনন্তর' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

) বাংলা ১০৭৬ সালে

) বাংলা ১১৭৬ সালে

) বাংলা ১৩৭৬ সালে

) বাংলা ১৮৭৬ সালে

উত্তর : ) বাংলা ১১৭৬ সালে

৪৭. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী- এটি কার ঘোষণা?

) তিতুমীর

) ফকির মজনু শাহ

) দুদু মিয়া

) হাজী শরীয়তুল্লাহ

উত্তর : ) দুদু মিয়া

৪৮. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল?

) সিপাহী

) ল্যান্স নায়েক

) হাবিলদার

) ক্যাপ্টেন

উত্তর : ) সিপাহী

ব্যাখ্যাঃ

৪৯. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?

) পদ্মায়

) বঙ্গোপোসাগরে

) ব্রহ্মপুত্রে

) মেঘনায়

উত্তর : ) পদ্মায়

৫০. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?

) পঞ্চগড়

) ঠাকুরগাঁও

) দিনাজপুর

) লালমনিরহাট

উত্তর : ) পঞ্চগড়

৫১. বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

) ১২ অক্টোবর, ১৯৭২

) ১৬ ডিসেম্বর, ১৯৭২

) ১৬ ডিসেম্বর, ১৯৭৩

) ২৬ মার্চ, ১৯৭৩

উত্তর : ) ১২ অক্টোবর, ১৯৭২

ব্যাখ্যাঃ ১২ অক্টোবর, ১৯৭২ গণপরিষদে উত্থাপিত হয় যেটি নভেম্বর, ১৯৭২ গণপরিষদে পাস হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ কার্যকরী হয়।

৫২. ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?

) এক রাজনৈতিক মতবাদের

) এক সাংস্কৃতিক আন্দোলনের

) এক নতুন জাতীয় চেতনার

) এক নতুন সমাজ ব্যবস্থার

উত্তর : ) এক নতুন জাতীয় চেতনার

৫৩. ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?

) টিএসপি

) ইউরিয়া

) পটাশ

) এমোনিয়া সালফেট

উত্তর : ) ইউরিয়া

ব্যাখ্যাঃ নরসিংদী জেলার ঘোড়াশালে ইউরিয়া সার কারখানায় প্রকৃতিক গ্যাস ব্যবহার করে সার উৎপন্ন করা হয়।

৫৪. বাংলাদেশ মৎস আইনের কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?

) ১৮

) ২০

) ২৩

) ২৫

উত্তর : ) ২৩

৫৫. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?

) নারায়ণগঞ্জ

) কক্সবাজার

) চট্টগ্রাম

) খুলনা

উত্তর : ) খুলনা

ব্যাখ্যাঃ বাংলাদেশে জাহাজ নির্মাণ মেরামত কারখানা ৩টি- খুলনা, চট্টগ্রাম নারায়ণগঞ্জ এর মধ্যে প্রধান খুলনা

৫৬. নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?

) গারো

) সাঁওতাল

) খাসিয়া

) মারমা

উত্তর : ) মারমা

ব্যাখ্যাঃ গারো, সাঁওতাল, খাসিয়া উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক

৫৭. কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে?

) কৃষি ব্যাংক

) গ্রামীণ ব্যাংক

) সমবায় ব্যাংক

) ইসলামী ব্যাংক

উত্তর :  ) গ্রামীণ ব্যাংক

৫৮. চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কী?

) আখের ছোবড়া

) বাঁশ

) জারুল গাছ

) নল-খাগড়া

উত্তর : ) বাঁশ

৫৯. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

) কামরুল হাসाন

) জয়নুল আবেদিন

) হাসেম খান

) হামিদুর রহমান

উত্তর : ) কামরুল হাসाন

ব্যাখ্যাঃ এখানে ক্লিক করুন।

৬০. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?

) ২৬ মার্চ, ১৯৭১

) ১০ এপ্রিল, ১৯৭১

) সেপ্টেম্বর, ১৯৭১

) ১০ নভেম্বর, ১৯৭১

উত্তর : ) ১০ এপ্রিল, ১৯৭১

আন্তর্জাতিক প্রসঙ্গ

৬১. ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে 'এক দেশ, দুই পদ্ধতি' নীতি চালু হয়?

) লাওস

) ভিয়েতনাম

) মঙ্গোলিয়া

) গণচীন

উত্তর : ) গণচীন

৬২. এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কী?

) জাপানকে সাহায্য করা

) ভিয়েতনামকে দমন করা

) আসিয়ান' জোটকে সমর্থন করা

) দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা

উত্তর : ) আসিয়ান' জোটকে সমর্থন করা

৬৩. কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা রাণীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?

) অষ্ট্ৰেলিয়া

) কানাডা

) সাইপ্রাস

) মরিশাস

উত্তর : ) অষ্ট্ৰেলিয়া

৬৪. জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?

) সুইজারল্যান্ড

) পোল্যান্ড

) অস্ট্রিয়া

) ডেনমার্ক

উত্তর : ) অস্ট্রিয়া

ব্যাখ্যাঃ সুইজারল্যান্ড-(জার্মান,ফরাসি,ইটালিও); পোল্যান্ড-পোলিশ; ডেমার্ক-ড্যানিস

ভাষায় কথা বলে

৬৫. রাজিব গান্ধিকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কী?

) নলিনী

) নাথু

) থানু

) আনু

উত্তর : ) নলিনী

ব্যাখ্যাঃ মহাত্মা গান্ধীকে হত্যা করে নাথ।

৬৬. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী?

) ইয়েন

) পেসো

) ইউয়ান

) উয়ন

উত্তর : ) উয়ন

ব্যাখ্যাঃ এখানে ক্লিক করুন।

৬৭. ইরাক-ইরান যুদ্ধ বিরতি তদারকীতে অংশ গ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কী?

) UNIMOG

) UNGOMAL

) UNFLCP

) UNIIMOG

উত্তর : ) UNIIMOG

৬৮. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব পরিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?

) প্রথম সোমবার

) দ্বিতীয় সোমবার

) তৃতীয় সোমবার

) চতুর্থ সোমবার

উত্তর : ) প্রথম সোমবার

৬৯. কোটি জাতিসংঘের বহুমূখী কারিগরী প্রাক-বিনিয়োগ সহযোগীতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?

) UNV

) DTCD

) UNFPA

) UNDP

উত্তর : ) UNDP

৭০. ক্যাটালন কোন দেশের ভাষা?

) স্পেন

) বেলজিয়াম

) নাইজেরিয়া

) মঙ্গোলিয়া

উত্তর : ) স্পেন

ব্যাখ্যাঃ বেলজিয়ামের-ডাচ, ফরাসি; নাইজেরিয়ার-ইংরেজি, হাউসা, ইবো ; মঙ্গোলিয়ার-মঙ্গোলীয়, খালকা

৭১. ‘গ্লাসনস্ত' এর অর্থ কী?

) সমাজতন্ত্র সংগঠন

) সমাজতন্ত্র গণতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান

) খোলামেলা আলোচনা

) সমাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা

উত্তর : ) খোলামেলা আলোচনা

ব্যাখ্যাঃ ১৯৮৭ সালে সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ রুশ শব্দ গ্লাসনস্ত মানে খোলানীতি প্রবর্তন করেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পেছনে এই নীতি অনেকটাই কাজ করে

৭২. কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা নয়?

) IBRD

) IDA

) IMF

) IFC

উত্তর : ) IMF

ব্যাখ্যাঃ বিশ্ব ব্যাংকের ৫টি অঙ্গসংস্থার সমন্বয়ে গঠিত যথা- IBRD, IDA, IFC, MIGA, ICSID.

৭৩. কোনটি 'ওআইসি' এর অংগ সংস্থা নয়?

) আন্তর্জাতিক ইসলামী আদালত

) সাধারণ সচিবালয়

) ইসলামী উন্নয়ন ব্যাংক

) ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র

উত্তর : ) ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র

৭৪. কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?

) ১৯৬৫

) ১৯৬৬

) ১৯৬৭

) ১৯৬৮

উত্তর : ) ১৯৬৬

ব্যাখ্যাঃ ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ১৯৭৩ সালে এর সদস্যপদ লাভ করে।

৭৫. ভারতীয় জনতা পার্টির মতে, অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে-

) জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট অনুষ্ঠান

) সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা

) পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্র পরিণত করা

) সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা

উত্তর : ) সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা

৭৬. পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকেগোল্ডেন ট্রায়াঙ্গেল' বলা হয়?

) মায়ানমার, থাইল্যান্ড চীন

) মায়ানমার, থাইল্যান্ড লাওস

) মায়ানমার, থাইল্যান্ড কম্বোডিয়া

) ইরান, আফগানিস্তান পাকিস্তান

উত্তর : ) মায়ানমার, থাইল্যান্ড লাওস

৭৭. তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?

) ১৯৬৫ সালের সেপ্টেম্বর

) ১৯৬৫ সালের ১০ ডিসেম্বর

) ১৯৬৬ সালের ১০ জানুয়ারি

) ১৯৬৬ সালের ৩০ জানুয়ারি

উত্তর : ) ১৯৬৬ সালের ১০ জানুয়ারি

ব্যাখ্যাঃ ১৯৬৬ সালের ১০ জানুয়ারি উজবেকিস্তানের তাসখন্দ শহরে যে চুক্তি স্বাক্ষরিত হয় তার মূল উদ্দেশ্য ছিল কাশ্মিরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধ শান্তি স্থাপন করা

৭৮. বিশ্ববিখ্যাত মোনলিসা চিত্রটির চিত্রকার কে?

) মাইকেল এঞ্জেলো

) লিওনার্দো দ্য ভিঞ্চি

) পাবলো পিকাশো

) ভ্যানগণ

উত্তর : ) লিওনার্দো দ্য ভিঞ্চি

৭৯. কোন দেশটি আরবলীগের অন্তর্ভুক্ত নয়?

) জর্ডান

) লেবানন

) বাহরাইন

) ইরান

উত্তর : ) ইরান

ব্যাখ্যাঃ ২২ মার্চ ১৯৪৫ সালে আরবলীগ গঠিত হয়। এর বর্তমান সদস্য দেশ ২২টি। এর সদর দপ্তর মিশরের কায়রো

৮০. কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?

) ধর্ম

) জাতি

) সংস্কৃতি

) ভাষা

উত্তর : ) সংস্কৃতি

সম্পূর্ণ প্রশ্নের সমাধান এর জন্য এখানে ক্লিক করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url