16th BCS Preliminary Test - Bangla
১৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট - বাংলা
১. 'জ্ঞান
যেখানে সীমাবদ্ধ,
বুদ্ধি সেখানে
আড়ষ্ট, মুক্তি
সেখানে অসম্ভব'। এ উক্তিটি
কোন পত্রিকার
প্রতি সংখ্যায়
লেখা থাকত?
ক) সওগাত |
খ) মোহাম্মদী |
গ) সমকাল |
ঘ) শিখা |
উত্তর : ঘ)
শিখা
ব্যাখ্যাঃ ১৯২৭
সালে প্রকাশিত
'শিখা' পত্রিকার
প্রথম সম্পাদক
ছিলেন আবুল
হোসেন। 'সমকাল'
পত্রিকার মোটো
ছিল- 'সত্যের
সন্ধানে নির্ভিক'
।
২. ‘অবমূল্যায়ন’
ও ‘অবদান'
শব্দ দুটিতে
‘অব’ উপসর্গটি
সম্পর্কে কোন্
মন্তব্যটি ঠিক?
ক) শব্দ
দুটিতে উপসর্গটি
মোটামুটি একই
অর্থে ব্যবহৃত
হইয়াছে |
খ) শব্দ
দুটিতে উসর্গটি
একই অর্থে
ব্যবহৃত হয়েছে |
গ) দুটি
শব্দে উপসর্গটির
অর্থ দুই
রকম |
ঘ) দুটি
শব্দে উপসর্গটির
অর্থ আপাতবিচারে
ভিন্ন হইলেও
আসলে এক |
উত্তর : গ)
দুটি শব্দে
উপসর্গটির অর্থ
দুই রকম
ব্যাখ্যাঃ তৎসম
‘অব’ উপসর্গটি
‘অবমূল্যায়ন' শব্দে
নেতিবাচক এবং
‘অবদান' শব্দে
ইতিবাচক অর্থে
ব্যবহৃত হয়েছে
।
৩. Intellectual শব্দের বাংলা
অর্থ-
ক) বুদ্ধিমান |
খ) মননশীল |
গ) বুদ্ধিজীবী |
ঘ) মেধাবী |
উত্তর : খ)
মননশীল
ব্যাখ্যাঃ বুদ্ধিমান-
intellegent; বুদ্ধিজীবী- an enlightened person; মেধাবী- talented;
৪. যা
চিরস্থায়ী নয়-
ক) অস্থায়ী |
খ) ক্ষণিক |
গ) ক্ষণস্থায়ী |
ঘ) নশ্বর |
উত্তর : ঘ)
নশ্বর
ব্যাখ্যাঃ অস্থায়ী-
যা স্থায়ী
নয়; ক্ষণিক-
ক্ষণ (অল্প)
মূহূর্ত; ক্ষণস্থায়ী-
ক্ষণকাল ব্যাপীয়া
স্থায়ী।
৫. 'অচিন'
শব্দের 'অ'
উপসর্গটি কোন
অর্থে ব্যবহৃত?
ক) নেতিবাচক |
খ) বিয়োগান্তক |
গ) নঞর্থক |
ঘ) অজানা |
উত্তর : গ) নঞর্থক
৬. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
ক) উৎকর্ষতা |
খ) উৎকর্ষ |
গ) উৎকৃষ্ট |
ঘ) উৎকৃষ্টতা |
উত্তর : ঘ) উৎকৃষ্টতা
ব্যাখ্যাঃ প্রশ্নে প্রত্যয়গতভাবে শুদ্ধ চাইলে উৎকৃষ্টতা হবে; প্রশ্নে নিচের কোন বানানটি সঠিক চাইলে উৎকর্ষ/উৎকৃষ্ট হবে। উৎকর্ষের পরে তা প্রত্যয় হয় না; উৎকর্ষ/উৎকৃষ্ট প্রত্যয়যোগ্য শব্দ নয় ৷
৭. ‘পথিক তুমি পথ হারাইয়াছ!' কথাটি কার?
ক) রবীন্দ্রনাথ ঠাকুরের |
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের |
গ) মীর মোশাররফ হোসেনের |
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের |
উত্তর : খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
ব্যাখ্যাঃ বঙ্কিমচন্দ্রের ‘কপাল কুণ্ডলা' উপন্যাসের নায়ক নবকুমারকে উদ্দেশ্য করে নায়িকা কপাল কুণ্ডলা উক্তিটি করেছিলেন ।
৮. ‘সওগাত' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক) কাজী নজরুল ইসলাম |
খ) আবুল কালাম শামসুদ্দীন |
গ) খান মুহাম্মদ মঈনুদ্দিন |
ঘ) মোহাম্মদ নাসিরুদ্দিন |
উত্তর : ঘ) মোহাম্মদ নাসিরুদ্দিন
ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলাম- ‘ধূমকেতু', ‘লাঙল’, ‘নবযুগ’; আবুল কালাম শাসুদ্দীন- ‘সাপ্তাহিক মুসলিম জগৎ’, ‘সাপ্তাহিক খাদেম'; খান মুহাম্মদ মঈনুদ্দিন- 'মুসলিম জগৎ', 'সাম্যবাদী' ।
৯. কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
ক) মেঘনাদবধ কাব্য |
খ) দুর্গেশ নন্দিনী |
গ) নীলদর্পণ |
ঘ) অগ্নিবীণা |
উত্তর : গ) নীলদর্পণ
ব্যাখ্যাঃ মেঘনাদবধ কাব্য (১৮৬০), দুর্গেশ নন্দিনী (১৮৬৫), অগ্নিবীণা (১৯২২) সবগুলো পত্রিকা কোলকাতা থেকে প্রকাশিত। নীলদর্পণ (১৮৬০)।
১০. 'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক) মোহাম্মদ আকরম খাঁ |
খ) তফাজ্জল হোসেন |
গ) মোহাম্মদ নাসিরুদ্দিন |
ঘ) সিকান্দার আবু জাফর |
উত্তর : ঘ) সিকান্দার আবু জাফর
ব্যাখ্যাঃ মোহাম্মদ আকরম খাঁ- 'দৈনিক খাদেম', 'সাপ্তাহিক মোহাম্মদী', 'দৈনিক আজাদ'; তফাজ্জল হোসেন মানিক- দৈনিক ইত্তেফাক': মোহাম্মদ নাসিরুদ্দিন- 'সওগাত'।
১১. সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
ক) গোলাম মোস্তফা |
খ) ফররুখ আহমদ |
গ) ভাই গিরীশচন্দ্র সেন |
ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায় |
উত্তর : গ) ভাই গিরীশচন্দ্র সেন
ব্যাখ্যাঃ নরসিংদী জেলার অধিবাসী ভাই গিরীশচন্দ্র সেন ১৮৮১-১৮৮৬ সাল ধরে কোরআন শরীফের বাংলা অনুবাদ করেন এজন্য তাকে 'ভাই' উপাধী দেওয়া হয়। ভাই গিরিশ চন্দ্র সেন ‘তাজকেরাতুল
আওলিয়া অবলম্বনে 'তাপসমালা' রচনা করেন ।
১২. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
ক) বাক্যের
সরল ও
জটিল রূপে |
খ) শব্দের
রূপগত ভিন্নতায় |
গ) তৎসম
ও অর্ধতৎসম
শব্দের ব্যবহারে |
ঘ) ক্রিয়াপদ
ও সর্বনাম
পদের রূপগত
ভিন্নতায় |
উত্তর : ঘ)
ক্রিয়াপদ ও
সর্বনাম পদের
রূপগত ভিন্নতায়
ব্যাখ্যাঃ সবকয়টি
পদেরই সাধু-চলিত হয়।
তবে ক্রিয়া
ও সর্বনাম
পদ এক
বিশেষ গঠন
পদ্ধতি মেনে
চলে ।
১৩. বাংলা
একাডেমী কোন
বৎসর প্রতিষ্ঠিত
হয়?
ক) ১৯৫৫ |
খ) ১৩৫৫ |
গ) ১৯৫২ |
ঘ) ১৩৫২ |
উত্তর : ক)
১৯৫৫
ব্যাখ্যাঃ এখানে
ক্লিক করুন।
১৪. 'মানুষেরই
মাঝে স্বর্গ-নরক, সুরাসুর'।
এ পংক্তিটি
কার রচনা?
ক) রবীন্দ্রনাথ
ঠাকুর |
খ) কাজী
নজরুল ইসলাম |
গ) শেখ
ফজলুল করিম |
ঘ) শামসুর
রাহমান |
উত্তর : গ)
শেখ ফজলুল
করিম
ব্যাখ্যাঃ মাসিক
'বাসনা' পত্রিকার
সম্পাদক শেখ
ফজলুর করিমের
স্বর্গ-নরক
কবিতার চরণ।
তিনি রংপুর
জেলার অধিবাসী।
১৫. বাংলাদেশের
জাতীয় সঙ্গীতে
কোন বিষয়টি
প্রধানভাবে আছে?
ক) বাংলার
প্রকৃতির কথা |
খ) বাংলার
মানুষের কথা |
গ) বাংলার
ইতিহাসের কথা |
ঘ) বাংলার
সংস্কৃতির কথা |
উত্তর : ক)
বাংলার প্রকৃতির
কথা
ব্যাখ্যাঃ এখানে ক্লিক করুন।
১৬. 'রোহিণী'
চরিত্রটি কোন
উপন্যাসে পাওয়া
যায়?
ক) চরিত্রহীন |
খ) গৃহদাহ |
গ) কৃষ্ণকান্তের
উইল |
ঘ) সংশপ্তক |
উত্তর : গ)
কৃষ্ণকান্তের উইল
ব্যাখ্যাঃ চরিত্রহীন-
সাবিত্রী; গৃহদাহ-
অচলা; সংশপ্তক-
হুরমতি.।
১৭. 'একুশে
ফেব্রুয়ারি' গ্রন্থের
সম্পাদক কে
ছিলেন?
ক) হাসান
হাফিজুর রহমান |
খ) বেগম
সুফিয়া কামাল |
গ) মুনীর
চৌধুরী |
ঘ) আবুল
হায়াত |
উত্তর : ক) হাসান
হাফিজুর রহমান
ব্যাখ্যাঃ বেগম
সুফিয়া কামাল
কর্তৃক রচিত
মুক্তিযুদ্ধ ভিত্তিক
রচনা 'একাত্তরের
ডায়েরি'; মুনীর
চৌধুরী কর্তৃক
রচিত ভাষা
আন্দোলন ভিত্তিক
রচনা- 'কবর'
(নাটক)।
১৮. কোন
উপন্যাসটির রচয়িতা
রবীন্দ্রনাথ?
ক) বিষবৃক্ষ |
খ) গণদেবতা |
গ) আরণ্যক |
ঘ) ঘরে-বাইরে |
উত্তর : ঘ)
ঘরে-বাইরে
ব্যাখ্যাঃ বিষবৃক্ষ-
বঙ্কিমচন্দ্র ; গণদেবতা-
তারাশংকর বন্দোপধ্যায়;
আরণ্যক- বিভূতিভূষণ
বন্দোপাধ্যায় ।
১৯. কবি
কাজী নজরুল
ইসলাম 'সঞ্চিতা'
কাব্যগ্রন্থটি কাহাকে
উৎসর্গ করিয়াছিলেন?
ক) বারীন্দ্রকুমার ঘোষকে |
খ) রবীন্দ্রনাথ
ঠাকুরকে |
গ) বীরজাসুন্দরী
দেবীকে |
ঘ) মুজাফ্ফর
আহমদকে |
উত্তর : খ)
রবীন্দ্রনাথ ঠাকুরকে
ব্যাখ্যাঃ কাজী
নজনরুল ইসলাম
বারীন্দ্রকুমার ঘোষকে
তাঁর 'অগ্নিবীণা'
কাব্যগ্রন্থটি উৎসর্গ
করেন। রবীন্দ্রনাথ
ঠাকুর নজরুল
ইসলামকে 'বসন্ত'
নাটিকাটি উৎসর্গ
করেন।
২০. জীবনানন্দ
দাশের জন্মস্থান
কোন জেলায়?
ক) বরিশাল
জেলায় |
খ) ফরিদপুর
জেলায় |
গ) ঢাকা
জেলায় |
ঘ) রাজশাহী
জেলায় |
উত্তর : ক)
বরিশাল জেলায়
ব্যাখ্যাঃ জীবনানন্দ দাশকে বাংলা সাহিত্যে 'রূপসী বাংলার কবি', 'তিমির হননের কবি' নামে পরিচিত। জন্ম ১৮৯৯ ও মৃত্যু ১৯৫৪ সালে।