বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রস্তুতি
বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রস্তুতি
বিসিএস পরীক্ষায় কম্পিউটার ও আইসিটি থেকে ১৫টি প্রশ্ন থাকে, মান ১৫। এর মধ্যে কম্পিউটার সেকশন থেকে ১০টি এবং তথ্য প্রযুক্তি সেকশন থেকে ০৫টি প্রশ্ন থাকে। নম্বর দেখতে কম হলেও, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১ নম্বরও অনেক ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই বুঝতেই পারছেন, বিসিএস পরীক্ষার জন্য কম্পিউটার ও আইসিটি অংশটি মোটেও হেলাফেলার বিষয় না। কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি শুধু মুখস্থ করার বিষয় নয়। তাই এই অংশে ভালো করতে হলে দরকার সুপরকল্পিত প্রস্তুতি। আইসিটিতে ভালোভাবে প্রস্তুতির জন্য বিগত পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ টপিকগুলো শনাক্ত করা জরুরি। বিশাল সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আলাদা করতে পারলে আপনার প্রস্তুতির পর্ব সহজ হয়ে যাজাব। অপ্রয়োজনীয় প্রশ্ন পড়তে গিয়ে প্রয়োজনীয় প্রশ্ন যেন বাদ না পড়ে , সেদিকে নজর রাখাটাও জরুরি। পরিকল্পনা সঠিক হলে প্রস্তুতিও যথাযথ হবে।
কম্পিউটার ডিভাইস, অপারেটিং সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট, কম্পিউটার নম্বর ব্যবস্থা, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পূর্ণ রূপ।বিগত বিসিএসসমূহে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির এই টপিক গুল থেকে প্রশ্ন এসেছিল।