মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় সম্মাননা
মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় সম্মাননা
মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক এই ৪টি উপাধিতে ভূষিত কর হয়। বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত সর্বোচ্চ সামরিক পুরস্কার । সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেওয়া হয়েছে ।
বীর উত্তম দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার।১৯৭৩ সালে সরকারি গেজেট অনুযায়ী ৬৮ জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। তবে ২০১০ সালে মরণোত্তর বীর-উত্তম পদক প্রদান করা হয় ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদকে। যার ফলে বীর-উত্তম পদক প্রাপ্তের সংখ্যা দাড়ায় ৬৯ জনে । ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য পদক লাভ করেন। তবে দুজনের খেতাব বাতিল করায় বর্তমানে মোট খেতাবপ্রাপ্ত বীর-উত্তম ৬৭ জন।
বীরবিক্রম তৃতীয় সর্বোচ্চ উপাধি। মোট ১৭৫ জনকে এই উপাধিতে ভূষিত করা হয়।
বীর প্রতীক চতুর্থ সর্বোচ্চ উপাধি। মোট ৪২৬ জনকে এই উপাধিতে ভূষিত করা হয়।
FAQ
মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয় কয়টি?৪টি।
৪২৬ জন।
বীরবিক্রম।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরবিক্রম উপাধি খেতাব প্রাপ্তের সংখ্যা কত?
১৭৫ জন।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর উত্তম উপাধি খেতাব প্রাপ্তের সংখ্যা কত?
১৯৭৩ সালে সরকারি গেজেট অনুযায়ী ৬৮ জন। তবে দুজনের খেতাব বাতিল করায় বর্তমানে খেতাবপ্রাপ্ত বীর-উত্তম ৬৭ জন।
সর্বশেষ বীর উত্তম উপাধিতে ভূষিত হয়েছেন কে?
২০১০ সালে মরণোত্তর বীর-উত্তম পদক প্রদান করা হয় ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদকে।