BCS 17th Preliminary Test: সাধারণ ও দৈনন্দিন বিজ্ঞান সমাধান
১৭তম বিসিএস প্রিলিমিনারি: সাধারণ/দৈনন্দিন বিজ্ঞান (নির্বাচিত প্রশ্ন)
সহজে পড়া ও মুখস্থের জন্য সাজানো প্রশ্ন–উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যা
পোলিও টিকা আবিষ্কারক জোনাস স্যাক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান। শহরটার নাম—
- ক) La Martini
- খ) La Zola
- গ) San Antonio
- ঘ) San Hose
উত্তর: খ) La Zola
ব্যাখ্যা দেখুন
যুক্তরাষ্ট্রের অধিবাসী জোনাস স্যাক ১৯৫৪ সালে পোলিও টিকা আবিষ্কার করেন।
বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রূণ বদল করা হয়—
- ক) ৫ মে, ১৯৯৪
- খ) ৬ এপ্রিল, ১৯৯৪
- গ) ৫ মে, ১৯৯৫
- ঘ) ৭ মে, ১৯৯৫
উত্তর: গ) ৫ মে, ১৯৯৫
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম—
- ক) রাজ কাঁকড়া
- খ) গণ্ডার
- গ) পিপীলিকাভুক ম্যানিস
- ঘ) ৱো লোরিস
উত্তর: ক) রাজ কাঁকড়া
ব্যাখ্যা দেখুন
রাজ কাঁকড়া, প্লাটিপাস ও ক্যাঙারু—এমন একধরণের জীব, প্রাগৈতিহাসিককাল থেকে যার আকৃতিগত পরিবর্তন ঘটেনি; অতীতের রূপেই রয়ে গেছে বলে একে “জীবন্ত জীবাশ্ম” বলা হয়।
‘ল্যাপটপ’ হল এক ধরনের—
- ক) পর্বতারোহণ সামগ্রী
- খ) ছোট কুকুর
- গ) বাদ্যযন্ত্র
- ঘ) ছোট কম্পিউটার
উত্তর: ঘ) ছোট কম্পিউটার
সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেখতে নিচের বোতামে ক্লিক করুন—
সম্পূর্ণ প্রশ্নের সমাধান—এখানে ক্লিক করুন