২০তম বিসিএস প্রিলিমিনারি – সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, উত্তরপত্র ও বিস্তারিত বিশ্লেষণ

বাংলাদেশ প্রসঙ্গ | MCQ প্রশ্নোত্তর, উত্তর ও ব্যাখ্যা

সাধারণজ্ঞান (বাংলাদেশ প্রসঙ্গ)

MCQ প্রশ্নোত্তর, সঠিক উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যা — পরীক্ষার হলে দ্রুত রিভিশনের জন্য সাজানো।

আপডেট: ২২ আগস্ট ২০২৫ শ্রেণি: BCS Preliminary Bangladesh GK
Ad Placeholder (728×90)
Q61 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে?
  1. জানুয়ারি ১০, ১৯৭৩
  2. ডিসেম্বর ১৬, ১৯৭২
  3. নভেম্বর ৪, ১৯৭২
  4. অক্টোবর ১১, ১৯৭২
উত্তর: খ) ডিসেম্বর ১৬, ১৯৭২
ব্যাখ্যা: সংবিধান ১২ অক্টোবর ১৯৭২ গণপরিষদে উত্থাপিত হয়, ৪ নভেম্বর ১৯৭২ গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ কার্যকর হয়।
Q62 বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
  1. অষ্টম
  2. নবম
  3. একাদশ
  4. দ্বাদশ
উত্তর: ঘ) দ্বাদশ
ব্যাখ্যা: দ্বাদশ সংশোধনী ৬ আগস্ট ১৯৯১ গৃহীত হয় এবং ১৮ সেপ্টেম্বর ১৯৯১ রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে।
Q63 বাংলাদেশে জেলার সংখ্যা কত?
  1. ৩৬টি
  2. ৫৪টি
  3. ৬৪টি
  4. ৪৪টি
উত্তর: গ) ৬৪টি
ব্যাখ্যা: বাংলাদেশ ৬৪টি জেলায় ও ৪৯৫টি উপজেলায় বিভক্ত। প্রথম জেলা চট্টগ্রাম (১৬৬৬); সর্বশেষ ফেনী (৭ নভেম্বর ১৯৮৪)। আয়তনে বৃহত্তম রাঙামাটি, ক্ষুদ্রতম নারায়ণগঞ্জ।
Q64 বাংলায় ফরায়েজী আন্দোলনের সূচনাকারী কে?
  1. তিতুমীর
  2. হাজী মুহাম্মদ মহসীন
  3. হাজী শরীয়ত উল্লাহ
  4. হাজী মোহাম্মদ দানেশ
উত্তর: গ) হাজী শরীয়ত উল্লাহ
ব্যাখ্যা: তাঁর মৃত্যুর পর নেতৃত্ব দেন পুত্র দুদু মিয়া; এলাকা—ফরিদপুর (বর্তমান মাদারীপুর)।
Q65 বাংলার প্রাচীনতম জায়গা/জনপদ কোনটি?
  1. সোনারগাঁও
  2. বিক্রমপুর
  3. পুণ্ড্র
  4. গোপালগঞ্জ
উত্তর: গ) পুণ্ড্র
ব্যাখ্যা: বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুরের অংশজুড়ে পুণ্ড্র জনপদ গড়ে ওঠে।
Q66 মুজিবনগর কোথায় অবস্থিত?
  1. সাতক্ষীরা
  2. মেহেরপুর
  3. চুয়াডাঙ্গা
  4. নবাবগঞ্জ
উত্তর: খ) মেহেরপুর
ব্যাখ্যা: পূর্বনাম বৈদ্যনাথতলা (ভবেরপাড়া)। ১৭ এপ্রিল ১৯৭১ গঠিত অস্থায়ী সরকারের স্মৃতিতে মুজিবনগর স্মৃতিসৌধ নির্মিত।
Q67 ১৬ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি বাহিনী ঢাকায় কোথায় আত্মসমর্পণ করে?
  1. রমনা পার্ক
  2. পল্টন ময়দান
  3. তৎকালীন রেসকোর্স ময়দান
  4. ঢাকা ক্যান্টনমেন্ট
উত্তর: গ) তৎকালীন রেসকোর্স ময়দান
ব্যাখ্যা: বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান। বিস্তারিতের জন্য নোটস দেখুন।
Q68 ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
  1. ১৬ বৎসর
  2. ১৮ বৎসর
  3. ২০ বৎসর
  4. ২১ বৎসর
উত্তর: খ) ১৮ বৎসর
Q69 জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত?
  1. ২০
  2. ২৫
  3. ৩০
  4. ৪০
উত্তর: ৫০টি (সংরক্ষিত)
ব্যাখ্যা: সংসদে মোট সদস্য ৩৫০—এর মধ্যে ৩০০ জন সাধারণ আসন (সরাসরি ভোট), ৫০টি নারী সংরক্ষিত আসন।
Q70 বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
  1. ৪.৫ কি.মি.
  2. ৪.৮ কি.মি.
  3. ৫.২ কি.মি.
  4. ৬.২ কি.মি.
উত্তর: খ) ৪.৮ কি.মি.
Q71 বাংলাদেশের প্রথম 'ইপিজেড' কোথায় স্থাপিত হয়?
  1. সাভার
  2. চট্টগ্রাম
  3. মংলা
  4. ঈশ্বরদী
উত্তর: খ) চট্টগ্রাম
ব্যাখ্যা: প্রথম ইপিজেড—চট্টগ্রাম (১৯৮৩); পরবর্তী: ঢাকা/সাভার (১৯৮৭), মংলা (১৯৯৮), ঈশ্বরদী (১৯৯৮), উত্তরা, কুমিল্লা, আদমজী, কর্ণফুলী।
Q72 ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে খ্যাতি অর্জন করেন কে?
  1. এস এম সুলতান
  2. জয়নুল আবেদীন
  3. কামরুল হাসান
  4. শফিউল আলম
উত্তর: খ) জয়নুল আবেদীন
ব্যাখ্যা: তাঁর দুর্ভিক্ষ-সিরিজ বিখ্যাত; চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।
Q73 পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
  1. নভেম্বর ১২, ১৯৯৭
  2. ডিসেম্বর ২, ১৯৯৭
  3. ডিসেম্বর ১৬, ১৯৯৭
  4. ডিসেম্বর ২৫, ১৯৯৭
উত্তর: খ) ডিসেম্বর ২, ১৯৯৭
ব্যাখ্যা: সরকারের পক্ষে চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ ও জনসংহতি সমিতির পক্ষে সন্তু লারমা স্বাক্ষর করেন।
Q74 মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ কয়টি সামরিক সেক্টরে বিভক্ত ছিল?
  1. ৯টি
  2. ১১টি
  3. ১৫টি
  4. ১৭টি
উত্তর: খ) ১১টি
Q75 বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
  1. ২৪০০ বর্গমাইল
  2. ১৯৫০ বর্গমাইল
  3. ৯২৫ বর্গমাইল
  4. ২০০০ বর্গমাইল
উত্তর: ক) ২৪০০ বর্গমাইল
ব্যাখ্যা: সমগ্র সুন্দরবন ~১০,০০০ বর্গকিমি; বাংলাদেশ অংশ ~৬,৫১৭ বর্গকিমি (তথ্যসূত্রভেদে ৫৫৭৫–৫৭৪৭ বর্গকিমি উল্লেখ থাকে)।
Q76 বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ পায়?
  1. ১৯৭২
  2. ১৯৭৩
  3. ১৯৭৪
  4. ১৯৭৫
উত্তর: ক) ১৯৭২
ব্যাখ্যা: ১৮ এপ্রিল ১৯৭২—বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য হয়।
Q77 নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত?
  1. ট্রপিক অব ক্যাপ্রিকন
  2. ট্রপিক অব ক্যানসার
  3. ইকুয়েটর
  4. আর্কটিক সার্কেল
উত্তর: খ) ট্রপিক অব ক্যানসার (কর্কটক্রান্তি রেখা)
Q78 মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধুকে পাকিস্তানের শত্রু বলেছিলেন কে?
  1. জেনারেল নিয়াজী
  2. জেনারেল টিক্কা খান
  3. জেনারেল ইয়াহিয়া খান
  4. জেনারেল হামিদ খান
উত্তর: গ) জেনারেল ইয়াহিয়া খান
Q79 মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম খেতাব দেওয়া হয়?
  1. ৪২ জন
  2. ৫৮ জন
  3. ৬৮ জন
  4. ৬২ জন
উত্তর: গ) ৬৮ জন
ব্যাখ্যা: শ্রেণীবিন্যাস—বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক।

নোটস ও রেফারেন্স

কিছু পরিসংখ্যান তথ্যসূত্রভেদে সামান্য ভিন্ন দেখা যেতে পারে (বিশেষত সুন্দরবনের আয়তন সংক্রান্ত)। পরীক্ষায় উত্তর দেওয়ার সময় প্রশ্নপত্রে প্রদত্ত অপশনের সাথে মিলিয়ে সঠিকটি বেছে নিন।

© ২০২৫ jobkey360. • সর্বস্বত্ব সংরক্ষিত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url