সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সোহরাওয়ার্দী উদ্যান: সোহরাওয়ার্দী উদ্যান পূর্বে রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। এখানে ঢাকায় অবস্থিত ব্রিটিশ সৈন্যদের জন্য সামরিক ক্লাব প্রতিষ্ঠিত ছিল। এটি রমনা রেস কোর্স এবং রমনা জিমখানা হিসাবেও পরিচিত ছিল। ব্রিটিশ আমলে প্রতি রবিবার বৈধ ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হত। দেশ স্বাধীনের পর রেসকোর্স নাম পরিবর্তন করে রাখা হয় সোহরাওয়ার্দী উদ্যান।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ এখানেই প্রদান করেন। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বার পাকিস্তান সেনাবাহিনী এই উদ্যানেই আত্মসমর্পণ করে মিত্র বাহিনীর কাছে। এই ময়দানের আয়তন ৬৮ একর।১৯৯৯ সালে এখানে ‘শিখা চিরন্তন’ স্থাপন করা হয়েছে এবং তার পাশেই গড়ে তোলা হয় স্বাধীনতা। এছাড়াও রয়েছে জনতার দেয়াল নামে ২৭৩ ফুট দীর্ঘ একটি দেয়ালচিত্র। এটি ইতিহাসভিত্তিক টেরাকোটার পৃথিবীর দীর্ঘতম ম্যুরাল।
Create by AI image generator.প্রশ্ন ও উত্তর
উত্তর: রেসকোর্স ময়দানে।
প্রশ্ন: সোহরাওয়ার্দী উদ্যান পূর্ব নাম কী?
উত্তর : রমনা রেসকোর্স ময়দান ।
প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ কোথায় প্রদান করেন?
উত্তর : রেসকোর্স ময়দান বা সোহরাওয়ার্দী উদ্যান ।
প্রশ্ন: ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বার পাকিস্তান সেনাবাহিনী কোথায় আত্মসমর্পণ করেন?
উত্তর: পাকিস্তান সেনাবাহিনী সোহরাওয়ার্দী উদ্যাননে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
প্রশ্ন : সোহরাওয়ার্দী উদ্যাননের আয়তন কত?
উত্তর: ৬৮ একর।
প্রশ্ন: 'শিখা চিরন্তন’ কত সালে স্থাপন করা হয়?
উত্তর : ১৯৯৯ সালে।
প্রশ্ন: জনতার দেয়াল নামে দেয়ালচিত্রটি দৈর্ঘ কত ফুট?
উত্তর: ২৭৩ ফুট দীর্ঘ।
প্রশ্ন : ইতিহাসভিত্তিক টেরাকোটার পৃথিবীর দীর্ঘতম ম্যুরাল কোনটি?
উত্তর : জনতার দেয়াল ।
জীবন তরী: জাহাজের ওপর প্রতিষ্ঠিত একটি দাতব্য হাসপাতাল। ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ (IFB) নামের একটি বেসরকারি সংস্থা হাসপাতালটি চালু করে। সংস্থাটি ১৯৯৩ সালের ২৫ জুলাই ট্রাস্ট হিসেবে নিবন্ধিত হয়েছে। ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ ১৯৯৯ সালের এপ্রিল মাসে ‘জীবন তরী’ নামে পরিচিত বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের একটি ভাসমান হাসপাতাল চালু করে। দেশের প্রধান প্রধান নদীর ধারের মানুষ, যারা শহর বা নগরে খুব কমই যেতে পারে, তাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছে। হাসপাতালটিতে অপারেশন-পরবর্তী রোগীদের জন্য একটি কক্ষ, শীতাতপ নিয়ন্ত্রিত একটি অপারেশন থিয়েটার, রোগীদের জন্য ১২টি পৃথক শয্যা, এক্স-রে এবং প্যাথলজিক্যাল ল্যাবরেটরি, বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য আলাদা কক্ষ এবং বহির্বিভাগীয় রোগীদের জন্য অপেক্ষা করার একটি কক্ষ রয়েছে।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ‘জীবন তরী’ কী?উত্তর: একটি ভাসমান হাসপাতাল।
প্রশ্ন: 'জীবন তরী' হাসপাতালটি কবে চালু হয়?
উত্তর : ১৯৯৯ সালের এপ্রিল মাসে।
প্রশ্ন: 'জীবন তরী' হাসপাতালটি চালু করে কোন সংস্থা?
উত্তর: ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ (IFB) নামের একটি বেসরকারি সংস্থা।
প্রশ্ন: ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ কত সালে ট্রাস্ট হিসেবে নিবন্ধিত হয়?
উত্তর : ১৯৯৩ সালের ২৫ জুলাই।
নজরুল মঞ্চ: নজরুল মঞ্চ বাংলা একাডেমিতে অবস্থিত। অমর একুশে বইমেলায় নজরুল মঞ্চে উপস্থিত হন দেশের খ্যাতনামা লেখক, গবেষক, কবি ও সাহিত্যিক। ২০০৩ সালের ২৫ জুন নজরুল মঞ্চ উদ্বোধন ও নজরুল ভাস্কর্য উন্মোচন করা হয়। নজরুলের ভাস্কর্যটি তৈরি করেছেন শিল্পী হামিদুজ্জামান।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?উত্তর: বাংলা একাডেমী প্রাঙ্গণে।
প্রশ্ন: কত সালে নজরুল মঞ্চ উদ্বোধন করা হয়?
উত্তর: ২০০৩ সালের ২৫ জুন।
প্রশ্ন : নজরুল মঞ্চের নজরুল ভাস্কর্যটি কে তৈরি করেছেন?
উত্তর: শিল্পী হামিদুজ্জামান।