বিসিএস বাংলাদেশ বিষয়ে প্রস্তুতি
বিসিএস বাংলাদেশ বিষয়ে প্রস্তুতি
বাংলাদেশের বিভিন্ন বিষয়ের উপর মোট ৩০টি প্রশ্ন করা হয় থাকে। বাংলাদেশের জাতীয় বিষয়বলির জন্য থাকে ০৬ নম্বর এবং বাংলাদেশের কৃষিজ সম্পদ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা বিষয়ের প্রতিটি প্রশ্নের জন্য ০৩ নম্বর করে থাকে। এছাড়া সাম্প্রতিক বিষয়বালি যেমন, বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, খেলাধুলা, চলচ্চিত্র ও গণমাধ্যম সংক্রান্ত বিষয়সমূহ মিলিয়ে ০৩টি প্রশ্ন আসে।
বাংলাদেশ বিষয়ে ভালো করার কয়েকটি উপায়।
১। বাংলাদেশের প্রতিটা বিষয় ভালো করে পড়তে হবে।
২। জব সল্যুশন বা বিগত বছরের প্রশ্নসমূহ সমাধান করা খুবই জরুরি। বাংলাদেশ বিষয়ের ৩০টা প্রশ্নের মধ্য থেকে অধিকাংশ সময় অন্তত ২০-২২টা প্রশ্ন বিগত বছরের টপিকসমূহ থেকে করা হয়।
৩। সংবিধান ও অর্থনীতি বিষয়সিমূহ থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। তাই এই বিষয়সমূহে বেশি মনোযোগ দিতে হবে।
৪। বাংলাদেশের কৃষি ও অর্থনীতি বিষয়ে সাধারণত সম-সাময়িক বিষয়ে প্রশ্ন আসে। তাই সাম্প্রতিক তথ্যের উপর বেশি গুরুত্ব দিতে হবে।
৫। উপজাতি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন আসে। তাই উপজাতি দের বসবাস, উৎসব, সংস্কৃতি ও ঐতিহ্য সমূহ মনোযোগ দিয়ে পড়তে হবে।
৬। প্রিলিমিনারিই নয় বরং লিখিত ও ভাইবার জন্যও খুবই গুরুত্বপূর্ণ হল বাংলাদেশের সংবিধান । তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান আছে সেখান থেকেই পড়তে পারলো ভালো ।
৭। বাংলাদেশের সরকার ব্যবস্থা অংশ থেকে আইন, শাসন ও বিচার বিভাগ সম্পর্কে ভালো ভাবে জানতে হবে।
৮। বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা, তাদের প্রতিষ্ঠাতা ও স্থপতি দের সম্পর্ককে জানতে হবে। কারণ প্রতি প্রিলিতেই এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন আসে।
৯। সাম্প্রতিক তথ্যের বিষয়ে আপডেট থাকতে হবে এবং বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর বুঝে শুনে করতে হবে।
১২। পড়াশোনার জন্য বাংলাদেশের একটি ভালো মানের ম্যাপ ব্যবহার করতে হবে।
কিছু FAQ
১। প্রতি প্রিলিতে বাংলাদেশ সম্পর্কিত কোন বিষয় থেকে প্রশ্ন আসে ?
উত্তরঃ সংবিধান ও অর্থনীতি।
২। প্রিলি ব্যাতিত লিখিত ও ভাইবার জন্য বাংলাদেশ সম্পর্কিত কোন বিষয় খুব গুরুত্বপূর্ণ ?
উত্তরঃ সংবিধান।