আন্তর্জাতিক বিষয়ে ১৯তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি
আন্তর্জাতিক প্রসঙ্গ
২৯. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথ বিলোপকারী প্রেসিডেন্টের নাম-
|
ক) জর্জ ওয়াশিংটন |
খ) আব্রাহাম লিংকন |
|
গ) রুজভেল্ট |
ঘ) কেনেডী |
উত্তর : খ) আব্রাহাম লিংকন
ব্যাখ্যাঃ যুক্তরাষ্ট্রে ১৬ তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলোপ করেন।
৩০.১৯৯৮ বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট কে পান?
|
ক) রোনাল্ডো |
খ) জিদান |
|
গ) সুকের |
ঘ) বেবেতো |
উত্তর : গ) সুকের
ব্যাখ্যাঃ রোনাল্ডো-২০০২ সালে, জিদান-২০০৬ সালে।
৩১. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
|
ক) জেনেভা |
খ) নিউইয়র্ক |
|
গ) হেগ |
ঘ) প্যারিস |
উত্তর : খ) নিউইয়র্ক
ব্যাখ্যা: ১৯৪৫ সালে জাতিসংঘ গঠিত হয় যার প্রথম সমহাসচিব ট্রিগভেলি। জাতিসংঘের বর্তমান মহাসচিব হিসেবে পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।
৩২. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
|
ক) জেনেভা |
খ) প্যারিস |
|
গ) লন্ডন |
ঘ) রোম |
উত্তর : ঘ) রোম
৩৩. কসোভো কোথায় অবস্থিত?
|
ক) আলবেনিয়ায় |
খ) সার্বিয়ায় |
|
গ) রুমানিয়ায় |
ঘ) গ্রিসে |
উত্তর : খ) সার্বিয়ায়
৩৪. গিল্ডার কোন দেশের মুদ্রার নাম?
|
ক) নরওয়ে |
খ) নেদারল্যান্ড |
|
গ) রুমানিয়া |
ঘ) মিশর |
উত্তর : খ) নেদারল্যান্ড
ব্যাখ্যা: নরওয়ে- ক্রোনা; নেদারল্যান্ড- ইউরো (১৯৯৯ থেকে); রুমানিয়া- লেড; মিশর- মিশরীয় পাউন্ড।
৩৫. নেপালের পার্লামেন্টের নাম কী?
|
ক) সিনেট |
খ) পঞ্চায়েত |
|
গ) কংগ্রেস |
ঘ) মজলিস |
উত্তর : গ) কংগ্রেস
ব্যাখ্যাঃ যুক্তরাষ্ট্রের পার্লােেমন্টর উচ্চকক্ষের নাম সিনেট; ভারতের গ্রাম সরকারের নমা পঞ্চায়েত; ইরাক ইরান/ মালদ্বীপের পার্লামেন্টের নাম মজলিশ ।
৩৬. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
|
ক) গ্রিসে |
খ) ইটালিতে |
|
গ) তুরস্কে |
ঘ) স্পেনে |
উত্তর : গ) তুরস্কে
৩৭. নাসা কোন দেশের সংস্থা?
|
ক) জার্মানি |
খ) রাশিয়া |
|
গ) ফ্রান্স |
ঘ) যুক্তরাষ্ট্র |
উত্তর : ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা: মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাবসংস্থা নাসার পূর্ণরূপ (NASA = National
Aeronautics and space Administration.)
৩৮. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
|
ক) বাংলাদেশ |
খ) পাকিস্তান |
|
গ) সৌদি আরব |
ঘ) ইন্দোনেশিয়া |
উত্তর : ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা: বাংলাদেশ- তৃতীয়; পাকিস্তান- দ্বিতীয় ।
৩৯. এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
|
ক) ব্যাংকক |
খ) সিঙ্গাপুর |
|
গ) টোকিও |
ঘ) ম্যানিলা |
উত্তর : ঘ) ম্যানিলা
ব্যাখ্যা: ADB (Asian Development Bank) ২৪ নভেম্বর, ১৯৬৬ কার্যক্রম শুরু করে। জাতিসংঘের এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশন (সাবেক ইউএনএসকেপ) এর সদস্য এবং অন্যান্য উন্নত দেশগুলোর সমন্বয়ে ব্যাংকটি গঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে ব্যাংকের সদস্য সংখ্যা ছিল ৩১টি। ২৬ আগস্ট, ২০২০ তারিখ পর্যন্ত ৬৮টি দেশ এর সদস্য। ৪৮টি দেশই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকা থেকে।
৪০. যুক্তরাষ্ট্র চায়, ইসরায়েল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে?
|
ক) ১২ শতাংশ |
খ) ১০ শতাংশ |
|
গ) ১৩ শতাংশ |
ঘ) ১১ শতাংশ |
উত্তর : গ) ১৩ শতাংশ
