বাংলা ১৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি
বিসিএস প্রিলিমিনারি টেস্ট
১. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি ?
ক) ১১টি |
খ) ৯টি |
গ) ১০টি |
ঘ) ৮টি |
উত্তর : গ) ১০টি
ব্যাখ্যাঃ সরল/ অসংযুক্ত বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি ও ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
পূর্ণমাত্রা ৩২টিঃ স্বরবর্ণের পূর্ণমাত্রা ৬টি + ব্যঞ্জনবর্ণের পূর্ণমাত্রা ২৬টি
অ |
আ |
ই |
ঈ |
উ |
ঊ |
|
|
ক |
ঘ |
চ |
ছ |
জ |
ঝ |
ট |
ঠ |
ড |
ঢ |
ত |
দ |
ন |
ফ |
ব |
ভ |
ম |
য |
র |
ল |
ষ |
স |
হ |
ড় |
ঢ় |
য় |
|
|
|
|
|
|
মাত্রাহীন ১০টিঃ স্বরবর্ণের মাত্রাহীন ৪টি + ব্যঞ্জনবর্ণের মাত্রাহীন ৬টি
এ |
ঐ |
ও |
ঔ |
ঙ |
ঞ |
ং |
ঃ |
ৎ |
ঁ |
অর্ধমাত্রা ৮টিঃ স্বরবর্ণের অর্ধমাত্রা ১টি + অর্ধমাত্রা ৭টি
ঋ |
খ |
গ |
ণ |
থ |
ধ |
প |
শ |
২. তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি' এটা কোন ধরনের বাক্য ?
ক) যৌগিক বাক্য |
খ) সাধারণ বাক্য |
গ) মিশ্র বাক্য |
ঘ) সরল বাক্য |
উত্তর : ক) যৌগিক বাক্য
ব্যাখ্যাঃ এখানে ক্লিক করুন। ১৭ তম
৩.
‘একাদশে বৃহস্পতি' এর অর্থ কী
?
ক)
আশার কথা |
খ)
সৌভাগ্যের বিষয় |
গ)
মজা পাওয়া |
ঘ)
আনন্দের বিষয় |
উত্তর : খ) সৌভাগ্যের
বিষয়
৪.
লিঙ্গান্তর হয়না এমন শব্দ কোটি?
ক)
সাহেব |
খ)
বেয়াই |
গ)
সঙ্গী |
ঘ)
কবিরাজ |
উত্তর : ঘ) কবিরাজ
ব্যাখ্যাঃ
সাহেব-সাহেবান; বেয়াই-বেয়াইন; সঙ্গী-সঙ্গিনী।
লিঙ্গান্তর
হয় না এমন কয়েকটি
নিত্য পুরুষ বাচক শব্দ- ঢাকী, স্ত্রৈণ, রাষ্ট্রপতি, কাজী, মাঝি, দরবেশ, কৃতদার, অকৃতদার, বিপত্নীক ।
লিঙ্গান্তর
হয় না এমন কয়েকটি
নিত্য স্ত্রী বাচক শব্দ- কুলটা, সধবা, বিধবা, বিমাতা/ সৎমা, সতীন, রূপসী, অঙ্গনা, অঞ্জলি, ডাইনী, পেত্নী, শাঁখচুন্নী।
৫.
সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
ক)
কবিতার পঙ্কক্তিতে |
খ)
গানের কলিতে |
গ)
গল্পের বর্ণনায় |
ঘ)
নাটকের সংলাপে |
উত্তর : ঘ)
নাটকের সংলাপে
৬.
দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোটির?
ক)
ননদ |
খ)
প্রিয়া |
গ)
শিষ্যা |
ঘ)
আয়া |
উত্তর : ক) ননদ
ব্যাখ্যাঃ
ননদ- নন্দাই, দেবর/ দেওর। প্রিয়া- প্রিয়; শিষ্যা- শিষ্য; আয়া- খানসামা ।
৭.
বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
ক)
নামপদ |
খ)
উপপদ |
গ)
প্রাতিপদিক |
ঘ)
উপমিত |
উত্তর : গ) প্রাতিপদিক
ব্যাখ্যাঃ
নামপদ- তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতিই নাম পদ (বিশেষ্য, সর্বনাম ও বিশেষণ); উপপদ-
ক্রিয়ার পূর্বের পদটি; উপমিত-দুটি বিশেষ্যের মধ্যে সাদৃশ্য করলেও কখনও মিল হয় না ৷ যেমন-
মুখচন্দ্র।
৮.
কোন্ বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
ক)
তুই বাড়ি যা |
খ)
ক্ষমা করা ঘোর অপরাধ |
গ)
কাল একবার এসো |
ঘ)
দূর হও |
উত্তর : গ) কাল
একবার এসো
ব্যাখ্যাঃ
তুই বাড়ি যা- আদেশ; ক্ষমা করা ঘোর অপরাধ- উপদেশ; দূর হও- আদেশ।
৯.
ধাতুর পর কোন্ প্রত্যয়
যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
ক)
আন |
খ)
আই |
গ)
আল |
ঘ)
আও |
উত্তর : খ) আই
ব্যাখ্যাঃ যেমনঃ চড় + আই
= চড়াই। আন/ আনো,
আল প্রত্যয়যুক্ত শব্দ বিশেষ্য গঠনে
ব্যবহৃত হয়।
১০. বচন
অর্থ কী?
ক) সংখ্যার
ধারণা |
খ) গণনার
ধারণা |
গ) ক্রমের
ধারণা |
ঘ) পরিমাপের
ধারণা |
উত্তর : ক)
সংখ্যার ধারণা
১১. 'মরি
মরি! কি
সুন্দর প্রভাতের রূপ' বাক্যে
'মরি মরি' কোন শ্রেণীর অব্যয়?
ক) সমুচ্চয়ী |
খ) অনন্বয়ী |
গ) পদান্বয়ী |
ঘ) অনুকার |
উত্তর : খ)
অনন্বয়ী
ব্যাখ্যাঃ সমুচ্চয়ীঃ যে অব্যয় দুটি পদের বা বাক্যের মধ্যে সংযোজক, বিয়োযোজক
এবং সংকোচক ঘটায়। (লোকটি
গরীব কিন্তু সৎ);
অনন্বয়ীঃ যে অব্যয় বাক্যের মধ্যে নানা রকম ভাব প্রকাশ করে। (উঃ
বড্ড লেগেছে।); পদান্বয়ীঃ
যে অব্যয় বাক্যে বিভক্তির ন্যায় কাজ করে। (তোমাকে
দিয়ে এ কাজ হবে না); অনুকার/
ধ্বন্যাত্মকঃ যে অব্যয় অনুরনন/ ধ্বনি
ব্যঞ্জনা সৃষ্টি করে। (কড়কড়,
টুংটাং ইত্যাদি)।
১২. ‘দোলনা’
শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোটি?
ক) দুল্
+ না |
খ) দোল
+ না |
গ) দোল্
+ অনা |
ঘ) দোলনা
+ আ |
উত্তর : ক)
দুল্ + না
ব্যাখ্যাঃ দুল্ + অনা = দোলনা এটিও শুদ্ধ।
১৩ সন্ধি ব্যাকরণের কোন্ অংশের আলোচ্য বিষয়?
ক) রূপতত্ত্ব |
খ) ধ্বনিতত্ত্ব |
গ) পদক্রম |
ঘ) বাক্য
প্রকরণ |
উত্তর : খ)
ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যাঃ রূপতত্ত্ব/ শব্দতত্ত্বের
আলোচ্য বিষয়ঃ লিঙ্গ, দ্বিরুক্ত
শব্দ, সংখ্যাবাচক
শব্দ, বচন,
পদাশ্রিত নির্দেশক, সমাস,
উপসর্গ, ধাতু,
প্রত্যয়, শব্দ,
পদ, কাল,
পুরুষ, ক্রিয়া,
অনুজ্ঞা, বিভক্তি,
কারক, অনুসর্গ।
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ঃ ধ্বনি, বর্ণ,
ধ্বনির পরিবর্তন, ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান ও সন্ধি। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়ঃ বাক্য প্রকরণ, বাচ্য,
উক্তি, যতি
চিহ্ন, বাক্যের
শ্রেণীবিভাগ ও পদক্রম ।
১৪. ‘কৌশলে
কার্যোদ্ধার' কোটির
অর্থ?
ক) গাছে
তুলে মই
কাড়া |
খ) এক
ক্ষুরে মাথা
মুড়ানো |
গ) ধরি
মাছ না
ছুঁই পানি |
ঘ) আকাশের
চাঁদ হাতে
পাওয়া |
উত্তর : গ)
ধরি মাছ না ছুঁই পানি
১৫. কোনটি
অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত
হয়?
ক) বৃন্দ
|
খ) কুল |
গ)
বর্গ |
ঘ)
গ্রাম |
উত্তর : ঘ) গ্রাম
ব্যাখ্যাঃ
বৃন্দ (ছাত্রবৃন্দ), কুল (কবিুকল), বর্গ (মন্ত্রিবর্গ) সবগুলো প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়।
১৬.
বাক্যের ক্ষুদ্রতম একক কোটি?
ক)
শব্দ |
খ)
বর্ণ |
গ)
ধ্বনি |
ঘ)
চিহ্ন |
উত্তর : ক) শব্দ
ব্যাখ্যাঃ
ভাষার মৌলিক উপকরণ বাক্য এবং ভাষার মৌলিক উপাদান ধ্বনি। বাক্যের মৌলিক একক শব্দ, শব্দের মৌলিক একক বর্ণ। ধ্বনির সাংকেতিক রূপকে চিহ্ন বলে ।
১৭.
সন্ধির প্রধান সুবিধা কী?
ক)
পড়ার সুবিধা |
খ)
লেখার সুবিধা |
গ)
উচ্চারণের সুবিধা |
ঘ)
শোনার সুবিধা |
উত্তর : গ) উচ্চারণের
সুবিধা
১৮.
কাজী ইমদাদুল হক এর ‘আব্দুল্লাহ'
উপন্যাসের উপজীব্য কী?
ক)
চাষী জীবনের করুণ চিত্র |
খ)
কৃষক সমাজের সংগ্রামশীল জীবন |
গ)
তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র |
ঘ)
মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী |
উত্তর : গ) তৎকালীন
মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
১৯.
কোন বানানটি শুদ্ধ?
ক)
সমীচীন |
খ)
সমিচীন |
গ)
সমীচিন |
ঘ)
সমিচিন |
উত্তর : ক) সমীচীন
২০.
কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক)
শেষের কবিতা |
খ)
দোলন চাঁপা |
গ)
সোনার তরী |
ঘ)
মানসী |
উত্তর : খ) দোলন
চাঁপা
ব্যাখ্যাঃ
দোলন চাঁপা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচিত ।
২১.
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত 'কবর' নাটকের রচয়িতা কে?
ক)
কবির চৌধুরী |
খ)
মুনীর চৌধুরী |
গ)
সৈয়দ শামসুল হক |
ঘ)
মুনতাসির মামুন |
উত্তর : খ) মুনীর
চৌধুরী
ব্যাখ্যাঃ
১৯৫৩ সালের ১৭ জানুয়ারি মুনীর
চৌধুরী কারাগারে বসে এক রাতেই ‘কবর’
নাটকটি রচনা করেন। জসীমউদ্দীন ‘কবর’ কবিতাটি দশম শ্রেণীতে থাকাকালীন লিখেছিলেন ও ১৯২৬ সালে
'কল্লোল' পত্রিকায় তৃতীয় সংখ্যায় প্রকাশিত হয় এবং ১৯২৮ সালে কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা সিলেকশনে স্থান পায়। 'কল্লোল' পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাশ।
২২.
'শাহনামা' এর লেখক কে?
ক)
কবি ফেরদৌসী |
খ)
মাওলানা রুমী |
গ)
কবি নিজামী |
ঘ)
কবি জামি |
উত্তর : ক) কবি
ফেরদৌসী
ব্যাখ্যাঃ
সুলতান মাহমুদের অনুপ্রেরণায় তাঁর রাজত্বকালের গৌরবময় দিক নিয়ে পারস্য বা ইরানী কবি
ফেরদৌসী ষাট হাজার শ্লোকে 'শাহনামা' রচনা করেন।
২৩.
‘সততা সর্বোৎকৃষ্ট পন্থা' কোটির অনুবাদ?
ক)
Honesty is the best virtue. |
খ)
Honesty is the better way. |
গ)
Honesty is a good way. |
ঘ)
Honesty is the best policy. |
উত্তর : ঘ) Honesty is the best policy.