গৌরবময় বাংলাদেশ: ১৯তম বিসিএস সাধারণজ্ঞান উৎসব

 বাংলাদেশ প্রসঙ্গ



. 'দ্য লিবারেশন অব বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা-

) রফিকুল ইসলাম

) রশদি করিম

) মেজর জেনারেল খুসওয়ান্ত সিং

) কর্নেল সিদ্দিক মালিক

উত্তর : ) মেজর জেনারেল খুসওয়ান্ত সিং

ব্যাখ্যাঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনাবলির প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর ভিত্তি করে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল ঘুসওয়ান্ত সিং গ্রন্থটি রচনা করেন। মেজর রফিকুল ইসলামের (বীরউত্তম) মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ 'লক্ষ প্রাণের বিনিময়ে'; 'একাত্তরের বিজয় গাঁথা': 'শেখ মুজিব স্বাধীনতা সংগ্রাম'; 'মুক্তিযুদ্ধের ইতিহাস' রশিদ করিমের বিখ্যাত উপন্যাস 'উত্তম পুরুষ'

 

. বাংলাদেশের কোন অঞ্চলে গো-চারণের জন্য বাথান আছে?

) সিরাজগঞ্জ

) দিনাজপুর

) বরিশাল

) ফরিদপুর

উত্তর : ) সিরাজগঞ্জ

. বাংলাদেশের পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়-

) ডিসেম্বর, ১৯৯৭

) ডিসেম্বর, ১৯৯৭

) ২২ ডিসেম্বর, ১৯৯৭

) জানুয়ারি, ১৯৯৮

উত্তর : ) ডিসেম্বর, ১৯৯৭

ব্যাখ্যাঃ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে চীপ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির পক্ষে সন্তু লারমা স্বাক্ষর করেন।

 

. বিশ্বব্যাংকের ১৯৯৭ সালের হিসাব অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?

) ২০০ মার্কিন ডলার

) ২২৫ মার্কিন ডলার

) ২৪০ মার্কিন ডলার

) ২৬০ মার্কিন ডলার

উত্তর : ) ২৬০ মার্কিন ডলার

ব্যাখ্যাঃ ২০১৩ সালে ৯২৩ মার্কিন ডলার। ২০২৪ সালে মাথাপিছু আয় - ,৭৮৪ মার্কিন ডলার (অর্থনৈতিক সমীক্ষা)

 

. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?

) কয়লা

) চুনাপাথর

) সাদামাটি

) গ্যাস

উত্তর : ) গ্যাস

 

. বাংলাদেশে একজন ভোটারের সর্বনি। বয়স কত?

) ১৬ বছর

) ১৮ বছর

) ২০ বছর

) ২১ বছর

উত্তর : ) ১৮ বছর

 

১০. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির-

) ১৬ শতাংশ

) ২০ শতাংশ

) ২৫ শতাংশ

) ৩০ শতাংশ

উত্তর : ) ২৫ শতাংশ

ব্যাখ্যাঃ সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ ১৭.৫০% (প্রায়) FAO-এর মতে ১০% (প্রায়)

 

১১. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস-

) ১৪ ডিসেম্বর

) ১৬ ডিসেম্বর

) ২১ ডিসেম্বর

) ২৩ ডিসেম্বর

উত্তর : ) ১৪ ডিসেম্বর

ব্যাখ্যাঃ ১৬ ডিসেম্বর বিজয় দিবস। ২১ ২৩ ডিসেম্বরে কোন দিবস নেই।

 

১২. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত-

) পললগঠিত সমভূমি

) বরেন্দ্রভূমি

) চলনবিল

) পাহাড়পুর

উত্তর : ) বরেন্দ্রভূমি

 

১৩. সাম্প্রতিককালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী বাংলাদেশ সফর করেন?

) প্রফেসর . আব্দুস সালাম

) প্রফেসর নরম্যান বোরলগ

) . আব্দুল কাদের

) . স্বামিনাথন

উত্তর : ) প্রফেসর নরম্যান বোরলগ

ব্যাখ্যাঃ প্রফেসর . আব্দুস সালাম পদার্থ বিজ্ঞানে ১৯৭৯ সালে নোবেল পুরস্কার পান (পাকিস্তান) . আব্দুল কাদের পরমাণু বিজ্ঞানী এবং . স্বামিনাথন কেউ নোবেল পুরস্কার পাননি।

 

১৪. বাগেরহাটে খান জাহান আলীর প্রতিষ্ঠিত সমজিদটি কত গম্বুজবিশিষ্ট?

) আশি

) একাশি

) ষাট

) একষাট্টি

উত্তর : ) একাশি

 

১৫. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

) রাজশাহী

) নওগাঁ

) বগুড়া

) নাটোর

উত্তর : ) নাটোর

 

১৬. বাংলাদেশের জাতীয় পাখি-

) ময়না

) কাক

) শালিক

) দোয়েল

উত্তর : ) দোয়েল

 

১৭. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য-

) . কি.মি.

) . কি.মি.

) কি.মি.

) . কি.মি

উত্তর : ) . কি.মি.

ব্যাখ্যাঃ প্রস্থ ১৮.৫০ মিটার, পিলার ৫০টি, স্প্যানের সংখ্যা ৪৯টি।

 

১৮. বাংলাদেশ নৌ বাহিনীর প্রতীক কী?

) বলাকা

) শাপলা

) নৌকা

) রণতরী

উত্তর :

ব্যাখ্যাঃ বাংলাদেশ নৌ প্রতীক- রণতরী; নৌ বাহিনীর প্রতীক- কাছি বেষ্টিত নোঙরের উপরে শাপলা। বলাকা- বাংলাদেশ বিমানের প্রতীক;

 

১৯. বাংলাদেশে জিডিপিতে পশু সম্পদের অবদান কত?

) %

) ১০%

) .%

) ১৫%

উত্তর : ) .%

ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৩ অনুসারে .৪৫%

 

২০. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?

) ময়মনসিংহে

) বগুড়ায়

) সোনারগাঁয়ে

) রাঙামাটিতে

উত্তর : ) সোনারগাঁয়ে

 

২১. বর্তমানে বিদেশ থেকে কত টাকার গুঁড়োদুধ আমদানি করা হয়?

) ৫০০ কোটি টাকা

) ৪০০ কোটি টাকা

) ৩০০ কোটি টাকা

) ১২৫ কোটি টাকা

উত্তর : ) ৪০০ কোটি টাকা

ব্যাখ্যাঃ বর্তমানে ৩০০ কোটি ডলার ২০২২-২৩ অর্থবছরে প্রতিবছর ২৮০০ কোটি টাকার গুঁড়াদুধ আমদানি

 

২২. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?

) গরু

) ছাগল

) হরিণ

) রয়েল বেঙ্গল টাইগার

উত্তর : ) রয়েল বেঙ্গল টাইগার

 

২৩. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?

) রাজশাহী

) সিলেট

) চট্টগ্রাম

) সাভার

উত্তর : ) সাভার

 

২৪. রপ্তানি আয়ে বর্তমানে পশু সম্পদের অবদান কত?

) ভাগ

) ১০ ভাগ

) ১২ ভাগ

) ১৩ ভাগ

উত্তর : ) ভাগ

ব্যাখ্যাঃ বর্তমানে ১৩ ভাগ

 

২৫. দেশের রপ্তানী আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত?

) ১ম

) ২য়

) ৩য় 

) ৪র্থ

উত্তর : ) ৪র্থ

ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৩ অনুসারে ৬ষ্ঠ।

 

২৬. কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

) . এস ডি চৌধুরী

) . কাজী ফজলুর রহিম

) . ওসমান গনি

) অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ

উত্তর : ) . ওসমান গনি

 

২৭. স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?

) ১৯টি

) ৯টি

) ৮টি

) ১১টি

উত্তর : ) ১১টি

 

২৮. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?

) ১৯ শতাংশ

) ১৬ শতাংশ

) ১২ শতাংশ

) শতাংশ

উত্তর :

ব্যাখ্যাঃ বাংলাদেশের মোট আয়তনের ১৫ দশমিক ৫৮ শতাংশ এলাকায় বনভূমি রয়েছে। এর মধ্যে বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ ১০ দশমিক ৭৪ শতাংশ। FAO-এর মতে ১০% (প্রায়)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url