বিসিএস-এ আন্তর্জাতিক বিষয়াবলি প্রস্তুতির জন্য কি কি পড়বেন ।
বিসিএস-এ আন্তর্জাতিক বিষয়াবলি প্রস্তুতির জন্য কি কি পড়বেন ।
♦ আন্তর্জাতিক বিষয়াবলি থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকে। বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি বিষয়ে ০৪টি প্রশ্ন, আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক ০৪টি প্রশ্ন, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ থেকে ০৪টি প্রশ্ন, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি বিষয়ে ০৪টি প্রশ্ন এবং আন্তর্জাতিক সংগঠনসমূহ ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি বিষয়ে ০৪টি প্রশ্ন।
আন্তর্জাতিক বিষয়াবলি বিষয়ে ভালো করার কয়েকটি সংক্ষিপ্ত টিপস।
আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি, আন্তর্জাতিক সংগঠন এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, ভূ-রাজনীতি এবং আন্ত-রাষ্ট্রীয় ক্ষমতা—এ বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক বিষয়সমূহের আপডেট তথ্য জানতে হবে। বিভিন্ন চলমান ও আলোচিত যুদ্ধ, চুক্তি, সনদ ও সম্মেলন বিষয়ে সকল তথ্য জেনে রাখতে হবে।
বিভিন্ন আলোচিত আন্তর্জাতিক সংগঠন, তাদের প্রতিষ্ঠার সাল, সদস্য সংখ্যা, সদর দপ্তর, বর্তমান প্রধান, অঙ্গ সংগঠন ইত্যাদি বিষয়ে মনোযোগ দিয়ে পড়তে হবে।
একটি বিশ্বম্যাপ পড়ার টেবিলের সামনে রাখবেন। বিভিন্ন দেশ, প্রণালী, দ্বীপ, মহাসাগর, সাগর ও উপসাগর ইত্যাদি প্রতিদিন খেয়াল করে দেখলে মাথায় গেঁথে যাবে।
FAQ
বিসিএস-এ কোন বিষয়ে কম প্রশ্ন আসে ?
বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা নিয়ে এখন তেমন একটা প্রশ্ন আসে না। তার পরও গুরুত্বপূর্ণ দেশগুলোর রাজধানী, আইনসভা এবং মুদ্রার নাম জেনে রাখা ভালো।
বিভিন্ন দেশ, প্রণালী, দ্বীপ, মহাসাগর, সাগর ও উপসাগর ইত্যাদি সম্পর্কে মনে রাখার উপায় ?
বিশ্বম্যাপ পড়ার টেবিলের সামনে রেখে পড়লে সহজে মাথায় গেঁথে যাবে ।
বিসিএস-এ প্রায় প্রতি পরীক্ষায়ই আন্তর্জাতিক কোন বিষয়ে প্রশ্ন আসে ?
বিভিন্ন সংগঠনের সদর দপ্তর, সংগঠনের প্রতিষ্ঠাকাল, সম্মেলন এবং সদস্যসংক্রান্ত প্রশ্ন প্রায় প্রতি পরীক্ষায়ই আসে।