বিসিএস প্রস্তুতি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন গাইডলাইন

 

বিসিএস প্রস্তুতি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন গাইডলাইন 



বিসিএস প্রিলিমিনারী সিলেবাস অনুযায়ী  “নৈতিকতা,মূল্যবোধ ও সুশাসন” এই বিষয়টি থেকে ১০ নম্বরের প্রশ্ন করা হয়। বিসিএস পরীক্ষায় এই বিষয়টিতে কিছু কিছু প্রশ্ন এমন হয় যে সব গুলো অপশনই ঠিক মনে হয়, তাই বিচক্ষণতার সাথে চিন্তা ভাবনা করে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে।

সিলেবাস ও মানবন্টনঃ

  1. Definition of Values and Good Governance (মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সংজ্ঞা)
  2. Relation between Values and Good Governance (মূল্যবোধ শিক্ষার সাথে সুশাসনের সম্পর্ক )
  3. General Perception of Values and Good Governance (মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সাধারণ ধারণা)
  4. Impact of Values and Good Governance in national development (জাতীয় উন্নয়নের লক্ষ্যে মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের প্রভাব)
  5. The benefit of Values and Good Governance and the cost society pays adversely in their absence (মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের উপযোগিতা ও অভাবজনিত প্রভাব।
  6. How the element of Good Governance and Values can be established in society in a given social context (সুশাসন ও মূল্যবোধ শিক্ষার উপাদান)
  7. Importance of Values and Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and national ideals ((মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের গুরুত্ব)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url