16th BCS Preliminary Test – Maths

 ১৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট - গণিত

৪১. নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়?

) ২০৪৮

) ৫১২

) ১০২৪

 

উত্তর : ) ৪৮

ব্যাখ্যা:

পূর্ণ বর্গসংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়।
প্রদত্ত সংখ্যা গুলোর মধ্যে ১০২৪ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা।
√(
১০২৪) = ৩২
সুতরাং ১০২৪ এর ভাজক সংখ্যা বিজোড় সংখ্যা হবে।

এখন, ১০২৪ এর ভাজক সংখ্যা নির্ণয় করিঃ
১০২৪ = X ১০২৪
=
X ৫১২
=
X ২৫৬
=
X ১২৮
=
১৬ X ৬৪
=
৩২ X ৩২
১০২৪ এর ভাজক সংখ্যা = , , , , ১৬, ৩২, ৬৪, ১২৮, ২৫৬, ৫১২ এবং ১০২৪ = ১১ টি

 ৪২. কোন লঘিষ্ঠ সংখ্যার সহিত যোগ করিলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হইবে?

) ৮৯

) ১৪১

) ২৪৮

) ১৭০

উত্তর : ) ১৪১

 ব্যাখ্যাঃ সংখ্যাগুলোর .সা.গু. থেকে বিয়োগ করলে প্রদত্ত সংখ্যা পাওয়া যাবে

৪৩. ৫০০ টাকার বৎসরের সুদ এবং ৬০০ টাকার বৎসরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?

) %

) %

) ১০%

) ১২%

উত্তর : ) ১০%

ব্যাখ্যাঃ৫০০*১০% = ৫০ * = ০০ টাকা

৬০০*১০% = ৬০* = ৩০০ টাকা

 ২০০ + ৩০০ = ৫০০ টাকা।

 

৪৪. দুই ব্যক্তি একটি কাজ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?

) ২০ দিন

) ২২ দিন

) ২৪ দিন

) ২৬ দিন

উত্তর : ) ২৪ দিন

ব্যাখ্যাঃ শর্টকাটঃ (১২x)/(১২ - ) = ২৪ দিন

৪৫. একজন দেকানদার  % ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করিল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হইত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হইত, তাহা হইলে তাহার ২০% লাভ হইত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

) ১০০ টাকা

) ২০০ টাকা

) ৩০০ টাকা

) ৪০০ টাকা

উত্তর :) ২০০ টাকা

 

ব্যাখ্যাঃ ধরি, ক্রয়মূল্য ১০০ টাকা। তাহলে .% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯২. টাকা।

ক্রয়মূল্য ১০% কম হলে ক্রয়মূল্য হত ৯০টাকা,

এবং নতুন বিক্রয়মূল্য হতো ৯০ + ২০% বা ১৮ টাকা লাভ

অর্থাৎ ৯০ + ১৮ = ১০৮।

প্রথম দ্বিতীয় বিক্রয়মূল্যের পার্থক্য ১০৮ - ৯২. = ১৫.

এখন এই ১৫.% এর মান ৩১ টাকা

( কারণ দুই বিক্রয়মূল্যের পার্থক্য হলো ৩১ টাকা এবং ১৫.%)

১৫.% = ৩১ হলে % = এবং ১০০% (ক্রয়মূল্য ) = ২০০ টাকা।

উত্তর: ২০০ টাকা।

 

. a + b + c = 9, a2 + b2 + c2 = 29 হইলে ab + bc + ca এর মান কত?

) 52

) 46

) 26

) 22

উত্তর :) 26

 

ব্যাখ্যাঃ সূত্র = a2 + b2 + c2

= (a+b+c) 2 – 2(ab + bc + ca)

 

. = কত?

) a+b+c

)

)

)

উত্তর :)

 

৪৮. a: b = 4 : 7 এবং b : c = 5 : 6 হইলে a : b : c = কত?

) 4:7:6

) 20:35:24

) 20:35:42

) 24:35:30

উত্তর :) 20:35:42

 

৪৯. দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?

) দুই বাহু অন্তর্ভুক্ত কোণ

) তিন বাহু

) দুই কোণ এক বাহু

) তিন কোণ

উত্তর :) তিন কোণ

 

৫০.চতুর্ভুজের চার কোণের অনুপাত : : : হইলে বৃহত্তম কোণের পরিমাণ হইবে-

) ১০০

) ১১৫°

) ১৩৫°

) ২২৫°

উত্তর :) ১৩৫°

 

 ব্যাখ্যাঃ চার সমকোণ = ৯০° × = ৩৬০°

অনুপাতের যোগফল + + + =

.: বৃহত্তম কোণ = =১৩৫°

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url