Bangla Academy Honorary Fellowship and Literary Award Recipients

  বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ও সাহিত্য পুরস্কার প্রপ্তরা

বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ২০২৪-প্রাপ্তরা হলেন :

 

জনাব মঈদুল হাসান

(মুক্তিযুদ্ধ)

রিচার্ড এম ইটন

(ইতিহাস)

অধ্যাপক ডা. সায়েবা আখ্তার

(চিকিৎসা বিজ্ঞান)

. ফেরদৌসী কাদরী

(বিজ্ঞান)

জনাব সুগত চাকমা

(ভাষা গবেষণা)

জনাব শহিদুল আলম

(শিল্পকলা)

জনাব শম্ভু আচার্য

(শিল্পকলা)

 

 

বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার ঘোষণা

 

বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায়  পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

 

সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪

সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪’- ভূষিত হয়েছেন সদ্যপ্রয়াত অনুবাদক গবেষক মোহাম্মদ হারুন-উর- রশিদ। পুরস্কারের অর্থমূল্য ,০০,০০০/- (এক লক্ষ টাকা)

 

সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪

সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪'- ভূষিত হয়েছেন প্রাবন্ধিক-গবেষক . ওয়াকিল আহমদ। পুরস্কারের অর্থমূল্য ,০০,০০০/- (এক লক্ষ টাকা)

 

কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২৪

কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২৪'- ভূষিত হয়েছেন শিশুসাহিত্যিক আবু সালেহ। পুরস্কারের অর্থমূল্য ,০০,০০০/- (এক লক্ষ টাকা)

 

অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৪

অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৪’- ভূষিত হয়েছেন নাট্যজন নায়লা আজাদ। পুরস্কারের অর্থমূল্য ,০০,০০০/- (এক লক্ষ টাকা)

 

আবু রুশ্দ সাহিত্য পুরস্কার ২০২৪

আবু রুশ্দ সাহিত্য পুরস্কার ২০২৪- ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক নাসিমা আনিস। পুরস্কারের অর্থমূল্য ,০০,০০০/- (এক লক্ষ টাকা)

 

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪’- ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার (সামগ্রিক অবদানের জন্য) পুরস্কারের অর্থমূল্য ,০০,০০০/- (দুই লক্ষ টাকা)

 

এছাড়া অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিতরাইমঙ্গলউপন্যাসের জন্যরাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪'- ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুমন মজুমদার। পুরস্কারের অর্থমূল্য ,০০,০০০.০০ (এক লক্ষ টাকা)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url