16th BCS Preliminary Test General Knowledge (International Context)
সাধারণজ্ঞান (আন্তর্জাতিক প্রসঙ্গ)
৮০. গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে কবে দেশের ক্ষমতা দখল করে?
ক) ২১ জুলাই, ১৯৯৪ |
খ) ২২ জুলাই, ১৯৯৪ |
গ) ২৩ জুলাই, ১৯৯৪ |
ঘ) ২৪ জুলাই, ১৯৯৪ |
উত্তর : গ) ২৩
জুলাই, ১৯৯৪
৮১.
নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিগুলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলিয়া
ঘোষণা করনে?
ক) ৭ জুন, ১৯৯৪ |
খ) ১১ জুন, ১৯৯৪ |
গ) ১ জুলাই, ১৯৯৪ |
ঘ) ১২ জুলাই, ১৯৯৪ |
উত্তর : খ) ১১
জুন, ১৯৯৪
৮২.
১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কারা?
ক) স্টইচকভ ও রোবের্তো |
খ) সালেনকো ও আর্ভেসন |
গ) সালেনকো ও স্টইচকভ |
ঘ) আর্ডেসন ও রোবের্তো |
উত্তর : গ) সালেনকো ও
স্টইচকভ
৮৩.১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
ক) ১৫টি |
খ) ৬টি |
গ) ১১টি |
ঘ) ১০টি |
উত্তর : গ) ১১টি
ব্যাখ্যাঃ ১৯৬৫ সালের আগে নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্যের সাথে ২
বছর মেয়াদী ৬টি অস্থায়ী সদস্য ছিল। বর্তমানে অস্থায়ী সদস্যের সংখ্যা ১০টি।
৮৪.
রুয়ান্ডার প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?
ক) ৮ জুলাই, ১৯৯৪ |
খ) ১৯ জুলাই, ১৯৯৪ |
গ) ২৪ জুলাই, ১৯৯৪ |
ঘ) ২৭ জুলাই, ১৯৯৪ |
উত্তর : খ) ১৯
জুলাই, ১৯৯৪
৮৫.
গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন?
ক) ৮ জুলাই, ১৯৯৪ |
খ) ৯ জুলাই, ১৯৯৪ |
গ) ১০ জুলাই, ১৯৯৪ |
ঘ) ১১ জুলাই, ১৯৯৪ |
উত্তর : গ) ১০
জুলাই, ১৯৯৪
৮৬,
বি-৫২ কী?
ক) এক ধরনের যাত্রীবাহী বিমান |
খ) এক বিশেষ ধরনের হেলিকপ্টার |
গ) এক ধরনের বোমারু বিমান |
ঘ) ভূমি হইতে শূন্যে নিক্ষেপণযোগ্য এক ধরনের ক্ষেপণাস্ত্ৰ |
উত্তর : গ) এক
ধরনের বোমারু বিমান
৮৭.
পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছাড়িয়া স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন?
ক) ১১ জুলাই, ১৯৯৪ |
খ) ১২ জুলাই, ১৯৯৪ |
গ) ১৩ জুলাই, ১৯৯৪ |
ঘ) ১ জুলাই, ১৯৯৪ |
উত্তর : ঘ) ১
জুলাই, ১৯৯৪
৮৮.
NATO কবে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৪৭ সালের ৪ আগষ্ট |
খ) ১৯৪৯ সালের ৪ এপ্রিল |
গ) ১৯৫০ সালের ৪ ফেব্রুয়ারি |
ঘ) ১৯৫১ সালের ৪ মে |
উত্তর : খ) ১৯৪৯ সালের ৪
এপ্রিল
ব্যাখ্যাঃ NATO (North Atlantic Treaty Organization) ১৯৪৯ সালের ৪
এপ্রিল প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য দেশ ২৬টি এবং সদর দপ্তর ব্রাসেলসে।
৮৯.
ইয়ান্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?
ক) ১৯৩৩ সালে |
খ) ১৯৪৩ সালে |
ঘ) ১৯৪৭ সালে |
গ) ১৯৪৫ সালে |
উত্তর : গ) ১৯৪৫ সালে
ব্যাখ্যাঃ নিরাপত্তা পরিষদের গঠন, ভোটদান পদ্ধতি ও
ভেটো ক্ষমতা প্রয়োগের ব্যাপারে সোভিয়েত ইউনিয়নের ইয়াল্টা শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৯০.
Asia Pacific
Economic Co- operation
(APEC) ফোরামের নভেম্বর, ১৯৯৩-এ অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে কোন্ সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?
ক) মালয়েশিয়া |
খ) ফিলিপাইন |
গ) অষ্ট্ৰেলিয়া |
ঘ) জাপান |
উত্তর : ঘ) জাপান
ব্যাখ্যাঃ APEC ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর সিঙ্গাপুর। বর্তমানে সদস্যদেশ ২১টি।
৯১.
১৯৯৪-এ নববর্ষের দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করে?
ক) নজিবুল্লাহ |
খ) আহমেদ শাহ মাসুদ |
গ) আবদুর রশীদ দোস্তাম |
ঘ) ওলবুদ্দীন হেকমতিয়ার |
উত্তর : গ) আবদুর রশীদ দোস্তাম
৯২.
ধুমকেতু শুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?
ক) ১৫ জুলাই, ১৯৯৪ |
খ) ১৬ জুলাই, ১৯৯৪ |
গ) ১৭ জুলাই, ১৯৯৪ |
ঘ) ১৮ জুলাই, ১৯৯৪ |
উত্তর : খ) ১৬
জুলাই, ১৯৯৪
৯৩.
‘Rotary International' কবে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯০৩ সালে |
খ) ১৯০৫ সালে |
গ) ১৯৬১ সালে |
ঘ) ১৯১২ সালে |
উত্তর : খ) ১৯০৫ সালে
ব্যাখ্যাঃ প্রাতষ্ঠাতা পল
পি. হ্যারিস। সদর দপ্তর শিকাগো, যুক্তরাষ্ট্র।
৯৪.
বার্লিনের দেওয়াল কোন্ সালে নির্মিত হইয়াছিল?
ক) ১৯৪৬ সালে |
খ) ১৯৪৮ সালে |
গ) ১৯৬১ সালে |
ঘ) ১৯৬২ সালে |
উত্তর : গ) ১৯৬১ সালে
ব্যাখ্যাঃ সোভিয়েত সরকারের আর্থিক সহায়তায় পূর্ব জার্মান সরকার দুই জার্মানিকে বিভক্তকারী ১০
ফুট উচ্চতা বিশিষ্ট এ দেয়াল নির্মাণ করেন। ১৯৮৯ সালে এ দেয়াল ভেঙে ফেলা হয় এবং ১৯৯০ সালে দুই জার্মানি পুনরায় একত্রিত হয় ।
৯৫.
Hubble Telescope-এর ত্রুটি সংশোধনকল্পে মহাশূন্যে কোন নভোযানে নভোচারীগণকে প্রেরণ করা হইয়াছিল?
ক) Endeavor |
খ) Challenger |
গ) Pathfinder |
ঘ) Apollo |
উত্তর : ক) Endeavor
৯৬.
“Straw vote” বলতে কী
বোঝায়?
ক) Unofficial poll of public opinion |
খ) poll based representations |
গ) “Yes-No” vote on random |
ঘ) Manipulated elections |
উত্তর : ক) Unofficial poll of public opinion
৯৭.
জর্ডান ও ইসরায়েলের মধ্যে ৪৬ বৎসরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণার স্বাক্ষর করেন?
ক) ২৪ জুলাই, ১৯৯৪ |
খ) ২৫ জুলাই, ১৯৯৪ |
গ) ২৬ জুলাই, ১৯৯৪ |
ঘ) ২৭ জুলাই, ১৯৯৪ |
উত্তর : গ) ২৬
জুলাই, ১৯৯৪
৯৮.
আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হইতে ইহার কার্যক্রম শুরু করে?
ক) ১৯৪৫ সাল হইতে |
খ) ১৯৪৬ সাল হইতে |
গ) ১৯৪৭ সাল হইতে |
ঘ) ১৯৪৮ সাল হইতে |
উত্তর : ক) ১৯৪৫ সাল হইতে
ব্যাখ্যাঃ গঠিত হয় ১
জুলাই, ১৯৪৪ সালে এবং কার্যক্রম শুরু করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫। সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ।
৯৯.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
ক) ৩ |
খ) ২২/৭ |
গ) ২৫/৯ |
ঘ) প্রায় ৫ |
উত্তর : খ) ২২/৭
১০০.১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল
হিসেব আত্মপ্রকাশ করে?
ক) রাশিয়াস'স চয়েজ |
খ) লিবারেল ডেমোক্রেটিক পার্টি |
গ) স্যোশাল ডেমোক্রেটিক পার্টি |
ঘ) দ্য কমিউনিষ্ট পার্টি |
উত্তর : খ) লিবারেল ডেমোক্রেটিক পার্টি