BANGLA
১৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট - বাংলা
১৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট - বাংলা
১. Wisdom শব্দের বাংলা অর্থ-
ক) জ্ঞান | খ) বুদ্ধি |
গ) মেধা | ঘ) প্রজ্ঞা |
উত্তর : ঘ) প্রজ্ঞা
ব্যাখ্যাঃ জ্ঞান- Knowledge; বুদ্ধি- intellegence, intellect; মেধা- talent.
২. যে ভূমিতে ফসল জন্মায় না-
ক) পতিত | খ) অনুর্বর |
গ) ঊষর | ঘ) বন্ধ্যা |
উত্তর : গ) ঊষর
ব্যাখ্যাঃ পতিত = যা ফেলে রাখা হয়েছে; অনুর্বর = যার উর্বরতা শক্তি নেই; বন্ধ্যা = যে নারীর সন্তান হয় না ।
৩. ‘অপমান শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক) বিপরীত | খ) নিকৃষ্ট |
গ) বিকৃত | ঘ) অভাব |
উত্তর : ক) বিপরীত
৪. 'সোনালী কাবিন' এর রচয়িতা কে?
ক) হাসান হাফিজুর রহমান | খ) আল মাহমুদ |
গ) হুমায়ুন আজাদ | ঘ) শক্তি চট্টোপাধ্যায় |
উত্তর : খ) আল মাহমুদ
৫. 'ঠগ চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
ক) আলালের ঘরের দুলাল | খ) জোহরা |
গ) মৃত্যুক্ষুধা | ঘ) হাজার বছর ধরে |
উত্তর : ক) আলালের ঘরের দুলাল
ব্যাখ্যাঃ প্যারিচাঁদ মিত্রের উপন্যাস 'আলালের ঘরের দুলাল' এর উল্লেযোগ্য চরিত্র- ঠকচাচা, মতিলাল, বাবুরাম বাবু। মোজাম্মেল হকের উপন্যাস 'জোহরা' এর প্রধান চরিত্র- জোহরা, কাসেম, দরবেশ। কাজী নজরুল ইসলামের উপন্যাস 'মৃত্যুক্ষুধা' । জহির রায়হানের উপন্যাস 'হাজার বছর ধরে' এর প্রধান চরিত্র মস্ত, টুনি ।
৬.'বঙ্গদর্শন' পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
ক) ১৮৬৫ সালে | খ) ১৮৭২ সালে |
গ) ১৮৭৫ সালে | ঘ) ১৮৮১ সালে |
উত্তর : খ) ১৮৭২ সালে
ব্যাখ্যাঃ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই পত্রিকার সম্পাদক ছিলেন।
৭. শুদ্ধ বানান কোনটি?
ক) মুহুর্মুহু | খ) মূহুর্মুহু |
গ) মুহুর্মুহু | ঘ) মুহুর্মুহু |
উত্তর : ক) মুহুর্মুহু
৮. দ্যুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দুঃ + লোক | খ) দিব্ + লোক |
গ) দ্বি + লোক | ঘ) দ্বিঃ + লোক |
উত্তর : খ) দিব্ + লোক
৯. ‘তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ-
ক) শৈত্য | খ) শীতল |
গ) উত্তাপ | ঘ) হিম |
উত্তর : ক) শৈত্য
ব্যাখ্যাঃ শীতল এর বিপরীত শব্দ উষ্ণ; উত্তাপ এর বিপরীত শব্দ শীতল; হিম এর বিপরীত শব্দ উত্তপ্ত ।
১০. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ কোনটি?
ক) ইচ্ছাময় | খ) ঐচ্ছিক |
গ) ইচ্ছুক | ঘ) অনিচ্ছা |
উত্তর : খ) ঐচ্ছিক
১১. কোন্ বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
ক) সে বই পড়ছে | খ) সে গভীর চিন্তায় মগ্ন |
গ) সে ঘুমিয়ে আছে | ঘ) সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না |
উত্তর : ঘ) সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
ব্যাখ্যাঃ কোন বাক্যের ক্রিয়া ও কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তবে সেই বাক্যের কর্মকে সমধাতুজ কর্ম বলে। এখানে 'চাল' কর্ম এবং ‘চেলেছে' ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে ।
১২. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত'। এই উক্তিটি কার?
ক) রবীন্দ্রনাথ ঠাকুরের | খ) কাজী আবদুল ওদুদের |
গ) মোহাম্মদ লুৎফর রহমানের | ঘ) প্রমথ চৌধুরীর |
উত্তর : ঘ) প্রমথ চৌধুরীর
১৩. ‘প্রভাত চিন্তা’, ‘নিভৃত চিন্তা', 'নিশীত চিন্তা', প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
ক) কালীপ্রসন্ন সিংহ | খ) কালী প্রসন্ন ঘোষ |
গ) কৃষ্ণচন্দ্র মজুমদার | ঘ) এস. ওয়াজেদ আলী |
উত্তর : খ) কালী প্রসন্ন ঘোষ
ব্যাখ্যাঃ কালীপ্রসন্ন সিংহ রচিত গ্রন্থ- 'হুতোম প্যাঁচার নকশা', 'কালী সিংহীর মহাভারত' (অনুবাদ)। কৃষ্ণচন্দ্র মজুমদার রচিত কাব্যগ্রন্থ 'সম্ভাবশতক', 'মোহভোগ'। এস ওয়াজেদ আলীর প্রবন্ধগ্রন্থ 'প্রাচ্য ও প্রতীচ্য', 'ভবিষ্যতের বাঙ্গালী' ।
১৪. 'সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন-
ক) বিনয় ঘোষ | খ) সিকান্দার আবু জাফর |
গ) মোহাম্মদ আকরাম খাঁ | ঘ) তোফাজ্জল হোসেন |
উত্তর : খ) সিকান্দার আবু জাফর
ব্যাখ্যাঃ মোহাম্মদ আকরাম খাঁ- দৈনিক খাদেম', ‘সাপ্তাহিক মোহাম্মদী' পত্রিকার সম্পাদক ছিলেন।
১৫. সাধু ভাষা ও চলিত ভাষার পাথক-
ক) তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহারে | খ) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে |
গ) শব্দের কথ্য ও লেখ্য রূপে | ঘ) বাক্যের সরলতা ও জটিলতায় |
উত্তর : খ) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
১৬. ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য-
ক) জীবনানুভূতির গভীরতায় | খ) দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতায় |
গ) কাহিনীর সরলতা ও জটিলতায় | ঘ) ভাষার প্রকারভেদে |
উত্তর : ক) জীবনানুভূতির গভীরতায়
১৭. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-
ক) সুন্দরম | খ) লোকায়ত |
গ) উত্তরাধিকার | ঘ) কিছুধ্বনি |
উত্তর : গ) উত্তরাধিকার
ব্যাখ্যাঃ এখানে ক্লিক করুন।
১৮, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
ক) বিসর্জন | খ) ডাকঘর |
গ) বসন্ত | ঘ) অচলায়তন |
উত্তর : গ) বসন্ত
ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর ‘সঞ্চিতা' কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন ।
১৯. “সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন ।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।”
চরণ দুটি কার লেখা?
ক) কাজী নজরুল ইসলামের | খ) রবীন্দ্রনাথ ঠাকুরের |
গ) গোলাম মোস্তফার | ঘ) শেখ ফজলুল করিমের |
উত্তর : ঘ) শেখ ফজলুল করিমের
২০. 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রধান লেখক ছিলেন-
ক) কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ | খ) মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ |
গ) মোহাম্মদ আকরাম খাঁ, মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ | ঘ) কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ |
উত্তর : ক) কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
BCS প্রস্তুতি 2025 – গুরুত্বপূর্ণ MCQ প্রতিযোগিতামূলক পরীক্ষার MCQ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি — M...
বাংলা ও ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ উপাধি ও আদি নিদর্শন MCQ | Bangla Literature MCQ Bangla and English Lite...
টাইমার সহ ইন্টারেকটিভ আলো MCQ “প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞান বিষয়ের মডেল টেস্ট—১০০টি গুরুত্বপূর্ণ MCQ সহ নির্ভুল ...
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিজ্ঞান মডেল টেস্ট পার্ট–০৬ টপ স্কোরার গাইড “বিজ্ঞান মডেল টেস্ট পার্ট–০৬: প্রাথমিক প্রধা...
বিজ্ঞান মডেল টেস্ট পার্ট–০৩ | প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ গাইড “বিজ্ঞান বিষয়ে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য ১০...
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা – বিজ্ঞান (মডেল টেস্ট) | পার্ট–০১ “প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞান বিষয়ের মডেল ...
মনে রাখার কৌশল — রবীন্দ্রনাথের ১২টি উপন্যাস মনে রাখার কৌশল — রবীন্দ্রনাথের ১২টি উপন্যাস গল্পমুখী স্মর...
উপসর্গ মুখস্থ কৌশল 🎓 উপসর্গ মুখস্থ কৌশল 🎓 বাংলা উপসর্গ 📝 ...
বাংলা বর্ণবিজ্ঞান — প্রশ্নোত্তর অ বাংলা বর্ণবিজ্ঞান — প্রশ্নোত্তর প্রশ্নগুলো বাংলা ...
1. Primary Head Teacher Recruitment Exam: English Model Test Part-01 Preparation Guide “ব1. Boost your Primary Head Teacher exa...