Science

 ১৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

সাধারণ/ দৈনন্দিন বিজ্ঞান

৯০. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক-

) আসলের সমান হবে

) আসলের চেয়ে বেশি হবে

) আসলের চেয়ে কম হবে

) আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে

উত্তর : ) আসলের চেয়ে বেশি হবে

ব্যাখ্যাঃ স্টেশনের দিকে এগিয়ে আসা ট্রেনের উৎস থেকে শ্রোতার মধ্যকার দূরত্ব হ্রাস পেতে থাকায় আপেক্ষিক বেগ বৃদ্ধি পেতে থাকে বলে শব্দের কম্পনাঙ্ক ক্রমশঃ বৃদ্ধি পায়

৯১. দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রং-এর আলোর?

) লাল

) সবুজ

) নীল 

) বেগুনি

উত্তর : ) বেগুনি

ব্যাখ্যাঃ ক্রম অনুসারে বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল

৯২. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?

) শূন্যতায়

) কঠিন পদার্থে

) তরল পদার্থে

) বায়বীয় পদার্থে

উত্তর : ) বায়বীয় পদার্থে

ব্যাখ্যাঃ শূন্যতায় শব্দের বেগ শূন্য, বাতাসে শব্দের বেগ সবচেয়ে কম, পানিতে (তরল মাধ্যমে) কঠিন মাধ্যমের চেয়ে কম।

৯৩. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?

) গাড়ির মধ্যেই বসে থাকবেন

) কোন গাছের তলায় আশ্রয় নিবেন

) বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে

পড়বেন

) বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন

উত্তর : ) গাড়ির মধ্যেই বসে থাকবেন

৯৪. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

) প্রতিফলন

) প্রতিধ্বনি

) প্রতিসরণ

) প্রতিসরাঙ্ক

উত্তর : ) প্রতিধ্বনি

৯৫. কোথায় সাঁতার কাটা সহজ?

) পুকুরে

) বিলে

) নদীতে

) সাগরে

উত্তর : ) সাগরে

ব্যাখ্যাঃ সমুদ্রের পানিতে লবণের পরিমাণ বেশি থাকায় পানির ঘনত্বও বেশি বলে সাঁতার কাটা সহজ।

৯৬. 'এভিকালচার' বলতে কী বুঝায়?

) উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি

) পাখি পালন বিষয়াদি

) বাজ পাখি পালন বিষয়াদি

) উড়োজাহাজ ব্যবস্থাপনা

উত্তর : ) পাখি পালন বিষয়াদি

৯৭. এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?

) কিলোগ্রাম

) ১০ কিলোগ্রাম

) ১০০ কিলোগ্রাম

) ১০০০ কিলোগ্রাম

উত্তর : ) ১০০ কিলোগ্রাম

৯৮. কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

) সাদা

) কালো

) লাল

) ধূসর

উত্তর : ) কালো

ব্যাখ্যাঃ কালো রংয়ের তাপ শোষণ করার ক্ষমতা অন্য রংয়ের চেয়ে অনেক বেশি।

৯৯. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?

) নাইট্রোজেন

) হিলিয়াম

) নিয়ন

) অক্সিজেন

উত্তর : ) নাইট্রোজেন

সম্পূর্ণ প্রশ্নের সমাধান এর জন্য এখানে ক্লিক করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url