১০ম বিসিএস
প্রিলিমিনারি টেস্ট বাংলা
১. 'রত্নাকার' শব্দটির সন্ধিবিচ্ছেদ কর-
ক) রত্না + কর |
খ) রত্ন + কর |
গ) রত্না + আকার |
ঘ) রত্ন + আকার |
উত্তর : ঘ) রত্ন + আকার
ব্যাখ্যা: এখানে স্বরবর্ণ + স্বরবর্ণ (অ + আ=আ) মিলে স্বরসন্ধি হয়েছে।
২. কোন্ দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে?
ক) পাকা পাকা আম |
খ) ছি ছি কি করছ? |
গ) নরম নরম হাত |
ঘ) উড়ু উড়ু মন |
উত্তর : ক) পাকা পাকা আম
ব্যাখ্যা: ছি ছি ভাবের গভীরতা বুঝাতে অব্যয় পদের দ্বিরুক্ত হয়েছে, নরম নরম সঠিকতা বুঝাতে বিশেষণ রূপে দ্বিরুক্ত এবং উড়ু উড়ু সামান্যতা বুঝাতে বিশেষণ পদের বিশেষণ রূপে দ্বিরুক্ত হয়েছে।
৩. কোন্ প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
ক) যত গর্জে তত বৃষ্টি হয় না |
খ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট |
গ) নাচতে না জানলে উঠান বাঁকা |
ঘ) যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয় |
উত্তর : খ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৪. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
ক) বিভক্তি |
খ) ধাতু |
গ) প্রত্যয় |
ঘ) কৃৎ |
উত্তর : খ) ধাতু
ব্যাখ্যা: যে সব চিহ্নের দ্বারা বাক্যের এক পদের সাথে অন্য পদের সম্বন্ধ নির্ধারিত হয় তাকে বিভক্তি বলে। ধাতু বা শব্দের সাথে বিভক্তিযুক্ত বর্ণ বা বর্ণসমষ্টি হলো প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার কৃৎ ও তদ্ধিত ।
৫. বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর |
খ) বিষ্ণু দে |
গ) সুধীন্দ্রনাথ দত্ত |
ঘ) বুদ্ধদেব বসু |
উত্তর : ক) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১) ‘তীর্থযাত্রী' কবিতাটি টি.এস.এলিয়টের “The Journey of
the Magi” এর অনুবাদ । বিষ্ণুদে টি.এস. এলিয়টের কবিতাগুলিকে অনুবাদ করে নাম দিয়েছিলেন 'এলিয়টের কবিতা' (১৯৫০)।
৬. কোনটি তদ্ভব শব্দ?
ক) চাঁদ |
খ) সূর্য |
গ) নক্ষত্র |
ঘ) গগন |
উত্তর : ক) চাঁদ
ব্যাখ্যা: সূর্য, নক্ষত্র, গগন এ তিনটি তৎসম শব্দ।
৭. বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
ক) কেশব চন্দ্র সেন |
খ) গিরিশ চন্দ্র সেন |
গ) মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী |
ঘ) মাওলানা আকরাম খাঁ |
উত্তর : খ) গিরিশ চন্দ্র সেন
ব্যাখ্যাঃ নরসিংদী জেলার অধিবাসী ভাই গিরীশচন্দ্র সেন ১৮৮১-১৮৮৬ সাল ধরে কোরআন শরীফের বাংলা অনুবাদ করেন। তাই তাকে 'ভাই' উপাধী দেওয়া হয়। ভাই গিরিশ চন্দ্র সেন 'তাজকেরাতুল আওলিয়া' অবলম্বনে 'তাপসমালা' রচনা করেন।
৮. 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা-
ক) অগ্রপথিক |
খ) বিদ্রোহী |
গ) প্রলয়োল্লাস |
ঘ) ধূমকেতু |
উত্তর : গ) প্রলয়োল্লাস
ব্যাখ্যাঃ 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের,
'রক্তাম্বর ধারিণী মা' ও 'আগমনী' কবিতা দুটির জন্য ‘অগ্নিবীণা' কাব্যটি বৃটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেন। ‘বিদ্রোহী' কবিতাটি ১৯২১ সালের ডিসেম্বর মাসে 'বিজলী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ১৯২২ সালে কবিতাটি ‘অগ্নিবীণা’ কাব্যের দ্বিতীয় কবিতা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। নজরুলের ‘ধূমেকতু' পত্রিকাটি ১৯২২ সালে প্রকাশিত হয় ।
৯. 'কবর' নাটকটির লেখক-
ক) জসীমউদ্দীন |
খ) নজরুল ইসলা |
গ) মুনীর চৌধুরী |
ঘ) দিজেন্দ্রলাল রায় |
উত্তর : গ) মুনীর চৌধুরী
ব্যাখ্যাঃ ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি মুনীর চৌধুরী কারাগারে বসে এক রাতেই ‘কবর' নাটকটি রচনা করেন।
জসীমউদ্দীন ‘কবর’ কবিতাটি দশম শ্রেণীতে থাকাকালীন লিখেছিলেন ও ১৯২৬ সালে 'কল্লোল' পত্রিকায় তৃতীয় সংখ্যায় প্রকাশিত হয় এবং ১৯২৮ সালে কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা সিলেকশনে স্থান পায়। 'কল্লোল' পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাশ।
১০. গুরুচন্ডালী দোষমুক্ত কোটি?
ক) শব পোড়া |
খ) মড়া দাহ |
গ) শবদাহ |
ঘ) শবমড়া |
উত্তর : গ) শবদাহ
১১. শুদ্ধ বানান কোটি?
ক) মুমুর্ষু |
খ) মুমূর্ষু |
গ) মূমুর্ষু |
ঘ) মূমুর্ষ |
উত্তর : খ) মুমূর্ষু
১২. 'আনারস' এবং 'চাবি' শব্দ দু'টি বাংলা ভাষা গ্রহণ করেছে-
ক) পর্তুগিজ ভাষা হতে |
খ) আরবি ভাষা হতে |
গ) দেশী ভাষা হতে |
ঘ) ওলন্দাজ ভাষা হতে |
উত্তর : ক) পর্তুগিজ ভাষা হতে
ব্যাখ্যাঃ পর্তুগিজ শব্দ: গির্জার পাদ্রি আলমারির চাবি দিয়ে গুদাম থেকে আনারস, পেয়ারা, পাউরুটি, আলপিন, আলকাতরা ও বালতি বের করলেন। কেরানি কামরার জানালা দিয়ে তা
দেখলেন।
১৩. 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-
ক) কবিতার নাম |
খ) গল্প সংকলনের নাম |
গ) উপন্যাসের নাম |
ঘ) নাটকের নাম |
উত্তর : গ) উপন্যাসের নাম
১৪. কোন্ বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত-
ক) তিনিই সমাজের মাথা |
খ) মাথা খাটিয়ে কাজ করবে |
গ) লজ্জায় আমার মাথা কাটা গেল |
ঘ) মাথা নেই তার মাথা ব্যথা |
উত্তর : খ) মাথা খাটিয়ে কাজ করবে
ব্যাখ্যা: ক) মাতব্বর গ) সম্মান ঘ) অবহেলা অর্থে ব্যবহৃত হয়েছে।
১৫. কোন্ শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক) নিখুঁত |
খ) আনমনা |
গ) অবহেলা |
ঘ) নিমরাজী |
উত্তর : ঘ) নিমরাজী
১৬. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'র রচয়িতা-
ক) শামসুর রাহমান |
খ) আলতাফ মাহমুদ |
গ) হাসান হাফিজুর রহমান |
ঘ) আবদুল গাফফার চৌধুরী |
উত্তর : ঘ) আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা: শামসুর রাহমান বাংলাদেশের শ্রেষ্ঠ আধুনিক কবি, আলতাফ মাহমুদ গানটির বর্তমান সুরকার, হাসান হাফিজুর রহমান ভাষা আন্দোলনের সংকলনের সম্পাদক ।
১৭. ‘উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোটি?
ক) কারো পৌষ মাস, কারও সর্বনাশ |
খ) চাল না চুলো, ঢেঁকি না কুলো |
গ) সাপও মরে, লাঠিও না ভাঙ্গে |
ঘ) বোঝার উপর শাকের আঁটি |
উত্তর : গ) সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
১৮. শুদ্ধ বাক্য কোনটি?
ক) দুর্বলবশত অনাথিনী বসে পড়ল |
খ) দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল |
গ) দুর্বলতাবশত অনাথা বসে পড়ল |
ঘ) দুর্বলবশত অনাথা বসে পড়ল |
উত্তর : গ) দুর্বলতাবশত অনাথা বসে পড়ল