16th BCS Preliminary Test General Knowledge (International Context)

সাধারণজ্ঞান (আন্তর্জাতিক প্রসঙ্গ)

 ৮০. গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে কবে দেশের ক্ষমতা দখল করে?

) ২১ জুলাই, ১৯৯৪

) ২২ জুলাই, ১৯৯৪

) ২৩ জুলাই, ১৯৯৪

) ২৪ জুলাই, ১৯৯৪

উত্তর :) ২৩ জুলাই, ১৯৯৪

 

৮১. নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিগুলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলিয়া

ঘোষণা করনে?

) জুন, ১৯৯৪

) ১১ জুন, ১৯৯৪

) জুলাই, ১৯৯৪

) ১২ জুলাই, ১৯৯৪

উত্তর :) ১১ জুন, ১৯৯৪

 

৮২. ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কারা?

) স্টইচকভ রোবের্তো

) সালেনকো আর্ভেসন

) সালেনকো স্টইচকভ

) আর্ডেসন রোবের্তো

উত্তর :) সালেনকো স্টইচকভ

 

৮৩.১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?

) ১৫টি

) ৬টি

) ১১টি

) ১০টি

উত্তর :) ১১টি

ব্যাখ্যাঃ ১৯৬৫ সালের আগে নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্যের সাথে বছর মেয়াদী ৬টি অস্থায়ী সদস্য ছিল। বর্তমানে অস্থায়ী সদস্যের সংখ্যা ১০টি।

 

৮৪. রুয়ান্ডার প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?

) জুলাই, ১৯৯৪

) ১৯ জুলাই, ১৯৯৪

) ২৪ জুলাই, ১৯৯৪

) ২৭ জুলাই, ১৯৯৪

উত্তর :) ১৯ জুলাই, ১৯৯৪

 

৮৫. গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন?

) জুলাই, ১৯৯৪

) জুলাই, ১৯৯৪

) ১০ জুলাই, ১৯৯৪

) ১১ জুলাই, ১৯৯৪

উত্তর :) ১০ জুলাই, ১৯৯৪

 

৮৬, বি-৫২ কী?

) এক ধরনের যাত্রীবাহী বিমান

) এক বিশেষ ধরনের হেলিকপ্টার

) এক ধরনের বোমারু বিমান

) ভূমি হইতে শূন্যে নিক্ষেপণযোগ্য এক ধরনের ক্ষেপণাস্ত্ৰ

উত্তর :) এক ধরনের বোমারু বিমান

 

৮৭. পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছাড়িয়া স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন?

) ১১ জুলাই, ১৯৯৪

) ১২ জুলাই, ১৯৯৪

) ১৩ জুলাই, ১৯৯৪

) জুলাই, ১৯৯৪

উত্তর :) জুলাই, ১৯৯৪

 

৮৮. NATO কবে  প্রতিষ্ঠিত হয়?

) ১৯৪৭ সালের আগষ্ট

) ১৯৪৯ সালের এপ্রিল

) ১৯৫০ সালের ফেব্রুয়ারি

) ১৯৫১ সালের মে

উত্তর :) ১৯৪৯ সালের এপ্রিল

ব্যাখ্যাঃ NATO (North Atlantic Treaty Organization) ১৯৪৯ সালের এপ্রিল প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য দেশ ২৬টি এবং সদর দপ্তর ব্রাসেলসে।

 

৮৯. ইয়ান্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?

) ১৯৩৩ সালে

) ১৯৪৩ সালে

) ১৯৪৭ সালে

) ১৯৪৫ সালে

উত্তর :) ১৯৪৫ সালে

ব্যাখ্যাঃ নিরাপত্তা পরিষদের গঠন, ভোটদান পদ্ধতি ভেটো ক্ষমতা প্রয়োগের ব্যাপারে সোভিয়েত ইউনিয়নের ইয়াল্টা শহরে সম্মেলন অনুষ্ঠিত হয়।

৯০. Asia Pacific Economic Co- operation (APEC) ফোরামের নভেম্বর, ১৯৯৩- অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে কোন্ সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?

) মালয়েশিয়া

) ফিলিপাইন

) অষ্ট্ৰেলিয়া

) জাপান

উত্তর : ) জাপান

ব্যাখ্যাঃ APEC ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর সিঙ্গাপুর। বর্তমানে সদস্যদেশ ২১টি।

 

৯১. ১৯৯৪- নববর্ষের দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করে?

) নজিবুল্লাহ

) আহমেদ শাহ মাসুদ

) আবদুর রশীদ দোস্তাম

) ওলবুদ্দীন হেকমতিয়ার

উত্তর :) আবদুর রশীদ দোস্তাম

 

৯২. ধুমকেতু শুমেকার লেভী- এর প্রথম ভাঙা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?

) ১৫ জুলাই, ১৯৯৪

) ১৬ জুলাই, ১৯৯৪

) ১৭ জুলাই, ১৯৯৪

) ১৮ জুলাই, ১৯৯৪

উত্তর :) ১৬ জুলাই, ১৯৯৪

 

৯৩. ‘Rotary International' কবে প্রতিষ্ঠিত হয়?

) ১৯০৩ সালে

) ১৯০৫ সালে 

) ১৯৬১ সালে

) ১৯১২ সালে

উত্তর :) ১৯০৫ সালে 

ব্যাখ্যাঃ প্রাতষ্ঠাতা পল পি. হ্যারিস। সদর দপ্তর শিকাগো, যুক্তরাষ্ট্র।

 

৯৪. বার্লিনের দেওয়াল কোন্ সালে নির্মিত হইয়াছিল?

) ১৯৪৬ সালে

) ১৯৪৮ সালে

) ১৯৬১ সালে

) ১৯৬২ সালে

উত্তর :) ১৯৬১ সালে

ব্যাখ্যাঃ সোভিয়েত সরকারের আর্থিক সহায়তায় পূর্ব জার্মান সরকার দুই জার্মানিকে বিভক্তকারী ১০ ফুট উচ্চতা বিশিষ্ট দেয়াল নির্মাণ করেন। ১৯৮৯ সালে দেয়াল ভেঙে ফেলা হয় এবং ১৯৯০ সালে দুই জার্মানি পুনরায় একত্রিত হয়

৯৫. Hubble Telescope-এর ত্রুটি সংশোধনকল্পে মহাশূন্যে কোন নভোযানে নভোচারীগণকে প্রেরণ করা হইয়াছিল?

) Endeavor

) Challenger

) Pathfinder

) Apollo

উত্তর :) Endeavor

 

৯৬. “Straw vote” বলতে কী বোঝায়?

) Unofficial poll of public opinion

) poll based representations

) “Yes-No” vote on random

) Manipulated elections

উত্তর :) Unofficial poll of public opinion

 

৯৭. জর্ডান ইসরায়েলের মধ্যে ৪৬ বৎসরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণার স্বাক্ষর করেন?

) ২৪ জুলাই, ১৯৯৪  

) ২৫ জুলাই, ১৯৯৪

) ২৬ জুলাই, ১৯৯৪

) ২৭ জুলাই, ১৯৯৪

উত্তর :) ২৬ জুলাই, ১৯৯৪

 

৯৮. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হইতে ইহার কার্যক্রম শুরু করে?

) ১৯৪৫ সাল হইতে

) ১৯৪৬ সাল হইতে

) ১৯৪৭ সাল হইতে

) ১৯৪৮ সাল হইতে

উত্তর :) ১৯৪৫ সাল হইতে

ব্যাখ্যাঃ গঠিত হয় জুলাই, ১৯৪৪ সালে এবং কার্যক্রম শুরু করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫। সদর দপ্তর ওয়াশিংটন ডিসি

 

৯৯. বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত-

)

) ২২/

) ২৫/

) প্রায়

উত্তর :) ২২/

 

১০০.১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেব আত্মপ্রকাশ করে?

) রাশিয়াস' চয়েজ

) লিবারেল ডেমোক্রেটিক পার্টি

) স্যোশাল ডেমোক্রেটিক পার্টি

) দ্য কমিউনিষ্ট পার্টি

উত্তর : ) লিবারেল ডেমোক্রেটিক পার্টি

সম্পূর্ণ প্রশ্নের সমাধান এর জন্য এখানে ক্লিক করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url