১৮০ সেকেন্ডে বাংলা: ১৯তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির দ্রুত গাইড

 বাংলা



. ‘বিদ্রোহী' কবিতা নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

) অগ্নিবীণা

) বিষের বাঁশি

) দোলন চাঁপা

) বাঁধনহারা

উত্তর : ) অগ্নিবীণা

ব্যাখ্যাঃ 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের, ‘রক্তাম্বর ধারিণী মা' আগমনী' কবিতা দুটির জন্যঅগ্নিবীণা' কাব্যটি বৃটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেন।বিদ্রোহী' কবিতাটি ১৯২১ সালের ডিসেম্বর মাসে 'বিজলী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ১৯২২ সালে কবিতাটিঅগ্নিবীণা' কাব্যের দ্বিতীয় কবিতা হিসেবে অন্ত র্ভুক্ত করা হয়। নজরুলেরধূমেকতু' পত্রিকাটি ১৯২২ সালে প্রকাশিত হয়

. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি গানের রচয়িতা কে?

) আবদুল গফফার চৌধুরী

) আলতাফ মাহমুদ

) আবদুল লতিফ

) আব্দুল আলীম

উত্তর : ) আবদুল গফফার চৌধুরী

ব্যাখ্যাঃ এখানে ক্লিক করুন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আলোড়ন তোলা কিছু গান

ব্যাখ্যাঃ গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ এবং গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। আব্দুল আলীম বাংলাদেশের একজন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী

. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল-

) পরশুরাম

) নীললোহিত

) ভানুসিংহ ঠাকুর

) গাজী মিয়া

উত্তর : ) ভানুসিংহ ঠাকুর

ব্যাখ্যাঃ পরশুরাম-রাজশেখর বসু; নীললোহিত- সুনীল গঙ্গোপাধ্যায়; গাজী মিয়া-মীর মোশাররফ হোসেন। রবীন্দ্রনাথের উপাধী- নাইট/ স্যার, কবিগুরু, বিশ্বকবি।

[বি.দ্র.] ১৯তম বিসিএস- মাত্র তিনটি বাংলা প্রশ্ন পড়েছিল।


১৯ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট-ENGLISH [বি.দ্র.] ১৯ তম বিসিএস পরীক্ষায় মোট ৫০টি প্রশ্ন ছিল। তারমধ্যে ইংরেজিতে কোন প্রশ্ন পড়েনি।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url