বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
'রাখাইন' শব্দটির উৎপত্তি পালি ভাষার ‘রাক্ষাইন' থেকে। এর অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি যারা নিজেদের পরিচয়, সংস্কৃতি ও ধর্মীয় কৃষ্টিসমূহকে রক্ষা করতে সচেষ্ট থাকে। রাখাইনরা মূলত মঙ্গোলীয় বংশোদ্ভূত। মিয়ানমারের রাখাইন রাজ্যে এরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। আঠারো শতকের শেষে (১৭৮৪ সালের অক্টোবর মাসে) আরাকান তথা রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে এসে এর উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীত ও বরগুনা জেলায় বসতি স্থাপন করে। বর্তমানে রাখাইন সম্প্রদায়ের বসবাস মূলত এই তিন জেলায়।এদের মুখমণ্ডল গোলাকার, দেহের রং ফরসা ও চুলগুলো সোজা ।
প্রশ্ন: রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?
উত্তর: কক্সবাজার জেলায়।
প্রশ্ন: রাখাইন উপজাতি বাংলাদেশে কত সালে বাংলাদেশে আসে ?
উত্তর: আঠারো শতকের শেষের দিকে বা ১৭৮৪ সালের অক্টোবর মাসে।
প্রশ্ন: 'রাখাইন' শব্দের উৎপত্তি কোন ভাষা হতে?
উত্তর : 'রাখাইন' শব্দটির উৎপত্তি পালি ভাষার ‘রাক্ষাইন' থেকে।
প্রশ্ন: রাখাইন উপজাতিরা কোন জেলা গুলতে বসবাস করে?
উত্তর : কক্সবাজার, বরগুনা ও পটুয়াখালীতে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতীকও বলাকা, অর্থাৎ বক পাখি। বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের প্রতীক 'বলাকা'র নকশা করেন পখ্যাত চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান । তাকে পটুয়া বলা হয় কারন তার চিত্রকর্মের নিজস্ব একটা ধরন ছিল। সেটা ছিল লৌকিকতা ও আধুনিকতার মিশলে। স্বাধীনতারযুদ্ধের সময় জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আঁকা 'এই জানোয়ারদের হত্যা করতে হবে' এ পোস্টারটির জন্য তিনি বিখ্যাত হন ।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উত্তর: উড়ন্ত বলাকা।
প্রশ্ন : বাংলাদেশ বিমানের সদর দপ্তরের নাম কী?
উত্তর: বলাকা।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রতীক 'বলাকা' নকশা করেন কে?
উত্তর : কামরুল হাসান।
প্রশ্ন: 'এই জানোয়ারদের হত্যা করতে হবে' কার আঁকা?
উত্তর : পটুয়া কামরুল হাসান।
প্রশ্ন: 'এই জানোয়ারদের হত্যা করতে হবে' কার আদলে আঁকা?
উত্তর: জেনারেল ইয়াহিয়ার মুখের ছবির আদলে।