Top GK Questions for Govt Job Exam 2025 | বাংলাদেশ অর্থনীতি ও আন্তর্জাতিক বিষয়াবলি
Engineering Job Preparation 2025 | Current Affairs & High CPM GK
সর্বশেষ সাধারণ জ্ঞান ও বাংলাদেশ বিষয়াবলি
📘 গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (GK for Job Preparation 2025)
- ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?
উত্তর: ২০.১৭ বিলিয়ন মার্কিন ডলার - ২০২৩–২০২৪ অর্থবছরে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে কোন দেশ?
উত্তর: যুক্তরাজ্য (United Kingdom) - যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির নাম কী?
উত্তর: টাক মাথার ঈগল (Bald Eagle) - গত ২৩ বছরে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় রেকর্ড হয়েছে?
উত্তর: চুয়াডাঙ্গা (৪৩° সেলসিয়াস, ২৫ এপ্রিল ২০২৪) - বাংলাদেশে মাথাপিছু আবাদি জমির পরিমাণ কত?
উত্তর: ০.২৫ হেক্টর - বাংলাদেশে এ পর্যন্ত কতবার গণভবন অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: ৩ বার (১৯৭৭, ১৯৮৫, ১৯৯১) - সৌদি আরবের রিয়াদে নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কী?
উত্তর: মুকাব টাওয়ার (Mukab Tower) - বিটকয়েনের উদ্ভাবক কে?
উত্তর: সাতোশি নাকামোতো (Satoshi Nakamoto) - D-8-এর সর্বশেষ (৯ম) সদস্য দেশ কোনটি?
উত্তর: আজারবাইজান (Azerbaijan) - ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে কোন বিদেশি রাষ্ট্রপ্রধান শ্রদ্ধা নিবেদন করেন?
উত্তর: পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা - ড. মুহাম্মদ ইউনূসকে ‘The Revolutionary Economist’ উপাধি দিয়েছে কে?
উত্তর: Nature Magazine - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর: ১.৩৩% - গণতন্ত্র সূচক ২০২৪-এ বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৭৫তম (শীর্ষে নরওয়ে) - বাংলাদেশের একমাত্র সমুদ্র উপকূলবর্তী নদীবন্দর কোনটি?
উত্তর: সন্দ্বীপ, কক্সবাজার (৫৪তম নদীবন্দর)
🎯 উপসংহার
যারা উপসহকারী প্রকৌশলী পদে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই প্রশ্নোত্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সাধারণ জ্ঞানগুলো মুখস্থ করুন, কারণ High Value Current Affairs 2024–2025 থেকে এমন প্রশ্নই পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি।
