General/Daily Science

 ১৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট - সাধারণ/ দৈনন্দিন বিজ্ঞান

৫০. আকাশ নীল দেখায় কেন?

) নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে

) নীল সমুদ্রের প্রতিফলনের ফলে

) নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে

) নীল আলোর প্রতিফলন বেশি বলে

উত্তর: ) নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে

ব্যাখ্যাঃ যে আলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট সে আলোর বিক্ষেপণ বেশি হয়। সূর্যের আলো যখন বায়ুমণ্ডলের সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন গ্যাসঅণুতে আপতিত হয় তখন নীলবর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় এর বিক্ষেপণ বেশি হয়। ফলে আকাশে নীল বর্ণের আলোকের প্রাচুর্য ঘটে এবং আকাশ নীল দেখায়

৫১. 'স্ট্রোক' আকস্মিক অজ্ঞান যা মৃত্যুর কারণ হতে পারে এটি কি?

) হৃৎপিণ্ড সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া

) মস্তিকে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহের বাধা

) হৃৎপিণ্ডের অংশবিশেষের অসাড়তা

) ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া

উত্তর: ) মস্তিকে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহের বাধা

৫২. কোনটি রক্তের কাজ নহে?

) কলা (tissue) হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা

) ক্ষুদ্রান্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা

) হরমোন বিতরণ করা

) জারক রস (enzyme) বিতরণ করা

উত্তর: ) জারক রস (enzyme) বিতরণ করা

৫৩. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?

) এল. . ডি

) সিলিকন চিপ

) এল. সি. ডি

) আই. সি.

উত্তর: ) সিলিকন চিপ

৫৪. গ্রীণ হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে?

) নিম্নভূমি নিমজ্জিত হবে

) উত্তাপ অনেক বেড়ে যাবে

) সাইক্লোনের প্রবণতা বাড়বে

) বৃষ্টিপাত কমে যাবে

উত্তর: ) নিম্নভূমি নিমজ্জিত হবে

৫৫. নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেওয়া সম্ভব হয় কিভাবে?

) যথাযথভাবে হাল ঘুরালে

) নদী স্রোত এর সুকৌশল ব্যবহারে

) গুণ টানার সময় টানটি সামনের দিকে রেখে

) পাল ব্যবহার করে

উত্তর: ) যথাযথভাবে হাল ঘুরালে

৫৬. বাংলাদেশে তড়িৎ-এর কম্পাংক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল এর তাৎপর্য কি?

) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বন্ধ

হয়

) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে

) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়

) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করে

উত্তর: ) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়

৫৭. আলট্রাসনোগ্রাফী কি?

) নতুন ধরনের এক্স-রে

) ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং

) শরীরের অভ্যন্তরে শব্দ বিশ্লেষণ

) শক্তিশালী শব্দ দিয়ে পিত্ত পাথর বিচূর্ণীকরণ

উত্তর: ) ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং

ব্যাখ্যাঃ আলট্রা সাউন্ড হলো ব্যাথাহীন এমন এক কৌশল যা শব্দ তার প্রতিধ্বনি ব্যবহার করে অন্তঃস্থ অঙ্গকে পর্যবেক্ষণ করে তার অবস্থান নির্ণয় করে।

৫৮. নিত্য ব্যবহার্য বহুএরোসোলেরকৌটায় এখন লেখা থাকে 'সি. এফ. সি' বিহীন। সি.এফ.সি গ্যাস কেন ক্ষতিকারক?

) ফুসফুসে রোগ সৃষ্টি করে

) গ্রীণ হাউজ এফেক্টে অবদান রাখে

) ওজোন স্তরে ফুটো সৃষ্টি করে

) দাহ্য বলে অগ্নিকাণ্ডের সম্ভাবনা ঘটায়

উত্তর: ) ওজোন স্তরে ফুটো সৃষ্টি করে

৫৯. বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

) সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে

) ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে

) পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে

) মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে

উত্তর: ) পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে

৬০. বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?

) .০৯২৯

) .৩২

) .৪৫

) ৬৪.৫০

উত্তর: ) .৪৫

সম্পূর্ণ প্রশ্নের সমাধান এর জন্য এখানে ক্লিক করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url