২০তম বিসিএস প্রিলিমিনারি: বাংলা ভাষার নির্ভুল প্রস্তুতির দিশা

 বাংলা


. ‘পদ’ বলতে কী বোঝায়

কবিতার চরণ

যে কোন শব্দ

প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু     

বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু

উত্তরবিভক্তিযুক্ত শব্দ বা ধাতু


পদবলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। পদের প্রকারভেদ : পদ প্রধানত  প্রকার - সব্যয় পদ  অব্যয় পদ/ নামপদ  ক্রিয়াপদ। নামপদ আবার চার প্রকার  যেমন – বিশেষ্যবিশেষণসর্বনাম  অব্যয়। তাহলে পদ হল মোট পাঁচ প্রকার।

কোন বানাটি শুদ্ধ?

শুশ্রুষা                                

সুশ্রুষা       

শুশ্রূষা                                       

সুশ্রুসা

উত্তরশুশ্রূষা

. ‘ঠোঁট-কাটা’ বলতে কী বোঝায়?

অহংকারী   

স্পষ্টভাষী          

মিথ্যাবাদী                              

পক্ষপাতদুষ্ট

উত্তরস্পষ্টভাষী

. ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?

কায়কোবাদ                             

মীর মশাররফ হোসেন        

মোজাম্মেল হক                      

ইসমাইল হোসেন সিরাজী

উত্তরমীর মশাররফ হোসেন


বিষাদ-সিন্ধু কারবালার যুদ্ধক্ষেত্রকে উপাত্ত করে রচিত সৈয়দ মীর মশাররফ হোসেনের ঐতিহাসিক উপন্যাস। উপন্যাসটিতে তিনটি পর্ব আছে। 'মহরম পর্ব' (১৮৯৫), 'উদ্ধার পর্ব' (১৮৮৭) , 'এজিদবধ পর্ব' (১৮৯১ পরবর্তীতে সেগুলি একখন্ডে মুদ্রিত হয় ১৮৯১সালে।


কোনটি কাব্যগ্রন্থ?

 

শেষ প্রশ্ন                          

শেষ লেখা         

শেষের কবিতা                  

শেষের পরিচয়

উত্তরশেষ লেখা

শেষ লেখা হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত  কাব্যগ্রন্থ। এটি ১৯৪১ সালে তাঁর মৃত্যু পর প্রকাশিত হয়।এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "অন্ত্যপর্ব"-এর অন্তর্গত সর্বশেষ সৃষ্টি। এতে সর্বমোট ১৫টি কবিতা রয়েছে। এই গ্রন্থের নামকরণ রবীন্দ্রনাথ করে যেতে পারেন নি। "শেষ লেখাকাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলো হলঃ সুমুখে শান্তিপারাবার।২রাহুর মতন মৃত্যু।৩ওরে পাখি।৪রৌদ্রতাপ ঝাঁঝাঁ করে।৫আরো একবার যদি পারি।৬ওই মহামানব আসে।৭জীবন পবিত্র জানি।৮বিবাহের পঞ্চম বরষে।৯বাণীর মুরতি গড়ি।১০আমার  জন্মদিন-মাঝে আমি হারা।১১রূপ-নারানের কূলে।১২তব জন্মদিবসের দানের উৎসবে।১৩প্রথম দিনের সূর্য।১৪দুঃখের আঁধার রাত্রি বারে বারে।১৫তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি।

নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থ কোনটি?

রাজবন্দীর জবানবন্দী      

ব্যথার দান            

অগ্নিবীণা       

নবযুগ

উত্তরব্যথার দান

 কাজী নজরুল ইসলাম রচিত " ব্যথার দানএকটি গল্পগ্রন্থ। এটি প্রথম প্রকাশিত হয় ফেব্রুয়ারি১৯২২। এই গ্রন্থে মোট গল্প আছে  টি। এটি নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ। এই গ্রন্থের গল্পগুলোর ভাষা আবেগাশ্রয়ীবক্তব্য নরনারীর প্রেমকেন্দ্রিক।

কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

চিলেকোঠার সেপাই             

আগুণের পরশমণি       

একাত্তরের দিনগুলো        

পায়ের আওয়াজ পাওয়া যায়

উত্তরআগুণের পরশমণি

আগুণের পরশমণি মুক্তিযুদ্ধভিত্তিক একটি উপন্যাস। এটি ১৯৮৬ সালে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়। ১৯৯৪ সালে ঔপন্যাসিক নিজেই এই উপন্যাস অবলম্বনে একই শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করেন।

কোনটি শামসুর রাহমানের রচনা?

নিরন্তর ঘণ্টাধ্বনি         

নির্জন স্বাক্ষর        

নিরালোক দিব্যরথ               

নির্বাণ

উত্তরনিরালোক দিব্যরথ

শামসুর রাহমান নিরালোকে দিব্যরথ একটি কবিতার বই প্রথম প্রকাশিত হয়েছিলো ১৯৬৮ সালের সেপ্টেম্বর মাসে।

. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ ‒ এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?

অবস্থাবাচক শব্দ         

বাক্যালঙ্কার শব্দ        

ধ্বন্যাত্মক শব্দ            

দ্বিরুক্ত শব্দ

উত্তরদ্বিরুক্ত শব্দ

১০কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

সিংহাসন     

ভাই-বোন     

কানাকানি       

গাছপাকা

উত্তরভাই-বোন

 

দ্বন্দ্ব বলতে জোড়া বুঝায়। যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমনতাল  তমালতাল-তমালদোয়াত  কলমদোয়াত-কলম।

১১. ‘যা সহজে অতিক্রম করা যায় না’ ‒  বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?

অনতিক্রম্য      

অলঙ্ঘ্য           

দুরতিক্রম্য           

দুর্গম

উত্তরদুরতিক্রম্য

১২. ‘ব্যাঙের সর্দি’ অর্থ কী?

রোগবিশেষ                         

সম্ভাব্য ঘটনা          

অসম্ভব ঘটনা                       

প্রতারণা

উত্তরঅসম্ভব ঘটনা

১৩. ‘সংশপ্তক’ কার রচনা?

মুনীর চৌধুরী     

শহীদুল্লাহ কায়সার        

জহির রায়হান     

শওকত ওসমান

উত্তরশহীদুল্লাহ কায়সার

সংশপ্তক শহীদুল্লাহ কায়সারের একটি উপন্যাস। ১৯৬৪ সালে রচিত এই উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে আবদুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করেন এবং যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। সংশপ্তক শব্দের অর্থ হয় জয় না হয় মৃত্যু।

১৪. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?

শওকত ওসমান                       

জহির রায়হান          

আবদুল গনি হাজারী                 

হাসান হাফিজুর রহমান

উত্তরহাসান হাফিজুর রহমান

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৫৩ সালে 'একুশে ফেব্রুয়ারিসাহিত্য সংকলনটি প্রকাশিত হয়। হাসান হাফিজুর রহমান ছিলেন এর সম্পাদক।

১৫. ‘নদী  নারী’ কার রচনা?

কাজী আব্দুল ওদুদ         

আবুল ফজল         

শামসুদ্দিন আব্দুল কালাম       

হুমায়ুন কবির

উত্তরহুমায়ুন কবির

নদী  নারী হুমায়ুন কবিরের একমাত্র উপন্যাসউপন্যাসটি প্রথম তিনি রচনা করেন ইংরেজিতে Men and Rivers নামে।এটি প্রকাশিত হয় ১৯৪৫ সালে। এর সাত বছর পর প্রকাশিত হয় বাংলা উপন্যাসটি।

১৬কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?

অগ্নিকোণ               

মরুশিখা          

মরুসূর্য                     

রাঙা জবা

উত্তররাঙা জবা


রাঙা জবা গ্রন্থটির প্রথম প্রকাশিত হয়  বৈশাখ ১৩৭৩ শুক্রবার ( এপ্রিল১৯৬৬ ) গ্রন্থটি প্রকাশ করেন ২৪ পরগনার রাজীবপুরের বেগম মরিয়ম আজিজ। ১০০টি শ্যামাসঙ্গীতে সমৃদ্ধ রাঙা-জবা গ্রন্থটির মূল্য ছিল তিন টাকা। নজরুল নিজের জীবনে তন্ত্র  যোগাসাধনা করেছেন। শক্তিপূজায় তাঁর ভক্তহৃদয়ের অকৃত্রিম আকুলতা  আর্তি এইসব গানের মধ্যে রূপায়িত।

১৭. ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?

অশোক মিত্র     

দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়              

নীরদচন্দ্র চৌধুরী   

অতুল সুর

উত্তরনীরদচন্দ্র চৌধুরী

শ্ৰীনীরদচন্দ্র চৌধুরীর দ্বিতীয় বাংলা গ্রন্থ হল আত্মঘাতী বাঙালী’ তাঁর প্রথম প্রকাশিত বাংলা বই বাঙালী জীবনে রমণী প্রকাশ হওয়ার প্রায় কুড়ি বছর পরে এই দ্বিতীয় গ্রন্থ আত্মঘাতী বাঙালী প্রকাশিত হয়।

১৮. ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন?

মোতাহের হোসেন চৌধুরী     

বিনয় ঘোষ           

আখতারুজ্জামান ইলিয়াস               

রাধারমণ মিত্র

উত্তরআখতারুজ্জামান ইলিয়াস

 ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্তটি আখতারুজ্জামান ইলিয়াস রচনা করেছেন।তিনি মাত্র দুটি উপন্যাস রচনা করেন উপন্যাস দুটি হল চিলেকোঠার সেপাই (১৯৮৭) , খোয়াবনামা (১৯৯৬) সমালোচকরা তাঁকে একজন শ্রেষ্ঠ বাঙালি ঔপন্যাসিক হিসেবেই বিবেচনা করেন। উপন্যাসের বাইরে ইলিয়াস মাত্র তেইশটি ছোটগল্প এবং বাইশটি প্রবন্ধ লিখেছেন।

১৯. ‘কাক ভূষণ্ডি অর্থ কী?

ষড়যন্ত্রকারী                              

বাকসর্বস্ব              

দীর্ঘ প্রত্যক্ষমান                         

দীর্ঘায়ু ব্যক্তি

উত্তরদীর্ঘায়ু ব্যক্তি

২০নিত্য মূর্ধন্য- কোন শব্দে বর্তমাণ ?

কষ্ট                                   

উপনিষৎ                

কল্যাণীয়েষু                       

আষাঢ়

উত্তরআষাঢ়

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url