১৮তম বিসিএস প্রিলিমিনারি গণিত | প্রশ্ন, উত্তর

Math MCQ (৪৬-৬০)

গণিত এমসিকিউ (প্রশ্ন ৪৬ - ৬০)

৪৬. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?

উত্তর: খ) ১৮

৪৭. পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?

উত্তর: ঘ) ৫৮৫

৪৮. কোন ভগ্নাংশটি ২৩ থেকে বড়?

উত্তর: খ) ৮/১১

৪৯. ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?

উত্তর: ঘ) ২২

৫০. ৬, ৮, ১০ এদের গাণিতিক গড় ৭, কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

উত্তর: খ) ৮

৫১. যদি x + 5y = 16 এবং x = -3y হয় তবে y এর মান কত?

উত্তর: গ) ৮

৫২. 'ক' ও 'খ' দুটি সংখ্যা। 'ক' এর ১২ এবং 'খ' এর ১৩ যোগ করলে ৪৫ হয়। 'খ' এর ১২ এবং 'ক' ১৫ এর যোগ করলে ৪০ হয়। 'ক' ও 'খ' এর মান কত?

উত্তর: ক) ক = ৫০, খ = ৬০

৫৩. তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪, ৫, ৬ ঘন্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে?

উত্তর: খ) ৯/২০

৫৪. একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন অংশগ্রহণ করেনি। মোট পরীক্ষার্থী কত?

উত্তর: ক) ৬০

৫৫. ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে। একটি ২০% লাভে, অন্যটি ২০% লোকসানে। মোট লাভ/লোকসান কত?

উত্তর: গ) ৩০০ টাকা

৫৬. দুটি পাইপ যথাক্রমে ৫ ঘন্টা ও ৩ ঘন্টায় ট্যাংক ভর্তি করতে পারে। একসাথে ২/৩ অংশ ভর্তি করতে সময় কত?

উত্তর: গ) ৫/৪ ঘন্টা

৫৭. ঢাকা-টাঙ্গাইল দূরত্ব ৪৫ মাইল। করিম ৩ মাইল/ঘন্টা, রহিম ৪ মাইল/ঘন্টা বেগে হাঁটে। করিম এক ঘন্টা আগে রওনা হলে রহিম কত মাইল হাঁটার পর দেখা হবে?

উত্তর: ক) ২৪

৫৮. ৫৬ ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে সমান ক্ষেত্রফলের বর্গক্ষেত্র করলে, বাহুর দৈর্ঘ্য কত?

উত্তর: গ) ৪৯.৬ ফুট

৫৯. একটি বাড়ি ৪০ ফুট উঁচু। দেয়াল থেকে ৯ ফুট দূরে মই রেখে ছাদে ঠেকানো হলে মইয়ের দৈর্ঘ্য কত?

উত্তর: খ) ৪১ ফুট

৬০. ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

উত্তর: গ) ৫০৫০
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url