16th BCS Preliminary Test - Bangla

১৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট - বাংলা

. 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব' উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?

) সওগাত

) মোহাম্মদী

) সমকাল

) শিখা

উত্তর : ) শিখা

ব্যাখ্যাঃ ১৯২৭ সালে প্রকাশিত 'শিখা' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন। 'সমকাল' পত্রিকার মোটো ছিল- 'সত্যের সন্ধানে নির্ভিক'

. ‘অবমূল্যায়নঅবদান' শব্দ দুটিতেঅবউপসর্গটি সম্পর্কে কোন্ মন্তব্যটি ঠিক?

) শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হইয়াছে

) শব্দ দুটিতে উসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে

) দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম

) দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হইলেও আসলে এক

উত্তর : ) দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম

ব্যাখ্যাঃ তৎসমঅবউপসর্গটিঅবমূল্যায়ন' শব্দে নেতিবাচক এবংঅবদান' শব্দে ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে

. Intellectual শব্দের বাংলা অর্থ-

) বুদ্ধিমান

) মননশীল

) বুদ্ধিজীবী

) মেধাবী

উত্তর : ) মননশীল

ব্যাখ্যাঃ বুদ্ধিমান- intellegent; বুদ্ধিজীবী- an enlightened person; মেধাবী- talented;

. যা চিরস্থায়ী নয়-

) অস্থায়ী

) ক্ষণিক

) ক্ষণস্থায়ী

) নশ্বর

উত্তর : ) নশ্বর

ব্যাখ্যাঃ অস্থায়ী- যা স্থায়ী নয়; ক্ষণিক- ক্ষণ (অল্প) মূহূর্ত; ক্ষণস্থায়ী- ক্ষণকাল ব্যাপীয়া স্থায়ী।

. 'অচিন' শব্দের '' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

) নেতিবাচক

) বিয়োগান্তক

) নঞর্থক

) অজানা

উত্তর : ) নঞর্থক

. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?

) উৎকর্ষতা

) উৎকর্ষ

) উৎকৃষ্ট

) উৎকৃষ্টতা

উত্তর : ) উৎকৃষ্টতা

ব্যাখ্যাঃ প্রশ্নে প্রত্যয়গতভাবে শুদ্ধ চাইলে উৎকৃষ্টতা হবে; প্রশ্নে নিচের কোন বানানটি সঠিক চাইলে উৎকর্ষ/উৎকৃষ্ট হবে। উৎকর্ষের পরে তা প্রত্যয় হয় না; উৎকর্ষ/উৎকৃষ্ট প্রত্যয়যোগ্য শব্দ নয়

. ‘পথিক তুমি পথ হারাইয়াছ!' কথাটি কার?

) রবীন্দ্রনাথ ঠাকুরের

) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের

) মীর মোশাররফ হোসেনের

) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের

উত্তর : ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের

ব্যাখ্যাঃ বঙ্কিমচন্দ্রেরকপাল কুণ্ডলা' উপন্যাসের নায়ক নবকুমারকে উদ্দেশ্য করে নায়িকা কপাল কুণ্ডলা উক্তিটি করেছিলেন

. ‘সওগাত' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

) কাজী নজরুল ইসলাম

) আবুল কালাম শামসুদ্দীন

) খান মুহাম্মদ মঈনুদ্দিন

) মোহাম্মদ নাসিরুদ্দিন

উত্তর : ) মোহাম্মদ নাসিরুদ্দিন

ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলাম- ‘ধূমকেতু', ‘লাঙল’, ‘নবযুগ’; আবুল কালাম শাসুদ্দীন- ‘সাপ্তাহিক মুসলিম জগৎ’, ‘সাপ্তাহিক খাদেম'; খান মুহাম্মদ মঈনুদ্দিন- 'মুসলিম জগৎ', 'সাম্যবাদী'

. কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?

) মেঘনাদবধ কাব্য

) দুর্গেশ নন্দিনী

) নীলদর্পণ

) অগ্নিবীণা

উত্তর : ) নীলদর্পণ

ব্যাখ্যাঃ মেঘনাদবধ কাব্য (১৮৬০), দুর্গেশ নন্দিনী (১৮৬৫), অগ্নিবীণা (১৯২২) সবগুলো পত্রিকা কোলকাতা থেকে প্রকাশিত। নীলদর্পণ (১৮৬০)

১০. 'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

) মোহাম্মদ আকরম খাঁ

) তফাজ্জল হোসেন

) মোহাম্মদ নাসিরুদ্দিন

) সিকান্দার আবু জাফর

উত্তর : ) সিকান্দার আবু জাফর

ব্যাখ্যাঃ মোহাম্মদ আকরম খাঁ- 'দৈনিক খাদেম', 'সাপ্তাহিক মোহাম্মদী', 'দৈনিক আজাদ'; তফাজ্জল হোসেন মানিক- দৈনিক ইত্তেফাক': মোহাম্মদ নাসিরুদ্দিন- 'সওগাত'

১১. সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?

) গোলাম মোস্তফা

) ফররুখ আহমদ

) ভাই গিরীশচন্দ্র সেন

) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

উত্তর : ) ভাই গিরীশচন্দ্র সেন

ব্যাখ্যাঃ নরসিংদী জেলার অধিবাসী ভাই গিরীশচন্দ্র সেন ১৮৮১-১৮৮৬ সাল ধরে কোরআন শরীফের বাংলা অনুবাদ করেন এজন্য তাকে 'ভাই' উপাধী দেওয়া হয়। ভাই গিরিশ চন্দ্র সেনতাজকেরাতুল আওলিয়া অবলম্বনে 'তাপসমালা' রচনা করেন

১২. সাধু ভাষা চলিত ভাষার পার্থক্য-

) বাক্যের সরল জটিল রূপে

) শব্দের রূপগত ভিন্নতায়

) তৎসম অর্ধতৎসম শব্দের ব্যবহারে

) ক্রিয়াপদ সর্বনাম পদের রূপগত ভিন্নতায়

উত্তর : ) ক্রিয়াপদ সর্বনাম পদের রূপগত ভিন্নতায়

ব্যাখ্যাঃ সবকয়টি পদেরই সাধু-চলিত হয়। তবে ক্রিয়া সর্বনাম পদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে

১৩. বাংলা একাডেমী কোন বৎসর প্রতিষ্ঠিত হয়?

) ১৯৫৫

) ১৩৫৫

) ১৯৫২

) ১৩৫২

উত্তর : ) ১৯৫৫

ব্যাখ্যাঃ এখানে ক্লিক করুন।

১৪. 'মানুষেরই মাঝে স্বর্গ-নরক, সুরাসুর' পংক্তিটি কার রচনা?

) রবীন্দ্রনাথ ঠাকুর

) কাজী নজরুল ইসলাম

) শেখ ফজলুল করিম

) শামসুর রাহমান

উত্তর : ) শেখ ফজলুল করিম

ব্যাখ্যাঃ মাসিক 'বাসনা' পত্রিকার সম্পাদক শেখ ফজলুর করিমের স্বর্গ-নরক কবিতার চরণ। তিনি রংপুর জেলার অধিবাসী।

১৫. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?

) বাংলার প্রকৃতির কথা

) বাংলার মানুষের কথা

) বাংলার ইতিহাসের কথা

) বাংলার সংস্কৃতির কথা

উত্তর : ) বাংলার প্রকৃতির কথা

ব্যাখ্যাঃ এখানে ক্লিক করুন।

১৬. 'রোহিণী' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

) চরিত্রহীন

) গৃহদাহ

) কৃষ্ণকান্তের উইল

) সংশপ্তক

উত্তর : ) কৃষ্ণকান্তের উইল

ব্যাখ্যাঃ চরিত্রহীন- সাবিত্রী; গৃহদাহ- অচলা; সংশপ্তক- হুরমতি.

১৭. 'একুশে ফেব্রুয়ারি' গ্রন্থের সম্পাদক কে ছিলেন?

) হাসান হাফিজুর রহমান

) বেগম সুফিয়া কামাল

) মুনীর চৌধুরী

) আবুল হায়াত

উত্তর :  ) হাসান হাফিজুর রহমান

ব্যাখ্যাঃ বেগম সুফিয়া কামাল কর্তৃক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা 'একাত্তরের ডায়েরি'; মুনীর চৌধুরী কর্তৃক রচিত ভাষা আন্দোলন ভিত্তিক রচনা- 'কবর' (নাটক)

১৮. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?

) বিষবৃক্ষ

) গণদেবতা

) আরণ্যক

) ঘরে-বাইরে

উত্তর : ) ঘরে-বাইরে

ব্যাখ্যাঃ বিষবৃক্ষ- বঙ্কিমচন্দ্র ; গণদেবতা- তারাশংকর বন্দোপধ্যায়; আরণ্যক- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

১৯. কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যগ্রন্থটি কাহাকে উৎসর্গ করিয়াছিলেন?

) বারীন্দ্রকুমার ঘোষকে

) রবীন্দ্রনাথ ঠাকুরকে

) বীরজাসুন্দরী দেবীকে

) মুজাফ্ফর আহমদকে

উত্তর : ) রবীন্দ্রনাথ ঠাকুরকে

ব্যাখ্যাঃ কাজী নজনরুল ইসলাম বারীন্দ্রকুমার ঘোষকে তাঁর 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলামকে 'বসন্ত' নাটিকাটি উৎসর্গ করেন।

২০. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?

) বরিশাল জেলায়

) ফরিদপুর জেলায়

) ঢাকা জেলায়

) রাজশাহী জেলায়

উত্তর : ) বরিশাল জেলায়

ব্যাখ্যাঃ জীবনানন্দ দাশকে বাংলা সাহিত্যে 'রূপসী বাংলার কবি', 'তিমির হননের কবি' নামে পরিচিত। জন্ম ১৮৯৯ মৃত্যু ১৯৫৪ সালে। 

সম্পূর্ণ প্রশ্নের সমাধান এর জন্য এখানে ক্লিক করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url