বাংলাদেশ বিষয়ক
১৮তম বিসিএস প্রিলিমিনারি— সাধারণ জ্ঞানের প্রশ্নাবলি
৭৭. মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
ক) সেগুনবাগিচা |
খ) ধানমণ্ডি |
গ) মগবাজার |
ঘ) বনানী |
উত্তর : ক) সেগুনবাগিচা
ব্যাখ্যাঃ ১৯৯৬ সালের ২২
মার্চ প্রতিষ্ঠিত হয়।
৭৮.
মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
ক) ৩ নম্বর সেক্টর |
খ) ২ নম্বর সেক্টর |
গ) ৪ নম্বর সেক্টর |
ঘ) ১ নম্বর সেক্টর |
উত্তর : খ) ২
নম্বর সেক্টর
৭৯.
তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন। ঐ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ক) ঢাকায় |
গ) লাহোরে |
খ) নারায়ণগঞ্জে |
ঘ) করাচীতে |
উত্তর : গ) লাহোরে
৮০.
বাংলাদেশের সংবিধানের ২১ (২) ধারায় বলা হয়েছে “সকল সময়ে----- চেষ্টা করা প্রজাতন্ত্রের
কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য”।
শূন্যস্থান পূরণ কর।
ক) জনগণের সেবা করিবার |
খ) রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করিবার |
গ) সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করিবার |
ঘ) সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করিবার |
উত্তর : ক) জনগণের সেবা করিবার
৮১.
মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান 'বীরশ্রেষ্ঠ' খেতাব দেওয়া হয়?
ক) ৯ জন |
খ) ৭ জন |
গ) ৮ জন |
ঘ) ১০ জন |
উত্তর : খ)
৭ জন
ব্যাখ্যাঃ ব্যাখ্যাঃ এখানে ক্লিক করুন।
৮২.
বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার?
গ) ৩৫ বৎসর |
খ) ২৫ বৎসর |
ক) ৩০ বৎসর |
ঘ) ৪০ বৎসর |
উত্তর : খ) ২৫
বৎসর
ব্যাখ্যাঃ রাষ্ট্রপতি-৩৫
বছর; সংসদ সদস্য-২৫ বছর।
৮৩.
'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
ক) নীহাররঞ্জন রায় |
খ) আর.সি. মজুমদার |
গ) অধ্যাপক আব্দুল করিম |
ঘ) অধ্যাপক সুনীতি সেন |
উত্তর : ক) নীহাররঞ্জন রায়
৮৪.
বর্তমান সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা-ভাবনা করছেন?
ক) ৪টি স্তরে |
খ) ৩টি স্তরে |
গ) ২টি স্তরে |
ঘ) ১টি স্তরে |
উত্তর : খ) ৩টি স্তরে
ব্যাখ্যাঃ স্তরতিনটি জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও
ইউনিয়ন পরিষদ।
৮৫.
জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি কী ছিলেন?
ক) স্থপতি |
খ) ক্যান্সার চিকিৎসক |
গ) আণবিক বিজ্ঞানী |
ঘ) কম্পিউটার বিজ্ঞানী |
উত্তর : ক) স্থপতি
৮৬.
বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে?
ক) জাপান |
খ) যুক্তরাজ্য |
গ) দক্ষিণ কোরিয়া |
ঘ) মালয়েশিয়া |
উত্তর : গ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যাঃ বর্তমানে মিশর হবে। প্রশ্নে মিশর না থাকলে যুক্তরাষ্ট্র হবে। ২০২৩-২৪
অর্থবছরের বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে যুক্তরাজ্য থেকে ।
৮৭.
তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানী আয়ের শতকরা কত ভাগ আসে (১৯১৫-১৬ এর হিসেব মত)?
ক) প্রায় ৫০ ভাগ |
খ) প্রায় ৫৪ ভাগ |
গ) প্রায় ৫৬ ভাগ |
ঘ) প্রায় ৬০ ভাগ |
উত্তর : গ) প্রায় ৫৬
ভাগ
২০০৭-০৮
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা অর্থবছরে পোশাক শিল্প থেকে মোট রপ্তানী আয়ের ৭৫.৮৩% আসে । পণ্য রপ্তানির তথ্যে গরমিলের বিষয়টি সামনে আসার আগে বাংলাদেশ ব্যাংক বলেছিল, গত ২০২৩–২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিক জানুয়ারি-মার্চে ১ হাজার ৩৮১ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। তার বিপরীতে কাঁচামাল আমদানি হয়েছিল ৩৮৪ কোটি ডলারের। তখন প্রকৃত পোশাক রপ্তানি হয়েছিল ৯৯৭ কোটি ডলার বা ৭২ দশমিক ২০ শতাংশ।
৮৮.
খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
ক) চাপালিশ |
খ) কেওড়া |
গ) গেওয়া |
ঘ) সুন্দরী |
উত্তর : ঘ) সুন্দরী
৮৯.
দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় কিসের খনির প্রকল্প কাজ চলছে?
ক) কঠিন শিলা |
খ) কয়লা |
গ) চুনাপাথর |
ঘ) সাদামাটি |
উত্তর : খ) কয়লা
ব্যাখ্যাঃ সবচেয়ে বড় কয়লাখনি দিনাজপুর জেলার দিঘিপাড়ায় অবস্থিত।
১০.
বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস-
ক) খনিজ তৈল |
খ) প্রাকৃতিক গ্যাস |
গ) পাহাড়ী নদী |
ঘ) উপরের সবগুলোই |
উত্তর : ঘ) উপরের সবগুলোই
৯১.
ধলেশ্বরী নদীর শাখা নদী কোটি?
ক) শীতলক্ষ্যা |
খ) বুড়িগঙ্গা |
গ) ধরলা |
ঘ) বংশী |
উত্তর : খ) বুড়িগঙ্গা
ব্যাখ্যাঃ শীতলক্ষ্যা ও
বংশী ব্রহ্মপুত্রের শাখা নদী, ধরলা ব্রহ্মপুত্রের উপনদী ।