বিসিএস ভূগোল ও পরিবেশ - দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি
বিসিএস ভূগোল ও পরিবেশ - দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি বা গণিত এই বিষয়গুলিতে যেমন হাড্ডাহাড্ডি লড়াই হয় ঠিক তেমনি ২/১ টি বিষয় আছে যেগুলোতে একটু পরিশ্রম করলে আপনি ভাল নম্বর তুলতে পারবেন। বিসিএস সিলেবাস অনুযায়ী ভূগোল ও পরিবেশ - দুর্যোগ ব্যবস্থাপনা হতে ১০ নম্বরের প্রশ্ন করা হয়ে থাকে।বিগত বছরের প্রশ্নসমূহ বিশ্লেষণ করে দেখা গেছে যে, বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা থেকে বেশি প্রশ্ন আসে।
ভূগোল ও পরিবেশ - দুর্যোগ ব্যবস্থাপনা সিলেবাস
- বাংলাদেশ ও অঞ্চল ভিত্তিক ভৌগোলিক সীমানা, অবস্থান,আর্থ-সামাজিক ,পারিবেশিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব।
- অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব।
- বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জ সমূহ।
- বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন: আবহাওয়া ও জলবায়ু নিয়ামক সমূহের সেক্টরভিত্তিক (যেমন :অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব।
- প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: দুর্যোগের প্রকৃতি,ধরন ও ব্যবস্থপনা।
টপিক |
৪৫ |
৪৪ |
৪৩ |
৪১ |
৪০ |
৩৮ |
৩৭ |
৩৬ |
৩৫ |
বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান ও সীমানা |
২ |
১ |
২ |
২ |
১ |
২ |
২ |
৩ |
২ |
অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ ও সম্পদ |
১ |
১ |
২ |
১ |
২ |
২ |
|||
বাংলাদেশের পরিবেশঃ প্রকৃতি ও সম্পদ |
১ |
৪ |
৪ |
১ |
৩ |
১ |
১ |
১ |
১ |
বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, আবহাওয়া ও জলবায়ু |
২ |
২ |
১ |
৩ |
২ |
২ |
৩ |
৩ |
১ |
প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা |
৩ |
২ |
৩ |
২ |
৩ |
৩ |
৪ |
৩ |
৪ |
সবশেষে, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়টি থেকে শুধুমাত্র বিসিএস প্রিলিতে প্রশ্ন হয়। তাই প্রিলি প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই বিষয়টি একেবারে বাদ না দিয়ে অন্তত সংক্ষিপ্ত ভাবে প্রস্তুতি নিন। যত পারেন মডেল টেস্ট দিন। এতে আপনি আপনার প্রস্তুতি যাচাই করতে পারবেন এবং পরীক্ষা ভীতি কাটিয়ে উঠতে পারবেন।