General Knowledge (Bangladesh Context)

 

১৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

 ৬১. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

) ৯টি

) ১০টি

) ১১টি

) ১২টি

উত্তর : ) ১১টি

৬২. নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?

) IJO

) APEC

) SAARC

) ADB

উত্তর : ) IJO

ব্যাখ্যাঃ বর্তমানে এই সংস্থাটি পরিবর্তন হয়ে ২০০২ সালের ২৭ এপ্রিল IJSG নামে প্রতিষ্ঠিত হয়েছে যার সদর দপ্তর ঢাকায়। APEC এর সদর দপ্তর সিঙ্গাপুর; SAARC এর সদর দপ্তর কাঠমুণ্ড, নেপাল; ADB এর সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইন।

৬৩. বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত?

) ,০০০ কি.মি.

) ,২০০ কি.মি.

) ১১,০০০ কি.মি.

) ,৫০০ কি.মি.

উত্তর : ) ,২০০ কি.মি.

৬৪. বাংলাদেশের GDP-তে কৃষিখাতের অবদান কত শতাংশ?

) ৮০

) ৭৫

) ৩২

) ১০

উত্তর :

ব্যাখ্যাঃ ১১তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট- সাধারণজ্ঞান (বাংলাদেশ প্রসঙ্গ) অংশের ৫০ নং প্রশ্ন দেখুন

৬৫. বাংলাদেশ মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?

) নাফ

) নবগঙ্গা

) কর্ণফুলী

) ভাগীরথী

উত্তর : ) নাফ

৬৬. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?

) চট্টগ্রাম

) সিলেট

) ঢাকা

) রাজশাহী

উত্তর : ) সিলেট

ব্যাখ্যাঃ চট্টগ্রামকে ১২ আউলিয়ার দেশ বলা হয়।

৬৭. বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচাইতে বেশি কোন খাতে?

) আবাসিক

) কৃষি

) পরিবহন

) শিল্প

উত্তর : ) কৃষি

৬৮. বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত?

)

) ১০

) ১২

) ১৩

উত্তর :

ব্যাখ্যাঃ বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে সেনাবাহিনী পরিচালিত একটি সরকারি মেডিকেল কলেজে রয়েছে।

৬৯. সেন্টমার্টিন দ্বীপ এর অপর নাম কী?

) নারিকেল জিঞ্জিরা

) সোনাদিয়া

) কুতুবদিয়া

) নিঝুম দ্বীপ

উত্তর : ) নারিকেল জিঞ্জিরা

ব্যাখ্যাঃ বাংলাদেশের সর্ব দক্ষিণের এবং সবচেয়ে ছোট ইউনিয়ন সেন্ট মার্টিন টেকনাফ সমুদ্র উপকূল থেকে ৩৭ কি.মি. দক্ষিণে অবস্থিত। আয়তন প্রায় ১২ বর্গ কি.মি. (সূত্র: পর্যটন কর্পোরেশন)

৭০.২০০০ সাল নাগাদ ঢাকা শহরের জনসংখ্যা দাঁড়াবে-

) ২০ মিলিয়ন

) ১২ মিলিয়ন

) ১০ মিলিয়ন

) ২৩ মিলিয়ন

উত্তর : ১০ মিলিয়ন

৭১. বাংলাদেশ জাতীয় সংসদে নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত?

) ৩০

) ৩২

) ৩৫

) ৪০

ব্যাখ্যাঃ বর্তমানে ৫০টি]

৭২. বাংলাদেশের মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস এর অংশ কত?

) ৭৫%

) ৫৬%

) ৩৫%

) ৬০%

উত্তর :

ব্যাখ্যাঃ ২০২১-২২ অর্থবছরে শুধুমাত্র তৈরি পোশাক শিল্প থেকে রপ্তানির পরিমাণ ৪২.৬১৩ বিলিয়ন ডলার যা বাংলাদেশের মোট রপ্তানির ৮১.৮১ ভাগ।

৭৩. হিমছড়ি কোন্ শহরের নিকট অবস্থিত ?

) চট্টগ্রাম

) খুলনা

) কক্সবাজার

) রাজশাহী

উত্তর : ) কক্সবাজার

৭৪. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গভর্ণর ছিলেন-

) ব্যামফিল্ড ফুলার

) লর্ড মিন্টো

) লর্ড কার্জন

) ওয়ারেন হেস্টিংস

উত্তর : ) লর্ড কার্জন

৭৫.কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন ?

) নবাব সিরাজউদ্দৌলা

) নবাব মুর্শিদকুলি খাঁ

) সুবাদার ইসলাম খান

) নবাব শায়েস্তা খান

উত্তর : ) নবাব মুর্শিদকুলি খাঁ

৭৬. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?

) দিনাজপুর

) পঞ্চগড়

) জয়পুরহাট

) লালমনিরহাট

উত্তর : ) পঞ্চগড়

৭৭. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?

) তিতুমীর

) সৈয়দ আহমদ বেরেলভি

) দুদু মিয়া

) হাজী শরীয়তউল্লাহ

উত্তর : ) হাজী শরীয়তউল্লাহ

৭৮. গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্ত র্ভুক্ত?

) 8

) ১৪

)

) ৩৩

উত্তর : ) ৩৩

৭৯. বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?

) এক

) দুই

) তিন

) চার

উত্তর : ) চার

ব্যাখ্যাঃ রাঙ্গামাটির বেতবুনিয়ায় ১৯৭৫ সালে প্রথম এবং পরে গাজীপুরের তালিবাবাদ, মহাখালী এবং সিলেটে আরও তিনটি ভূ- উপগ্রহ কেন্দ্র অবস্থিত হয়।

৮০. গ্রীনিচ মান সময়াপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে?

) ঘন্টা

) সাড়ে ঘন্টা

) সাড়ে ঘন্টা

) ঘন্টা

উত্তর : ) ঘন্টা

সম্পূর্ণ প্রশ্নের সমাধান এর জন্য এখানে ক্লিক করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url