২০তম বিসিএস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান (International Affairs) MCQ সমাধান

২০তম বিসিএস প্রিলিমিনারি: আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (৮০–১০০)

২০তম বিসিএস প্রিলিমিনারি: আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (৮০–১০০)

নির্বাচিত MCQ প্রশ্ন, উত্তর ও সংক্ষিপ্ত ব্যাখ্যা – বিসিএস পরীক্ষার্থীদের জন্য সহায়ক।

৮০
‘যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন’ – এটি কার উক্তি?
  • ক) সালজার
  • খ) ফ্রাঙ্কো
  • গ) হিটলার
  • ঘ) মুসোলিনী
উত্তর: গ) হিটলার
৮১
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
  • ক) হোয়াংহো
  • খ) ইয়াংসিকিয়াং
  • গ) গঙ্গা
  • ঘ) সিন্ধু
উত্তর: খ) ইয়াংসিকিয়াং
দৈর্ঘ্য: হোয়াংহো – ৪৬৬৮ কি.মি., ইয়াংসিকিয়াং – ৬৩৮০ কি.মি., গঙ্গা – ২৬৫৫ কি.মি., সিন্ধু – ২৮৯৬ কি.মি।
৮২
ঢাকাতে সমাপ্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেট প্রতিযোগিতায় কয়টি দল অংশগ্রহণ করে?
  • ক) ৭টি
  • খ) ৯টি
  • গ) ১১টি
  • ঘ) ১২টি
উত্তর: খ) ৯টি
৮৩
আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
  • ক) এফ.এম মার্কস
  • খ) ম্যাকস ওয়েবার
  • গ) রবার্ট প্রেসথাস
  • ঘ) কার্ল মার্কস
উত্তর: খ) ম্যাকস ওয়েবার
৮৪
সাহিত্যে ১৯৯৮ এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
  • ক) অরুন্ধতি রায়
  • খ) সালমান রুশদী
  • গ) ভি এস নাইপল
  • ঘ) হোসে সারামাগো
উত্তর: ঘ) হোসে সারামাগো
ভি এস নাইপল ১৯৯১ সালে নোবেল পান। সালমান রুশদী ও অরুন্ধতি রায় নোবেল পাননি। ২০০৯ সালে সাহিত্যে নোবেল পান জার্মানির হাটা মুয়েলার।
৮৫
কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি?
  • ক) থাইল্যান্ড
  • খ) মায়ানমার
  • গ) ইন্দোনেশিয়া
  • ঘ) মালয়েশিয়া
উত্তর: ক) থাইল্যান্ড
মায়ানমার ও মালয়েশিয়া ব্রিটিশ উপনিবেশ, ইন্দোনেশিয়া ডাচ উপনিবেশে ছিল।
৮৬
ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর একক মুদ্রা কবে থেকে চালু হচ্ছে?
  • ক) ১ জানুয়ারি, ১৯৯৯
  • খ) ১ জুলাই, ১৯৯৯
  • গ) ১ মার্চ, ২০০০
  • ঘ) ১ জুলাই, ২০০০
উত্তর: ক) ১ জানুয়ারি, ১৯৯৯
৮৭
চীনের ‘দ্বৈত অর্থনীতির' ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরীখে গৃহীত?
  • ক) বাজার অর্থনীতিকে গ্রহণযোগ্য করা
  • খ) মতাদর্শগত ধারণার সমন্বয় সাধন
  • গ) হংকং এর অর্থনীতিকে সচল রাখা
  • ঘ) তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্তিকরণ
উত্তর: গ) হংকং এর অর্থনীতিকে সচল রাখা
৮৮
রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
  • ক) সাইবেরিয়া
  • খ) ভ্লাদিভিস্টক
  • গ) খায়বারভস্ক
  • ঘ) বোখারা
উত্তর: খ) ভ্লাদিভিস্টক
৮৯
কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে?
  • ক) আলবার্টা
  • খ) কুইবেক
  • গ) মেনিটোবা
  • ঘ) নোভাস্কোশিয়া
উত্তর: খ) কুইবেক
লরেন্টিয়ান অঞ্চলটি কুইবেকে, যেখানে ফরাসি-ভাষী সংখ্যাগরিষ্ঠ। ১৭৫৯ পর্যন্ত এটি নিউ ফ্রান্সের ফরাসি উপনিবেশ ছিল।
৯০
কসোভো নগরীর সাথে সার্বিয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কী?
  • ক) এর রণকৌশলগত গুরুত্ব
  • খ) এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
  • গ) মুসলিম বিদ্বেষের প্রবণতা
  • ঘ) আলবেনীয়দের ঔদ্ধতা
উত্তর: খ) এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
৯১
আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে?
  • ক) মাজার-ই-শরীফ
  • খ) হেরাট
  • গ) জালালাবাদ
  • ঘ) কান্দাহার
উত্তর: ক) মাজার-ই-শরীফ
৯২
উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী?
  • ক) জ্যামিতিক সীমারেখা
  • খ) ঔপনিবেশিক সীমারেখা
  • গ) উপজাতিভিত্তিক সীমারেখা
  • ঘ) অচিহ্নিত সীমারেখা
উত্তর: ক) জ্যামিতিক সীমারেখা
৯৩
কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
  • ক) ইটালি
  • খ) জার্মানি
  • গ) জাপান
  • ঘ) চীন
উত্তর: গ) জাপান
১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপ করা হয়।
৯৪
নিম্নলিখিত কোন আঞ্চলিক/আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দফতর ঢাকায় অবস্থিত?
  • ক) SAARC
  • খ) APEC
  • গ) ADB
  • ঘ) CIRDAP
উত্তর: ঘ) CIRDAP
SAARC- কাঠমুন্ডু (নেপাল); APEC- সিঙ্গাপুর; ADB- ম্যানিলা।
৯৫
সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
  • ক) ১৯৭৫ সালে
  • খ) ১৯৮৫ সালে
  • গ) ১৯৮৭ সালে
  • ঘ) ১৯৯০ সালে
উত্তর: খ) ১৯৮৫ সালে
১৯৮৫ সালের ৭–৮ ডিসেম্বর ঢাকায় সার্ক আনুষ্ঠানিকভাবে যাত্রা করে। সদর দপ্তর: কাঠমুন্ডু।
৯৬
কোন দেশের একজন উপ-প্রধানমন্ত্রী বরখাস্ত হয়েছেন?
  • ক) সিঙ্গাপুর
  • খ) থাইল্যান্ড
  • গ) ইন্দোনেশিয়া
  • ঘ) মালয়েশিয়া
উত্তর: ঘ) মালয়েশিয়া
৯৭
ইউরোপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে একটি শান্তি চুক্তির মাধ্যমে?
  • ক) স্কটল্যান্ড
  • খ) আয়ারল্যান্ড
  • গ) নেদারল্যান্ড
  • ঘ) সুইজারল্যান্ড
<
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url