বিসিএস ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রস্তুতি নেবেন যেভাবে
বিসিএস ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রস্তুতি নেবেন যেভাবে
২০০ নম্বরের মধ্যে ইংরেজি ভাষা ও সাহিত্যের থেকে ৩৫টি প্রশ্ন আসবে। বাংলা সাহিত্য থেকে ১৫টি ও ইংরেজি ভাষা থেকে 20 টি।
ইংরেজি ভাষা
এইচএসসি / উচ্চমাধ্যমিক পর্যন্ত ইংরেজি ভাষা ও ব্যাকরণ নিয়ে যা কিছু পড়েছেন, সেসব থেকেই বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় প্রশ্ন করা হয়। তাই মোটামুটি ভালো প্রস্তুতি থাকলে এই অংশে খুব ভালো নম্বর ওঠানো সম্ভব । এই অংশের ভালো প্রস্তুতির জন্য নবম–দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই পড়ুন ।
গুরুত্বপূর্ণ অধ্যায়
Parts of speech, The Verb, Idioms & Phrases, Clauses, Corrections, Sentences & Transformations, Words এবং Composition। এগুলো থেকে প্রায় প্রতি বিসিএসেই প্রশ্ন আসে ।বিগত ৪০ থেকে ৪৪ বিসিএসসে Noun, Adjective, Preposition, Verb, Spelling, Voice, Synonym-Antonym, Phrase, Number থেকে ইংরেজি ভাষা (ব্যাকরণ) প্রশ্ন এসেছে।
ইংরেজি সাহিত্য
Names of writers of literary pieces from Elizabethan period to the 21st Century এবং Quotations from drama/poetry of different ages বিষয়ে থেকে প্রায় প্রতি বিসিএসেই প্রশ্ন আসে।
William Wordsworth, William Shakespeare, , John Milton, John Keats, S. T. Coleridge, W. S. Maugham, Charles Dickens, Robert Browning, Ernest Hemingway, Jonathan Swift, P. B. Shelley, Edmund Spencer, O’ Henry, Bertrand Russell, Jane Austen, H. G. Wells, G. B. Shaw, Alfred Tennyson, William Blake, W. B. Yeats, T. S. Eliot, E. M. Foster এবং Sir Walter Scott। এই কয়েকজন গুরুত্বপূর্ণ সাহিত্যিকের সাহিত্য নিয়ে ভালভাবে পড়লেকরলেবিসিএসে পরীক্ষায় কমন কত গুল প্রশ্ন পাওয়া যেতে পারে।
FAQ
১) ইংরেজি ভাষায় ভালো করার উপায় ?উত্তরঃ ইংরেজি ভোকাবুলারির চর্চা করতে হবে এবং অল্প অল্প করে প্রতিদিনই কিছু না কিছু শিখলে নতুন শব্দের ভাণ্ডার সমৃদ্ধ হবে।
২) ভোকাবুলারি মনে রাখার উপায় ?
উত্তরঃভোকাবুলারি পড়রার সময় শুধু শব্দটি না শিখে সেটিকে কীভাবে কোন বাক্যে ব্যবহার করা যায় সেই চেষ্টাও করতে হবে। এতে করে শব্দটি মনে রাখা সহজ হবে।
৩) কোন বিষয় ভাল করে পড়তে হবে ?
উত্তরঃ Noun, Adjective, Verb, preposition, Number, Voice, Spelling, Phrase, Synonym-antonym থেকে প্রায় প্রতি প্রিলিতেই অন্তত ১ থেকে ৩টি প্রশ্ন আসে। তাই এ সব বিষয় ভাল করে পড়তে হবে।