২০তম বিসিএস প্রিলিমিনারি: বাংলা ভাষার নির্ভুল প্রস্তুতির দিশা
বাংলা
১. ‘পদ’ বলতে কী বোঝায়?
ক. কবিতার চরণ |
খ. যে কোন শব্দ |
গ. প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
|
ঘ. বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু |
উত্তর: ঘ. বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
পদ' বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। পদের প্রকারভেদ : পদ প্রধানত ২ প্রকার - সব্যয় পদ ও অব্যয় পদ/ নামপদ ও ক্রিয়াপদ। নামপদ আবার চার প্রকার । যেমন – বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও অব্যয়। তাহলে পদ হল মোট পাঁচ প্রকার। |
২. কোন বানাটি শুদ্ধ?
ক. শুশ্রুষা
|
খ. সুশ্রুষা |
গ. শুশ্রূষা
|
ঘ. সুশ্রুসা |
উত্তর: গ. শুশ্রূষা
৩. ‘ঠোঁট-কাটা’ বলতে কী বোঝায়?
ক. অহংকারী |
খ. স্পষ্টভাষী |
গ. মিথ্যাবাদী
|
ঘ. পক্ষপাতদুষ্ট |
উত্তর: খ. স্পষ্টভাষী
৪. ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?
ক. কায়কোবাদ
|
খ. মীর মশাররফ হোসেন |
গ. মোজাম্মেল হক
|
ঘ. ইসমাইল হোসেন সিরাজী |
উত্তর: খ. মীর মশাররফ হোসেন
বিষাদ-সিন্ধু কারবালার যুদ্ধক্ষেত্রকে উপাত্ত করে রচিত সৈয়দ মীর মশাররফ হোসেনের ঐতিহাসিক উপন্যাস। উপন্যাসটিতে তিনটি পর্ব আছে। 'মহরম পর্ব' (১৮৯৫), 'উদ্ধার পর্ব' (১৮৮৭) , 'এজিদবধ পর্ব' (১৮৯১) । পরবর্তীতে সেগুলি একখন্ডে মুদ্রিত হয় ১৮৯১সালে। ৫. কোনটি কাব্যগ্রন্থ? |
ক. শেষ প্রশ্ন
|
খ. শেষ লেখা |
গ. শেষের কবিতা
|
ঘ. শেষের পরিচয় |
উত্তর: খ. শেষ লেখা
শেষ লেখা হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত এ কাব্যগ্রন্থ। এটি ১৯৪১ সালে তাঁর মৃত্যু পর প্রকাশিত হয়।এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "অন্ত্যপর্ব"-এর অন্তর্গত সর্বশেষ সৃষ্টি। এতে সর্বমোট ১৫টি কবিতা রয়েছে। এই গ্রন্থের নামকরণ রবীন্দ্রনাথ করে যেতে পারেন নি। "শেষ লেখা" কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলো হলঃ ১. সুমুখে শান্তিপারাবার।২. রাহুর মতন মৃত্যু।৩. ওরে পাখি।৪. রৌদ্রতাপ ঝাঁঝাঁ করে।৫. আরো একবার যদি পারি।৬. ওই মহামানব আসে।৭. জীবন পবিত্র জানি।৮. বিবাহের পঞ্চম বরষে।৯. বাণীর মুরতি গড়ি।১০. আমার এ জন্মদিন-মাঝে আমি হারা।১১. রূপ-নারানের কূলে।১২. তব জন্মদিবসের দানের উৎসবে।১৩. প্রথম দিনের সূর্য।১৪. দুঃখের আঁধার রাত্রি বারে বারে।১৫. তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। |
৬. নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থ কোনটি?
ক. রাজবন্দীর জবানবন্দী |
খ. ব্যথার দান |
গ. অগ্নিবীণা |
ঘ. নবযুগ |
উত্তর: খ. ব্যথার দান
কাজী নজরুল ইসলাম রচিত " ব্যথার দান" একটি গল্পগ্রন্থ। এটি প্রথম প্রকাশিত হয় ফেব্রুয়ারি, ১৯২২। এই গ্রন্থে মোট গল্প আছে ৬ টি। এটি নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ। এই গ্রন্থের গল্পগুলোর ভাষা আবেগাশ্রয়ী, বক্তব্য নরনারীর প্রেমকেন্দ্রিক। ৭. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
উত্তর: খ. আগুণের পরশমণি
৮. কোনটি শামসুর রাহমানের রচনা?
উত্তর: গ. নিরালোক দিব্যরথ শামসুর রাহমান নিরালোকে দিব্যরথ একটি কবিতার বই প্রথম প্রকাশিত হয়েছিলো ১৯৬৮ সালের সেপ্টেম্বর মাসে। ৯. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’
‒ এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?
উত্তর: ঘ. দ্বিরুক্ত শব্দ ১০. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
উত্তর: খ. ভাই-বোন
১১. ‘যা সহজে অতিক্রম করা যায় না’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
উত্তর: গ. দুরতিক্রম্য ১২. ‘ব্যাঙের সর্দি’ অর্থ কী?
উত্তর: গ. অসম্ভব ঘটনা ১৩. ‘সংশপ্তক’ কার রচনা?
উত্তর: খ. শহীদুল্লাহ কায়সার সংশপ্তক শহীদুল্লাহ কায়সারের একটি উপন্যাস। ১৯৬৪ সালে রচিত এই উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে আবদুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করেন এবং যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। সংশপ্তক শব্দের অর্থ হয় জয় না হয় মৃত্যু। ১৪. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
উত্তর: ঘ. হাসান হাফিজুর রহমান
|
১৬. কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
ক. অগ্নিকোণ
|
খ. মরুশিখা |
গ. মরুসূর্য
|
ঘ. রাঙা জবা |
উত্তর: ঘ. রাঙা জবা
রাঙা জবা গ্রন্থটির প্রথম প্রকাশিত হয় ১ বৈশাখ ১৩৭৩ শুক্রবার ( এপ্রিল, ১৯৬৬ )। গ্রন্থটি প্রকাশ করেন ২৪ পরগনার রাজীবপুরের বেগম মরিয়ম আজিজ। ১০০টি শ্যামাসঙ্গীতে সমৃদ্ধ রাঙা-জবা গ্রন্থটির মূল্য ছিল তিন টাকা। নজরুল নিজের জীবনে তন্ত্র ও যোগাসাধনা করেছেন। শক্তিপূজায় তাঁর ভক্তহৃদয়ের অকৃত্রিম আকুলতা ও আর্তি এইসব গানের মধ্যে রূপায়িত। ১৭. ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
উত্তর: গ. নীরদচন্দ্র চৌধুরী
|