১৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট সাধারণজ্ঞান (বাংলাদেশ প্রসঙ্গ)-এর সমাধান
সাধারণজ্ঞান (বাংলাদেশ প্রসঙ্গ)
৬৬.
বাংলাদেশে ঢুকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র- যমুনার সাথে নিন্মোক্ত একটা জায়গায় মেশে-
ক) গোয়ালন্দ |
খ) বাহাদুরাবাদ |
গ) ভৈরববাজার |
ঘ) নারায়ণগঞ্জ |
উত্তর : ক) গোয়ালন্দ
ব্যাখ্যাঃ ভারতের গঙ্গা নদী রাজশাহী সীমান্ত দিয়ে প্রবেশের পর
পদ্মা নাম ধারণ করে গোয়ালন্দে ব্রহ্মপুত্র-যমুনার সাথে মিশে পদ্মা নামে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনা নদীর সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরের পতিত হয়েছে।
৬৭.
১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়-
ক) সদরঘাটে |
খ) চাঁদনীঘাটে |
গ) পোস্তাগোলায় |
ঘ) শ্যামবাজারে |
উত্তর : খ) চাঁদনীঘাটে
ব্যাখ্যাঃ ঢাকায় প্রথম ১৮৭৪ সালে ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষের অধীন শাসিত শাসক
খাজা আব্দুল গণির মাধ্যমে খাবার পানীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়। এজন্য বুড়িগঙ্গা
নদীর তীরে চাদনিঘাটের একটি পানি শোধন কেন্দ্র বসানো হয়েছিল।
বাংলাদেশে ৪টি পানি শোধনাগার রয়েছে। ১)
চাঁদনীঘাটে (১৮৭৪) ঢাকা; ২) সোনাকান্দা (১৯২৯) নারায়ণগঞ্জ; ৩) গোদনাইল (১৯৮৯) নারায়ণগঞ্জ; 8) সায়েদাবাদ (২০০২) ঢাকা। দেশের সর্ববৃহৎ পানি শোধনাগার সায়েদাবাদ যেখানে প্রতিদিন ২২ কোটি লিটার পানি শোধন করা হয়।
৬৮. বাংলাদেশের পাহাড়শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-
ক) প্লাইস্টোসিন যুগের |
খ) টারশিয়ারী যুগের |
গ) মায়োসিন যুগের |
ঘ) ডেবোনিয়ান যুগের |
উত্তর : খ) টারশিয়ারী যুগের
ব্যাখ্যাঃ দেশের বৃহত্তম ও উঁচু ময়মনসিংহের গারো পাহাড় এ সময় গঠিত হয়েছে।
৬৯.
ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিন্মোক্ত একটি জায়গায় অবস্থিত-
ক) চকবাজার |
খ) সদরঘাট |
গ) লালবাগ |
ঘ) ইসলামপুর |
উত্তর : ক) চকবাজার
ব্যাখ্যাঃ ১৬৪৪ সালে শাহাজাদা সুজা বড় কাটরা ও
১৬৬৩-৬৪ সালে সুবেদার শায়েস্তা খান ছোট কাটরা নির্মাণ করেন ।
৭০.
বাংলাদেশে সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম-
ক) তেঁতুলিয়া |
খ) পঞ্চগড় |
গ) বাংলাবান্ধা |
ঘ) নকশালবাড়ি |
উত্তর : গ) বাংলাবান্ধা
ব্যাখ্যাঃ পঞ্চগড় জেলার
তেঁতুলিয়া থানার একটি ইউনিয়নের নাম বাংলাবান্ধা
।
৭১.
ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন,
তার নাম-
ক) রাজা ত্রিবিদ রায় |
খ) রাজা ত্রিভুবন চাকমা |
গ) জুম্মা খান |
ঘ) জান বখস খাঁ |
উত্তর : গ) জুম্মা খান
৭২.
'সোয়াচ অব নো গ্রাউন্ড' এর মানে-
ক) একটি খেলার মাঠ |
খ) একটি প্লাবন ভূমির নাম |
গ) বঙ্গোপসাগরের একটি খাদের নাম |
ঘ) ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম |
উত্তর : গ)
বঙ্গোপসাগরের একটি খাদের নাম
৭৩.
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম-
ক) ভারত |
খ) রাশিয়া |
গ) ভুটান |
ঘ) নেপাল |
উত্তর : গ) ভুটান
ব্যাখ্যাঃ প্রথম দেশ ভারত (৬
ডিসেম্বর, ১৯৭১); রাশিয়া (২৪ জানুয়ারি, ১৯৭২); ভুটান (৭ ডিসেম্বর, ১৯৭১); নেপাল (১৬ জানুয়ারি, ১৯৭২)।
৭৪.
কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত-
ক) নোয়াখালীর ছাগলনাইয়া |
খ) চট্টগ্রামের বাঁশখালি |
গ) খুলনার মংলা |
ঘ) পটুয়াখালীর কুয়াকাটা |
উত্তর : ঘ) পটুয়াখালীর কুয়াকাটা
ব্যাখ্যাঃ কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১৮
কি.মি. যার অপর নাম সাগর কন্যা। পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার যার দৈর্ঘ্য ১৫৫ কি.মি. ।
৭৫.
বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-
ক) সাঁওতাল |
খ) মাওরি |
গ) মুরং |
ঘ) গারো |
উত্তর : খ) মাওরি
ব্যাখ্যাঃ মাওরি উপজাতির বসবাস নিউজিল্যান্ডে। বাংলাদেশে উপজাতির সংখ্যা ৩১টি।
৭৬.
লালবাগ দূর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের কন্যার আসল নাম-
ক) পরিবিবি |
খ) ইরান দুখত |
গ) জাহানারা |
ঘ) মরিয়ম |
উত্তর : খ)
ইরান দুখত
ব্যাখ্যাঃ ১৬৭৮ সালে যুবরাজ মোহাম্মদ আযম এ
কেল্লার নির্মাণ কাজ শুরু করেন এবং শায়েস্তা খান ও পরে ইব্রাহীম খান দুর্গের নির্মাণ কাজ শেষ করেন। ইরান দুখত এর আরেক নাম ছিল পরিবিবি ।
৭৭.
১৯৯৫ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন-
ক) হুমায়ুন আজাদ |
খ) আহমদ শরীফ |
গ) ওয়াকিল আহমদ |
ঘ) আবদুল মতিন খান |
উত্তর : গ) ওয়াকিল আহমদ
৭৮,
বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু। এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল-
ক) ইউরোপের হল্যান্ড থেকে |
খ) দক্ষিণ আমেরিকার পেরু-চিলি থেকে |
গ) আফ্রিকার মিসর থেকে |
ঘ) এশিয়ার থাইল্যান্ড থেকে |
উত্তর : ক) ইউরোপের হল্যান্ড থেকে
৭৯.
কাপ্তাই
থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা-
ক) মারিস্যা ভ্যালি |
খ) খাগড়া ভ্যালি |
গ) জাবরী ভ্যালি |
ঘ) ভেঙ্গী ভ্যালি |
উত্তর : ঘ) ভেঙ্গী ভ্যালি
৮০.
বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়-
ক) সিলেটের মালনীছড়ায় |
খ) সিলেটের তামাবিল-এ |
গ) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে |
ঘ) সিলেটের জাফলং-এ |
উত্তর : ক) সিলেটের মালনীছড়ায়
ব্যাখ্যাঃ ব্যাখ্যাঃ এখানে ক্লিক করুন।