১ ৭ তম বিসিএস প্রিলিমিনারি বাংলার সমাধান

 ১৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট - বাংলা

. পর্তুগিজ ভাষা থেকে নিবোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে-----

) টেবিল

) চেয়ার

) বালতি

) শরবত

উত্তর : ) বালতি

ব্যাখ্যাঃ টেবিল চেয়ার ইংরেজি এবং শরবত আরবি ভাষা থেকে আত্তীকরণ করা হয়েছে।

পর্তুগিজ শব্দ: ব্যাখ্যাঃ এখানে ক্লিক করুন। ১০ তম

গির্জার পাদ্রি আলমারি চাবি দিয়ে গুদাম থেকে আনারস, পেয়ারা, পাউরুটি, আলপিন, আলকাতরা বালতি বের করলেন। কেরানি কামরার জানালা দিয়ে তা দেখলেন। নিচে দাগ দেওয়া শব্দ গুলোর সবই পর্তুগিজ ভাষা থেকে এসছে।

. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' এর আবিষ্কারক-

) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

) ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

) ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী

) ডক্টর সুকুমার সেন

উত্তর : ) ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী

ব্যাখ্যাঃ হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালেররয়াল লাইব্রেরি' থেকে চর্যাপদ গ্রন্থটি সংগ্রহ করেন। সংগ্রহের সময় গ্রন্থটির মূল নাম ছিলচর্যাশ্চর্যবিনিশ্চয়' তাঁর সম্পাদনায় ১৯১৬ সালে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকেহাজার বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান দোহা' নামে প্রকাশিত হয়। চর্যাপদের ভাষাবাংলা প্রথম প্রতিপন্ন করেন . সুনীতিকুমার।

. ‘তত্ত্ববোধিনীপত্রিকা প্রথম প্রকাশিত হয়-

) ১৮৪১ সালে

) ১৮৪২ সালে

) ১৮৫০ সালে

) ১৮৪৩ সালে

উত্তর : ) ১৮৪৩ সালে

ব্যাখ্যাঃতত্ত্ববোধিনী' পত্রিকার প্রতিষ্ঠাতা মহর্ষি দেবেন্দ ঠাকুর এবং সম্পাদক অক্ষয় কুমার দত্ত। এই পত্রিকাটি ব্রাহ্ম সমাজের মুখপাত্র ছিল

. হিন্দি 'পদুমাবৎ' এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা-

) দৌলত উজীর বাহরাম খান

) সৈয়দ সুলতান

) আবদুল করিম সাহিত্য বিশারদ

) আলাওল

উত্তর : ) আলাওল

ব্যাখ্যাঃ হিন্দি 'পদুমাবৎ' কাব্যের রচয়িতা মালিক মোহাম্মদ জায়সি। ফার্সি 'লায়লা ওয়া মজনুন' এর অবলম্বনে দৌলত উজীর বাহরাম খান 'লায়লি মজনু' রচনা করেন। সৈয়দ সুলতানের বিখ্যাত কাব্য 'রসুল বিজয়' 'নবী বংশ' আবদুল করিম সাহিত্য বিশারদ একজন খ্যাতনামা সাহিত্য সংগ্রাহক ছিলেন।

. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-

) অব্যয় শব্দাংশ

) নতুন শব্দ গঠন

) উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে

) ভিন্ন অর্থ প্রকাশে

উত্তর : ) উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে

.'বীরবল' নির্বোক্ত একজন লেখকের ছদ্মনাম-

) প্রমথ চৌধুরী

) ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়

) সুধীন্দ্রনাথ দত্ত

) নবীনচন্দ্র সেন

উত্তর : ) প্রমথ চৌধুরী

ব্যাখ্যাঃ সুধীন্দ্রনাথ দত্ত 'ক্লাসিক কবি' নামে পরিচিত।

. 'সিরাজাম মুনীরা' কাব্যের রচয়িতার নাম-

) তালিম হোসেন

) ফররুখ আহমদ

) গোলাম মোস্তফা

) আবুল হোসেন

উত্তর : ) ফররুখ আহমদ

ব্যাখ্যাঃ তাঁর অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্যসাত সাগরের মাঝি', 'হতেম তাই' 'নৌফেল হাতেম কাব্যধর্মী নাটক

. ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ-

) ষড় + ঋতু

) ষড় + ঋতু

) ষট + ঋতু

) ষট্ + ঋতু

উত্তর : ) ষট্ + ঋতু

. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-

স্বরবৃত্ত

) পয়ার

) মাত্রাবৃত্ত

) অক্ষরবৃত্ত

উত্তর : ) স্বরবৃত্ত

ব্যাখ্যাঃ মাত্রাবৃত্ত- মাত্রাবৃত্ত ছন্দের বদ্ধাক্ষর দুই মাত্রা এবং যুক্তাক্ষর এক মাত্রা। অক্ষরবৃত্ত- শব্দের শুরুতে মাঝে বদ্ধাক্ষর হলে এক মাত্রা কিন্তু শব্দের শেষে বা একক বদ্ধাক্ষর হলে দুই মাত্রা এবং মুক্তাক্ষর সবসময় একমাত্রা

১০. 'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-

) আরবি ভাষা থেকে

) ফারসি ভাষা থেকে

) হিন্দি ভাষা থেকে

) উর্দু ভাষা থেকে

উত্তর : ) আরবি ভাষা থেকে

ব্যাখ্যাঃ আরবি উপসর্গ- আম, খাস, লা, বাজে, গর, খয়ের; ফারসি উপসর্গ- বে, কার, বদ, নিম, দর, না, কম; হিন্দি উর্দু উপসর্গ- হর।

১১. 'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের  কাব্যে পাওয়া যায়-

) মুকুন্দরাম চক্রবর্তী

) ভারতচন্দ্র রায়

) মদন মোহন তর্কালঙ্কার

) কামিনী রায়

উত্তর : ) ভারতচন্দ্র রায়

ব্যাখ্যাঃ উক্তিটি 'অন্নদামঙ্গল' কাব্যের 'মানসিংহ ভবানন্দ উপখ্যান' এর ঈশ্বরী পাটনীর।

১২. `কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতোরে জাত ভিন্ন বলায়’ এই পঙ্কক্তিটি নিচের

একজনের লেখা-

) লালন শাহ

) সিরাজ সাঁই

) মদন বাউল

) পাগলা কানাই

উত্তর :) লালন শাহ

ব্যাখ্যাঃ লালন শাহ ছিলেন কুষ্টিয়ার (কুমারখালীর ছেউড়িয়া) বিখ্যাত বাউল সাধক। সিরাজ সাঁই, মদন বাউল, পাগলা কানাই লালন সঙ্গীতের খ্যাতনামা গায়ক ।

১৩. 'অক্ষির সমীপে' সংক্ষেপ হল-

) সমক্ষ

) পরোক্ষ

) প্রত্যক্ষ

) নিরপেক্ষ

উত্তর : ) সমক্ষ

ব্যাখ্যাঃ পরোক্ষ- অক্ষির অগোচরে; প্রত্যক্ষ- অক্ষির সম্মুক্ষে; নিরপেক্ষ- কোন পক্ষ নয়

১৪. “মধুর চেয়েও আছে মধুর

সে আমার এই দেশের মাটি

আমার দেশের পথের ধূলা

খাঁটি সোনার চেয়ে খাঁটি।

কবিতার অংশবিশেষের রচয়িতা-

) রবীন্দ্রনাথ ঠাকুর

) মোহাম্মদ মনিরুজ্জামান

) সত্যেন্দ্রনাথ দত্ত

) নির্মলেন্দু গুণ

উত্তর :) সত্যেন্দ্রনাথ দত্ত

ব্যাখ্যাঃখাঁটি সোনাকবিতা থেকে অংশটুকু নেওয়া হয়েছে

১৫. 'লাঠালাঠি' শব্দটির সমাস-

) দ্বন্দ্ধ

) বহুব্রীহি

) কর্মধারয়

) তৎপুরুষ

উত্তর : ) বহুব্রীহি

ব্যাখ্যাঃ লাঠিতে লাঠিতে যে লড়াই = লাঠালাঠি। ক্রিয়ার পারষ্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়।

১৬. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিন্মোক্ত একটি ভাষা থেকে-

) সংস্কৃত

) পালি

) প্রাকৃত

) অপভ্রংশ

উত্তর : ) প্রাকৃত

ব্যাখ্যাঃ বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো- ইউরোপীয় ভাষা বংশ থেকে। . সুনীতিকুমারের মতে মাগধী প্রাকৃত . শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত থেকে।

** বাংলা ভাষার জন্ম- বঙ্গকামরূপী থেকে

**লিপি থেকে হলে ব্রাহ্মী লিপি।

১৭. 'হযরত মোহাম্মদ (.) ছিলেন একজন আদর্শ মানব' বাক্যটি নিন্মোক্ত একটি শ্রেণীর-

) মিশ্র

) জটিল

) যৌগিক

) সরল

উত্তর : ) সরল

ব্যাখ্যাঃ সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া একটি কর্তা থাকে; মিশ্র/ জটিল বাক্যে দুই বা

ততোধিক খণ্ডবাক্য থাকে এবং একটি অপরটির উপর শর্তসাপেক্ষে নির্ভরশীল থাকে; যৌগিক বাক্যে দুই বা ততোধিক খণ্ডবাক্য অব্যয় দিয়ে যুক্ত থাকে

 

১৮. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায়-

) দুই ভাগে

) তিন ভাগে

) চার ভাগে

) পাঁচ ভাগে

উত্তর : ) তিন ভাগে

ব্যাখ্যাঃ বাংলা শব্দ সম্ভার তিন প্রকার। ) গঠনমূলক ) অর্থমূলক ) উৎস/ উৎপত্তি মূলক। গঠনমূলক শব্দ দুই প্রকারঃ ) মৌলিক ) সাধিত।

অর্থমূলক শব্দ তিন প্রকারঃ ) যৌগিক ) রূঢ়/ রূঢ়ি ) যোগরূঢ়।

উৎস/ উৎপত্তি মূলক শব্দ পাঁচ প্রকারঃ ) তৎসম ) অর্ধতৎসম ) তদ্ভব/ খাঁটি বাংলা ) দেশি ) বিদেশি

 

১৯. ‘মানব জীবন’, ‘মহৎ জীবন’, ‘উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা-

) এস ওয়াজেদ আলী

) এয়াকুব আলী চৌধুরী

) মোঃ লুৎফর রহমান

) মোঃ ওয়াজেদ আলী

উত্তর :) মোঃ লুৎফর রহমান

ব্যাখ্যাঃ ডাঃ মোঃ লুৎফর রহমান ছিলেন 'নারী' পত্রিকার সম্পাদক। পেষায় তিনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url