সাধারণজ্ঞান ১০ম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

বাংলাদেশ প্রসঙ্গ

সাধারণজ্ঞান ১০ম বিসিএস প্রিলিমিনারি টেস্ট


৩৫. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল-

) ১৭ এপ্রিল, ১৯৭১

) ২৬ মার্চ, ১৯৭১

) ১১ এপ্রিল, ১৯৭১

) ১০ জানুয়ারি, ১৯৭১

উত্তর১৭ এপ্রিল, ১৯৭১

ব্যাখ্যা: মুজিবনগরে ১০ এপ্রিল, ১৯৭১ বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় এবং সরকার ১৭ এপ্রিল, ১৯৭১ শপথ গ্রহণ করে।

৩৬. 'অগ্নিশ্বর; কানাইবাসী; মোহনবাসী বীটজবা' কী জাতীয় ফলের নাম?

) পেয়ারা

) কলা

) পেঁপে

) জামরুল

উত্তর) কলা

ব্যাখ্যা: এগুলো ছাড়াও আরো কিছু উন্নত কলার নাম সবরী, কবরী, চাঁপা ইত্যাদি

৩৭. পাখি ছাড়া 'বলাকা' 'দোয়েল' নামে পরিচিত-

) দুইটি উন্নত জাতের গমশস্য

) দুইটি উন্নত জাতের ধানশস্য

) দুইটি উন্নত জাতের ভুট্টাশস্য

) দুইটি উন্নত জাতের ইক্ষু

উত্তর) দুইটি উন্নত জাতের গমশস্য

৩৮. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন-

) শায়েস্তা খান

) নওয়াব সলিমুল্লাহ

) মির্জা আহমেদ খান

) খান সাহেব আবুল হাসনাত

উত্তর : ) মির্জা আহমেদ খান

ব্যাখ্যা: অষ্টাদশ শতকের শেষদিকে মির্জা আহমেদ খান বা জমিদার মির্জা গোলাম পীর মূল তারা মসজিদ নির্মাণ করেছিলেন। ১৯২৬ সালে আলীজান বেপারী নামে এক ব্যবসায়ী তারাকৃতির টাইলস দ্বারা মসজিদটি সংস্কার করেন।

৩৯. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-

) ১৮৮৭ সালে

) ১৯০২ সালে

) ১৯২১ সালে

) ১৯০৫ সালে

উত্তর : ) ১৯২১ সালে

ব্যাখ্যা: ঢাকা বিশ্ববিদ্যায়ল প্রতিষ্ঠার জন্য ১৯১২ সালে ১৩ সদস্যবিশিষ্ট নাথান কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়। ১৯২১ সালের জুলাই ৬১৫ একর জমির উপর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় যার প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন ফিলিপ জোসেফ (পিজে) হার্টজ।

৪০. বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-

) বিজয়পুরে

) রাণীগঞ্জে

) টেকেরহাটে

) বিয়ানীবাজারে

উত্তর : ) বিজয়পুরে

ব্যাখ্যা: নেত্রকোনার বিজয়পুর ছাড়াও নওগাঁর পত্নীতলা চট্টগ্রামের পটিয়ায় চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে।

৪১. পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল?

) সোমপুর বিহার

) ধর্মপাল বিহার

) জগদ্দল বিহার

) শ্রী বিহার

উত্তর : ) সোমপুর বিহার

ব্যাখ্যা: সোমপুর বিহারের কক্ষ সংখ্যা ১৭৭ যাতে ৪টি শিলালিপি ৬৩টি মূর্তি পাওয়া গেছে। একক হিসাবে একে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ বিহার বলা হয়

৪২. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-

) লক্ষ্মণ সেন

) আকবর

) ইলিয়াস শাহ

) বিজয় সেন

উত্তর : ) আকবর

৪৩. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল-

) ইংরেজরা

) ওলন্দাজরা

) ফরাসিরা

) পর্তুগিজরা

উত্তর : ) পর্তুগিজরা

ব্যাখ্যা: ১৫১০ সালে সর্বপ্রথম পর্তুগীজরা ভারতবর্ষে আগমন করে এবং ১৫১৭ সালে তারা চট্টগ্রাম সপ্তগ্রামে বাণিজ্যকুঠি স্থাপন করে।

৪৪. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

) চট্টগ্রামে

) বগুড়ায়

) সোনারগাঁয়ে

) রামপালে

উত্তর : ) সোনারগাঁয়ে

ব্যাখ্যা: ১৯৬৬ সালের অক্টোবর সোনারগাঁও লোক কারুশিল্প ফাইন্ডেশনের নাম পরিবর্তন করেশিল্পাচার্য জয়নুল আবেদীনযাদুঘর করা হয়েছে।

৪৫. বিখ্যাত সাধক শাহ্ সুলতান বলখীর মাজার কোথায়?

) মহাস্থানগড়ে

) শাহ্জাদপুরে

) নেত্রকোণায়

) রামপালে

উত্তর : ) মহাস্থানগড়ে

৪৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত-

) ১৭ এপ্রিল, ১৯৭১

) ১৬ ডিসেম্বর, ১৯৭২

) মার্চ, ১৯৭২

) ২৬ মার্চ, ১৯৭৩

উত্তর : ) ১৬ ডিসেম্বর, ১৯৭২

ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের রূপকার বা স্থপতি . কামাল হোসেন যেটি বাংলা ইংরেজি ভাষায় রচিত। এটি ১২ অক্টোবর' ৭২ গণপরিষদে উত্থাপিত হয়, 8 নভেম্বর' ৭২ গৃহীত হয় এবং কার্যকরী হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে

৪৭. 'পূর্বাশা' দ্বীপের অপর নাম-

) নিঝুম দ্বীপ

) সেন্টমার্টিন দ্বীপ

) দক্ষিণ তালপট্টি দ্বীপ

) কুতুবদিয়া দ্বীপ

উত্তর : ) দক্ষিণ তালপট্টি দ্বীপ

ব্যাখ্যা: সাতক্ষীরা জেলায় হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় দ্বীপটি অবস্থিত যার আয়তন বর্গ কি.মি. দ্বীপটি নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বিরোধ রয়েছে। ভারতের পাশে দ্বীপটি নিউমুর নামে পরিচিত।

৪৮. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?

) ১২০৬ খ্রিঃ

) ১৩১০ খ্রিঃ

) ১৫২৬ খ্রিঃ

) ১৬১০ খ্রিঃ

উত্তর : ) ১৬১০ খ্রিঃ

ব্যাখ্যা: ১৬১০ সালে সুবাদার ইসলাম খান কর্তৃক বাংলার রাজধানী বিহারের রাজমহল হতে ঢাকায় স্থানান্তরিত হয় এবং নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর।

৪৯. ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন্ ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?

) শামীম সিকদার

) সৈয়দ আব্দুল্লা খালেদ

) হামিদুজ্জামান খান

) আব্দুস সুলতান

উত্তর : ) হামিদুজ্জামান খান

৫০. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-

) . রমেশচন্দ্র মজুমদার

) . সৈয়দ মোয়াজ্জেম হোসেন

) . মাহমুদ হাসান

) স্যার এফ রহমান

উত্তর : ) স্যার এফ রহমান

আন্তর্জাতিক প্রসঙ্গ

৫১. কোন্ মোঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?

) বাবর

) হুমায়ুন

) আকবর

) জাহাঙ্গীর

উত্তর : ) হুমায়ুন

৫২. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন্ সালে?

) ১৭০০ সালে

) ১৭৭২ সালে

) ১৯৬৫ সালে

) ১৭৯৩ সালে

উত্তর : ) ১৭৯৩ সালে

ব্যাখ্যা: ব্রিটিশ সেনাপতি লর্ড কর্ণওয়ালিশ বাংলার গভর্ণর নিযুক্ত হয়ে ১৭৯৩ সালের ২২ মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালুর মাধ্যমে 'সূর্যাস্ত আইন' বলবৎ করেন।

৫৩. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা-

) ১৫৬

) ১৫৭

) ১৫৮

) ১৫৯

উত্তর : ১৯৩টি সার্বভৌম রাষ্ট্র 

ব্যাখ্যা: সর্বশেষ তথ্য অনুযায়ী সদস্য সংখ্যা ১৯৩, সদস্য দেশ দক্ষিণ সুদান

৫৪. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়-

) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার

) সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার

) সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার

) সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার

উত্তর : ) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার

৫৫. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত-

) রিয়াদ

) জেদ্দা

) দামেস্ক

) মক্কা

উত্তর : ) জেদ্দা

ব্যাখ্যাঃ ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে মরোক্কোর রাজধানী রাবাতে গঠিত হয়। যার সদস্য মুসলিম বিশ্বের ৫৭টি দেশ। মুসলিম প্রধান না হয়েও উগান্ডা এর সদস্য। সদর দপ্তর জেদ্দা (সৌদি আরব), বর্তমান মহাসচিব হুসেইন ইব্রাহীম তাহা

৫৬. যে দেশ এস.ডি.আই. প্রতিরক্ষা কর্মসূচী গ্রহণ করেছে-

) ব্রিটেন

) ফ্রান্স

) যুক্তরাষ্ট্র

) রাশিয়া

উত্তর : ) যুক্তরাষ্ট্র

৫৭. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়-

) ওয়েস্ট মিনিস্টার এ্যাবে

) হোয়াইট হল

) মার্বেল চার্চ

) বুশ হাউজ

উত্তর : ) হোয়াইট হল

৫৮. আই. এম. এফ. এর সদর দপ্তর কোথায়?

) ওয়াশিংটন

) মস্কো

) লন্ডন

) নিউইয়র্ক

উত্তর : ) ওয়াশিংটন

৫৯. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' কোন্ দেশে অবস্থিত?

) ইরান

) ইরাক

) মিসর

) সিরিয়া

উত্তর : ) ইরাক

৬০. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

) ইতালি

) স্পেন

) তুরস্ক

) গ্রিস

উত্তর :) তুরস্ক

৬১. নিরপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদন্দী ছিল-

) ফিলিপাইন

) জাপান

) ইন্দোনেশিয়া

) ফিনল্যান্ড

উত্তর : ) জাপান

৬২. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন-

) উথান্ট

) ট্রিগভেলি

) দাগ হ্যামারশোল্ড

) কুর্ট ওয়াল্ডহেইম

উত্তর : ) ট্রিগভেলি

ব্যাখ্যা: ১৯৪৫ সালে জাতিসংঘ গঠিত হয় যার প্রথম সমহাসচিব ট্রিগভেলি (নরওয়ে) উথান্ট তৃতীয়, দাগ হ্যামারশোল্ড দ্বিতীয় এবং কূট ওয়াল্ডহেইম চতুর্থ মহাসচিব ছিলেন। জাতিসংঘের বর্তমান নবম মহাসচিব পর্তুগালের নাগরিক অ্যান্তনিও গুতেরেস তিনি ২০১৭ সালে জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হন বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘের ১৩৬ তম সদস্য হিসেবে যোগদান করে।

৬৩. পিএলও এর সদর দপ্তর হল-

) তিউনিস

) রাবাত

) বেনগাজি

) মরক্কো

উত্তর :

ব্যাখ্যা: প্রশ্ন প্রনয়ণকালে তিউনিস ছিল। বর্তমানে প্যালেস্টাইনের রামাল্লায় এর সদর দপ্তর অবস্থিত (Palestine Liberation Organization) ২৮ মে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।

৬৪. আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়-

) ইরাক

) আলজেরিয়া

) সৌদিআরব

) জান

উত্তর : ) ইরাক

ব্যাখ্যা: আরবদেশগুলোর মধ্যে ইরাক প্রথম (৮ই জুলাই, ১৯৭২) এবং মুসলিমদেশ গুলোর মধ্যে প্রথম সেনেগাল (১লা ফেব্রুয়ারি, ১৯৭২)স্বীকৃতি দেয় আলজেরিয়া (১৩ জুলাই, ১৯৭৩), সৌদিআরব (১৬ আগষ্ট, ১৯৭৫) স্বীকৃতি দেয়

৬৫. সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়-

) ১৯৮৪

) ১৯৮৭

) ১৯৮৫

) ১৯৮৬

উত্তর : ) ১৯৮৫

ব্যাখ্যা: ১৯৮৫ সালে ৮ই ডিসেম্বর ঢাকায় দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিয়ে সার্ক আনুষ্ঠানিক ভাবে যাত্রা করে। বর্তমান সদস্য সংখ্যা ৮। দেশগুলো হলো - বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ,নেপাল , ভুটান ,মালদ্বীপ আফগানিস্তান। এপ্রিল ২০০৭ সার্কের সর্বশেষ অষ্টম সদস্যপদ লাভ করে।

 ৬৬. দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমার্পন করে-

) ১৯৪২ সালের নভেম্বর মাসে

) ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে

) ১৯৪৫ সালের মে মাসে

) ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে

উত্তর : ) ১৯৪৫ সালের মে মাসে

ব্যাখ্যা: আনুষ্ঠানিক ভাবে ১৯৪৫ সালের ৯ই মে সোভিয়েত জেনারেল জর্জ জোকভের এর নিকট আত্মসমর্পন করে।

৬৭. কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় নাম-

) কাশাভুবু

) প্যাট্রিস লুমুম্বা

) শোম্বে

) মবুতু

উত্তর : ) প্যাট্রিস লুমুম্বা

৬৮. হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল-

) ১৯৪৫ সালের আগষ্ট মাসে

) ১৯৪৫ সালের মে মাসে

) ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে

) ১৯৪৪ সালের আগষ্ট মাসে

উত্তর : ) ১৯৪৫ সালের আগষ্ট মাসে

ব্যাখ্যা: ১৯৪৫ সালের আগষ্ট যে বোমা ফেলা হয় তার নাম লিটিল বয়

৬৯. নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম-

) ইউনিটা

) সান্ডিনিস্টা

) কন্ট্রা

) সোয়াপো

উত্তর : ) কন্ট্রা

সম্পূর্ণ প্রশ্নের সমাধান এর জন্য এখানে ক্লিক করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url