16th BCS Preliminary Test - General / Daily Science
১৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট - সাধারণ/ দৈনন্দিন বিজ্ঞান
৫১. পীট
কয়লার বৈশিষ্ট্য
হইল—
ক) মাটির
অনেক গভীরে
থাকে |
খ) ভিজা
ও নরম |
গ) পাহাড়ী
এলাকায় পাওয়া
যায় |
ঘ) দহন
ক্ষমতা সাধারণ
কয়লার তুলনায়
অধিক |
উত্তর: খ)
ভিজা ও
নরম
ব্যাখ্যাঃ অন্যান্য বৈশিষ্ট্য কার্বন ও কার্বনজাত যৌগ এবং খনিতে পাওয়া যায়।
৫২. আবহাওয়ায়
৯০% আর্দ্রতা
মানে কি?
ক) বৃষ্টিপাতের
সম্ভাবনা ৯০% |
খ) ১০০
ভাগ বাতাসে
৯০ ভাগ
জলীয় বাষ্প |
গ) বাতাসে
জলীয় বাষ্পের
পরিমাণ সম্পৃক্ত
অবস্থায় ৯০% |
ঘ) বাতাসে
জলীয় বাষ্পের
পরিমাণ বৃষ্টিপাতের
সময়ের ৯০% |
উত্তর: গ)
বাতাসে জলীয়
বাষ্পের পরিমাণ
সম্পৃক্ত অবস্থায়
৯০%
৫৩. ডিজিটাল
টেলিফোনের প্রধান
বৈশিষ্ট্য-
ক) ডিজিটাল
সিগন্যালে বার্তা
প্রেরণ |
খ) বোতাম
টিপিয়া ডায়াল
করা |
গ) অপটিক্যাল
ফাইবারের ব্যবহার
|
ঘ) নতুন
ধরনের মাইক্রোফোন |
উত্তর: ক)
ডিজিটাল সিগন্যালে
বার্তা প্রেরণ
৫৪. পানির
জীব হইয়াও
বাতাসে নিঃশ্বাস
নেয়?
ক) পটকা
মাছ |
খ) হাঙ্গর |
গ) শুশুক |
ঘ) জেলী
ফিস |
উত্তর: গ)
শুশুক
ব্যাখ্যাঃ শুশুক
পানি হতে
লাফিয়ে উঠে
বাতাস থেকে
শ্বাস গ্রহণ
করে। পটকা
মাছ, হাঙ্গর
ও জেলী
ফিসের ফুলকা
থাকায় পানি
হতে শ্বাসকার্য
চালায় ।
৫৫. রঙিন
টেলিভিশন হইতে
ক্ষতিকর কোন
রশ্মি বাহির
হয়?
ক) মৃদু
রঞ্জন রশ্মি |
খ) গামা
রশ্মি |
গ) বিটা
রশ্মি |
ঘ) কসমিক
রশ্মি |
উত্তর: খ)
গামা রশ্মি
৫৬. নাড়ীর
স্পন্দন প্রবাহিত
হয়-
ক) ধমনীর
ভেতর দিয়া |
খ) শিরার
ভেতর দিয়া |
গ) রায়ুর
ভেতর দিয়া |
ঘ) ল্যাকটিয়ালের
ভেতর দিয়া |
উত্তর: ক)
ধমনীর ভেতর
দিয়া
ব্যাখ্যাঃ ধমনী
হলো যে
সকল রক্তবাহী
নালী হৃৎপিণ্ড
থেকে উৎপন্ন
হয়ে দেহের
বিভিন্ন অংশে
রক্ত সরবরাহ
করে। ধমনীর
ভিতর দিয়ে
অক্সিজেনসমৃদ্ধ রক্ত
দ্রুতগতিতে দেহের
বিভিন্ন অংশে
প্রবাহিত হয়
বলে এতে
নাড়ীর স্পন্দন
হয়।
৫৭. চাঁদে
কোন শব্দ
করিলে তাহা
শোনা যাইবে
না কেন?
ক) চাঁদে
কোন জীবন
নাই তাই |
খ) চাঁদে
কোন পানি
নাই তাই |
গ) চাঁদে
বায়ুমণ্ডল নাই
তাই |
ঘ) চাঁদের
মাধ্যাকর্ষণজনিত ত্বরণ
পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা
কম তাই |
উত্তর: গ)
চাঁদে বায়ুমণ্ডল
নাই তাই
ব্যাখ্যাঃ শব্দ
জড় মাধ্যমের
ভেতর দিয়ে
বঙ্গ আকারে
চলাচল করে।
চাদে বায়ুমণ্ডল
বা মাধ্যম
না থাকায়
শব্দ সৃষ্টি
করলেও তরঙ্গাকারে
চলতে পারে
না বলে
তা শোনা
যায় না।
৫৮. আধুনিক
মুদ্রণ ব্যবস্থায়
ধাতু নির্মিত
অক্ষরের প্রয়োজন
ফুরাইবার বড়
কারণ-
ক) কমপিউটার |
খ) অফসেট
পদ্ধতি |
গ) ফটো
লিথোগ্রাফী |
ঘ) প্রসেস
ক্যামেরা |
উত্তর: গ)
ফটো লিথোগ্রাফী
৫৯. উপকূলে
কোন একটি
স্থানে পরপর
দুটি জোয়ারের
মধ্যে ব্যবধান
হল-
ক) প্রায়
৬ ঘন্টা |
খ) প্রায়
১২ ঘন্টা |
গ) প্রায়
২৪ ঘন্টা |
ঘ) চাঁদের
তিথি অনুসারে
ভিন্ন |
উত্তর: খ)
প্রায় ১২
ঘন্টা
ব্যাখ্যাঃ জোয়ারের
সময়সীমা প্রায়
৬ ঘন্টা
ও ভাটার
সময়সীমা প্রায়
৬ ঘন্টা
স্থায়ী হয়
বলে প্রথম
জোয়ার থেকে
পরবর্তী জোয়ারের
ব্যবধান হবে
প্রায় ১২
ঘন্টা ।