বিসিএস প্রিলিতে সাধারণ বিজ্ঞান বিভাগ
বিসিএস প্রিলিতে সাধারণ বিজ্ঞান বিভাগ
ü ভৌত বিজ্ঞান
ü জীব বিজ্ঞান
ü আধুনিক বিজ্ঞান
এই তিনটি ভাগের প্রতিটিতে ০৩টি করে মোট ১৫টি প্রশ্ন আসে। তাই,প্রার্থী বিজ্ঞানের হন বা না হন, উভয়ের ক্ষেত্রেই ‘সাধারণ বিজ্ঞান’ বিষয়ে হেলাফেলার সুযোগ নেই। বিষয়টিতে যথাযথ প্রস্তুতি নিলে শুধু বিসিএসের প্রিলিমিনারিই না, লিখিত পরীক্ষায়ও কাজে লাগবে।
ভৌত বিজ্ঞান : পদার্থের অবস্থা, অ্যাটমের গঠন, মৌলিক কণা, কার্বনের বহুমুখী ব্যবহার, অম্ল, ক্ষারক, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ভৌত রাশি এবং এর পরিমাপ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বকত্ব ও তড়িৎ চৌম্বক, তরঙ্গ ও শব্দ, তাপ ও গতিবিদ্যা, আলোর প্রকৃতি, স্থির ও চল তড়িৎ, ইলেকট্রনিকস ও আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, শক্তির রূপান্তর, খনিজ উৎস, আলোক যন্ত্রপাতি, ধাতব পদার্থ এবং তাদের যৌগগুলো, অধাতব পদার্থ, জারণ-বিজারণ, তড়িৎ কোষ, এক্স-রে, অজৈব যৌগ, জৈব যৌগ, তেজস্ক্রিয়তা।
জীববিজ্ঞান : পদার্থের জীববিজ্ঞানবিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিকস, জীববৈচিত্র্য, প্ল্যান্ট ডাইভারসিটি, এনিম্যাল ডাইভারসিটি, প্রাণিজগৎ, সালোকসংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃদরোগ, স্নায়ু ও স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, প্ল্যান্ট নিউট্রিশন, ভিটামিন, মাইক্রোবায়োলজি, পরাগায়ণ।
আধুনিক বিজ্ঞান : পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্ল্যাক হোল, হিগের কণা, বারিমণ্ডল ও সামুদ্রিক জীবন, বায়ুমণ্ডল, টাইড বা জোয়ার-ভাটা, টেকটোনিক প্লেট, সুনামি, সাইক্লোন, বিবর্তন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, রোগজীবাণুর জীবন ধারণ, মা ও শিশুর স্বাস্থ্য, ইমিউনাইজেশন ও ভ্যাকসিনেশন, এইচআইভি ও এইডস, টিবি, পোলিও, এপিকালচার, পিসিকালচার, সেরিকালচার, হর্টিকালচার, ডায়োড, ফোটন কণা, আপেক্ষিক তত্ত্ব, ট্রানজিস্টর, আইসি।
প্রশ্নে কনফিউশন, কী করবেন?
সাধারণ বিজ্ঞানের প্রস্তুতি নেওয়ার সময় অনেক প্রার্থীই কিছু প্রশ্ননিইয়ে কনফিউশনে পড়ে যান।যার ফলে পরীক্ষা খারাপ হয়। তাই প্রস্তুতি নেওয়ার সময়ই কনফিউশনগুলো দূর করে নিতে হবে। কোনো প্রশ্নের উত্তর যদি একেক বইয়ে একেক রকম দেখে কনফিউশন তৈরি হয়, তাহলে একাডেমিক মূল বইয়ে সেই প্রশ্নসংশ্লিষ্ট অধ্যায় বা বিষয়বস্তুটি খুঁজে বের করে ভালোভাবে পড়ুন। একাডেমিক মূল বইয়ে যে তথ্যটি লেখা আছে, সেটাকেই সঠিক হিসেবে ধরে নিতে হবে।