General Knowledge (International Context)
১৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
৮১. পৃথিবীর
বিভিন্ন দেশের
মধ্যে জনসংখ্যার
দিক থেকে
বাংলাদেশের স্থান-
ক) অষ্টম |
খ) নবম |
গ) দ্বাদশ
|
ঘ) চতুৰ্দশ |
উত্তর : ক)
অষ্টম
ব্যাখ্যাঃ বর্তমানে অষ্টম,আর জনবহুল শহরের তালিকায় ৪–এ বাংলাদেশের রাজধানী ঢাকা
৮২. বাংলাদেশ
নিম্নে উল্লেখিত
কোন সময়ের
জন্য জাতিসংঘ
নিরাপত্তা পরিষদে
অস্থায়ী সদস্য
নির্বাচিত হয়েছিল?
ক) ১৯৭৮-৭৯ |
খ) ১৯৭৯-৮০ |
গ) ১৯৮০-৮১ |
ঘ) ১৯৮১-৮২ |
উত্তর : খ)
১৯৭৯-৮০
[বি.দ্র. ২০০০-০১ সালের জন্যও
পুনরায় নির্বাচিত
হয়।]
৮৩. নিম্নের
কোন তারিখে
পিএলও-ইসরাইল
পারস্পরিক স্বীকৃতি
দলিলে স্বাক্ষর
করে?
ক) ১০
সেপ্টেম্বর, ১৯৯৩ |
খ) ১১
সেপ্টেম্বর, ১৯৯৩ |
গ) ১৩
সেপ্টেম্বর, ১৯৯৩ |
ঘ) ২০
সেপ্টেম্বর, ১৯৯৩ |
উত্তর : গ)
১৩ সেপ্টেম্বর,
১৯৯৩
৮৪. ' Club of Vienna' কী?
ক) অস্ট্রিয়ার
একটি বিখ্যাত
পান্থশালা |
খ) পশ্চিম
ইউরোপের প্রধান
বাণিজ্যিক ব্যাংকগুলোর
বাৎসরিক সভা |
গ) একটি
বিশ্ব উন্নয়ন
সংক্রান্ত গবেষণা
প্রতিষ্ঠান |
ঘ) পশ্চিম
ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন |
উত্তর : ঘ)
পশ্চিম ইউরোপের
চিত্রশিল্পীদের একটি
সংগঠন
৮৫. রিও-ডি জেনিরিওতে অনুষ্ঠিত
'ধরিত্রী সম্মেলন'
এ কত
দেশের প্রতিনিধি
অংশগ্রহণ করেছিল?
ক) ১৫০
|
খ) ১৫৬ |
গ) ১৭৮ |
ঘ) ১৭৯ |
উত্তর : ঘ)
১৭৯
৮৬. জাতিসংঘ
'আদিবাসী বর্ষ'
হিসেবে কোন
সালকে ঘোষণা
করেছে?
ক) ১৯৯১ |
খ) ১৯৯২ |
গ) ১৯৯৩ |
ঘ) ১৯৯৪ |
উত্তর : গ)
১৯৯৩
৮৭. ১৯৯৩
সালে জাতিসংঘের
তত্ত্বাবধানে কম্বোডিয়ায়
অনুষ্ঠিত নির্বাচনে
কোন দল
বিজয়ী হয়েছে?
ক) ফুনসিনপেক |
খ) সি.পি.পি. |
গ) খেমাররুজ |
ঘ) কে.পি.এল.এন.এফ |
উত্তর : ক)
ফুনসিনপেক
৮৮. The United Nations University কোন
শহরে অবস্থিত?
ক) লন্ডন |
খ) ব্রাসেলস |
গ) নিউইয়র্ক |
ঘ) টোকিও |
উত্তর : ঘ)
টোকিও
৮৯. ‘League of Arab States' এর বর্তমান সদর
দপ্তর কোথায়
অবস্থিত?
ক) তিউনিস |
খ) কায়রো |
গ) রাবাত |
ঘ) জেদ্দা |
উত্তর : খ)
কায়রো
৯০. বিশ্বের
কোন্ শহর
'নিষিদ্ধ শহর'
নামে পরিচিত?
ক) লাসা |
খ) উলানবাটোর |
গ) পিয়ংইয়ং |
ঘ) কাবুল |
উত্তর : ক)
লাসা
৯১. নিম্নের
কোন্ দেশটি
Group of Eight (G-8) এর সদস্য
নয়?
ক) কানাডা |
খ) ইতালি |
গ) সুইডেন |
ঘ) জাপান |
উত্তর : গ)
সুইডেন
৯২. ১৯৯২
সনের Wimbledon টেনিস প্রতিযোগিতায়
men's singles-এ কে
চ্যাম্পিয়ন হন?
ক) Boris Becker |
খ) Mechael Stich |
গ) Andre Agassi |
ঘ) Stefan Edberg |
উত্তর : গ)
Andre Agassi
৯৩. ১৯৯৬
সালের অলিম্পিক
গেমস্ কোথায়
অনুষ্ঠিত হবে?
ক) লসএঞ্জেলস |
খ) আটলান্টা |
গ) টোকিও |
ঘ) নয়াদিল্লী |
উত্তর : খ)
আটলান্টা
৯৪. আফ্রিকা
মহাদেশের মানচিত্রে
Horns of Africa-তে কোন
দেশটি অবস্থিত?
ক) ইথিওপিয়া |
খ) নাইজেরিয়া |
গ) কেনিয়া |
ঘ) সুদান |
উত্তর : ক)
ইথিওপিয়া
৯৫. বিশ্ব
ব্যাংক-এর
কোন অংগ
সংগঠনটি 'Soft- loan-Window' নামে পরিচিত?
ক)IBRD |
খ)IDA |
গ) IFC |
ঘ) EDI |
উত্তর : খ)IDA
৯৬. ইসলামিক
উন্নয়ন ব্যাংককে
(IDB) দেয়া বাংলাদেশের
চাঁদার হার
কত?
ক) ২৫.০ মিলিয়ন ইসলামিক
দিনার |
খ) ১৫.৫ মিলিয়ন ইসলামিক
দিনার |
গ) ১০.০ মিলিয়ন ইসলামিক
দিনার |
ঘ) কোন
চাঁদা দিতে
হয় না |
উত্তর : গ)
১০.০
মিলিয়ন ইসলামিক
দিনার
৯৭. 'The World Economic Forum ' কর্তৃক
নির্ধারিত International Competitiveness
Ranking-এ ১৯৯৩ সালে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে?
ক) যুক্তরাষ্ট্র |
খ) জাপান |
গ) জার্মানি |
ঘ) দক্ষিণ
কোরিয়া |
উত্তর : ঘ)
দক্ষিণ কোরিয়া
৯৮. আকাবা
কোন দেশের
সমুদ্র বন্দর?
ক) মায়ানমার |
খ) জর্ডান |
গ) ইরাক |
ঘ) ইসরাইল |
উত্তর : খ)
জর্ডান
৯৯. 'ক্রজিরো'
কোন্ দেশের
মুদ্রার নাম?
ক) লুক্সেমবার্গ |
খ) ব্রাজিল |
গ) কম্বোডিয়া |
ঘ) মঙ্গোলিয়া |
উত্তর : খ)
ব্রাজিল
১০০. 'ওয়াল
স্ট্রীট' কোথায়
অবস্থিত?
ক) ডালাস |
খ) লন্ডন |
গ) নিউইয়র্ক |
ঘ) হংকং |
উত্তর : গ)
নিউইয়র্ক