২০তম বিসিএস প্রিলিমিনারি – সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, উত্তরপত্র ও বিস্তারিত বিশ্লেষণ
সাধারণজ্ঞান (বাংলাদেশ প্রসঙ্গ)
MCQ প্রশ্নোত্তর, সঠিক উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যা — পরীক্ষার হলে দ্রুত রিভিশনের জন্য সাজানো।
Q61 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে?
উত্তর: খ) ডিসেম্বর ১৬, ১৯৭২
ব্যাখ্যা: সংবিধান ১২ অক্টোবর ১৯৭২ গণপরিষদে উত্থাপিত হয়, ৪ নভেম্বর ১৯৭২ গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ কার্যকর হয়।
Q62 বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
উত্তর: ঘ) দ্বাদশ
ব্যাখ্যা: দ্বাদশ সংশোধনী ৬ আগস্ট ১৯৯১ গৃহীত হয় এবং ১৮ সেপ্টেম্বর ১৯৯১ রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে।
Q63 বাংলাদেশে জেলার সংখ্যা কত?
উত্তর: গ) ৬৪টি
ব্যাখ্যা: বাংলাদেশ ৬৪টি জেলায় ও ৪৯৫টি উপজেলায় বিভক্ত। প্রথম জেলা চট্টগ্রাম (১৬৬৬); সর্বশেষ ফেনী (৭ নভেম্বর ১৯৮৪)। আয়তনে বৃহত্তম রাঙামাটি, ক্ষুদ্রতম নারায়ণগঞ্জ।
Q64 বাংলায় ফরায়েজী আন্দোলনের সূচনাকারী কে?
উত্তর: গ) হাজী শরীয়ত উল্লাহ
ব্যাখ্যা: তাঁর মৃত্যুর পর নেতৃত্ব দেন পুত্র দুদু মিয়া; এলাকা—ফরিদপুর (বর্তমান মাদারীপুর)।
Q65 বাংলার প্রাচীনতম জায়গা/জনপদ কোনটি?
উত্তর: গ) পুণ্ড্র
ব্যাখ্যা: বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুরের অংশজুড়ে পুণ্ড্র জনপদ গড়ে ওঠে।
Q66 মুজিবনগর কোথায় অবস্থিত?
উত্তর: খ) মেহেরপুর
ব্যাখ্যা: পূর্বনাম বৈদ্যনাথতলা (ভবেরপাড়া)। ১৭ এপ্রিল ১৯৭১ গঠিত অস্থায়ী সরকারের স্মৃতিতে মুজিবনগর স্মৃতিসৌধ নির্মিত।
Q67 ১৬ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি বাহিনী ঢাকায় কোথায় আত্মসমর্পণ করে?
উত্তর: গ) তৎকালীন রেসকোর্স ময়দান
ব্যাখ্যা: বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান। বিস্তারিতের জন্য নোটস দেখুন।
Q68 ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
উত্তর: খ) ১৮ বৎসর
Q69 জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত?
উত্তর: ৫০টি (সংরক্ষিত)
ব্যাখ্যা: সংসদে মোট সদস্য ৩৫০—এর মধ্যে ৩০০ জন সাধারণ আসন (সরাসরি ভোট), ৫০টি নারী সংরক্ষিত আসন।
Q70 বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: খ) ৪.৮ কি.মি.
Q71 বাংলাদেশের প্রথম 'ইপিজেড' কোথায় স্থাপিত হয়?
উত্তর: খ) চট্টগ্রাম
ব্যাখ্যা: প্রথম ইপিজেড—চট্টগ্রাম (১৯৮৩); পরবর্তী: ঢাকা/সাভার (১৯৮৭), মংলা (১৯৯৮), ঈশ্বরদী (১৯৯৮), উত্তরা, কুমিল্লা, আদমজী, কর্ণফুলী।
Q72 ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে খ্যাতি অর্জন করেন কে?
উত্তর: খ) জয়নুল আবেদীন
ব্যাখ্যা: তাঁর দুর্ভিক্ষ-সিরিজ বিখ্যাত; চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।
Q73 পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
উত্তর: খ) ডিসেম্বর ২, ১৯৯৭
ব্যাখ্যা: সরকারের পক্ষে চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ ও জনসংহতি সমিতির পক্ষে সন্তু লারমা স্বাক্ষর করেন।
Q74 মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ কয়টি সামরিক সেক্টরে বিভক্ত ছিল?
উত্তর: খ) ১১টি
Q75 বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
উত্তর: ক) ২৪০০ বর্গমাইল
ব্যাখ্যা: সমগ্র সুন্দরবন ~১০,০০০ বর্গকিমি; বাংলাদেশ অংশ ~৬,৫১৭ বর্গকিমি (তথ্যসূত্রভেদে ৫৫৭৫–৫৭৪৭ বর্গকিমি উল্লেখ থাকে)।
Q76 বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ পায়?
উত্তর: ক) ১৯৭২
ব্যাখ্যা: ১৮ এপ্রিল ১৯৭২—বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য হয়।
Q77 নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত?
উত্তর: খ) ট্রপিক অব ক্যানসার (কর্কটক্রান্তি রেখা)
Q78 মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধুকে পাকিস্তানের শত্রু বলেছিলেন কে?
উত্তর: গ) জেনারেল ইয়াহিয়া খান
Q79 মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম খেতাব দেওয়া হয়?
উত্তর: গ) ৬৮ জন
ব্যাখ্যা: শ্রেণীবিন্যাস—বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক।
নোটস ও রেফারেন্স
কিছু পরিসংখ্যান তথ্যসূত্রভেদে সামান্য ভিন্ন দেখা যেতে পারে (বিশেষত সুন্দরবনের আয়তন সংক্রান্ত)। পরীক্ষায় উত্তর দেওয়ার সময় প্রশ্নপত্রে প্রদত্ত অপশনের সাথে মিলিয়ে সঠিকটি বেছে নিন।