১২তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিজ্ঞান
সাধারণ/ দৈনন্দিন বিজ্ঞান
৮৫. ফুলানো
বেলুনের মুখ
ছেড়ে দিলে
বাতাস বেরিয়ে
যাওয়ার সংগে
সংগে বেলুনটি
ছুটে যায়।
কোন ইঞ্জিনের
নীতির সংগে
এর মিল
আছে?
ক) বাষ্পীয়
ইঞ্জিন |
খ) অন্তর্দহন
ইঞ্জিন |
গ) স্টারলিং
ইঞ্জিন |
ঘ) রকেট
ইঞ্জিন |
উত্তর : ঘ)
রকেট ইঞ্জিন
৮৬. ফিউশন
প্রক্রিয়ায়-
ক) একটি
পরমাণু ভেঙ্গে
প্রচন্ড শক্তি
সৃষ্টি করে |
খ) একাধিক
পরমাণু যুক্ত
হয়ে নতুন
পরমাণু গঠন
করে |
গ) ভারি
পরমাণু ভেঙ্গে
হালকা পরমাণু
গঠন করে |
ঘ) একটি
পরমাণু ভেঙ্গে
দুটি পরমাণু
সৃষ্টি করে |
উত্তর : খ)
একাধিক পরমাণু
যুক্ত হয়ে
নতুন পরমাণু
গঠন করে
৮৭. প্রবল
জোয়ারের কারণ
এ সময়-
ক) সূর্য
ও চন্দ্র
পৃথিবীর সংগে
সমকোণ করে
থাকে |
খ) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে |
গ) পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে |
ঘ) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলে থাকে |
উত্তর :ঘ) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলে থাকে
ব্যাখ্যাঃ পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরল রেখায় অবস্থান করার ফলে উভয়ের মিলিত আকর্ষণের প্রভাবে পৃথিবীর পানি ফুলে ওঠে এবং প্রচন্ড জোয়ারের সৃষ্টি হয়।
৮৮. নিচের
কোন উক্তিটি
সঠিক?
ক) বায়ু
একটি যৌগিক
পদার্থ |
খ) বায়ু
একটি মৌলিক
পদার্থ |
গ) বায়ু
একটি মিশ্র
পদার্থ |
ঘ) বায়ু
বলতে অক্সিজেন
ও নাইট্রোজেনকেই
বোঝায় |
উত্তর : গ)
বায়ু একটি
মিশ্র পদার্থ
৮৯. ভৌগলিকভাবে
গুরুত্বপূর্ণ একটি
কাল্পনিক রেখা
বাংলাদেশের উপর
দিয়ে গিয়েছে
সেটি হচ্ছে-
ক) মূল
মধ্যরেখা |
খ) কর্কটক্রান্তি
রেখা |
গ) মকরক্রান্তি
রেখা |
ঘ) আন্তর্জাতিক
তারিখ রেখা |
উত্তর : খ)
কর্কটক্রান্তি রেখা
৯০. যে
বায়ু সর্বদাই
উচ্চচাপ অঞ্চল
থেকে নিম্নচাপ
অঞ্চলের দিকে
প্রবাহিত হয়,
তাকে বলা
হয়-
ক) আয়ন
বায়ু |
খ) প্রত্যায়ন
বায়ু |
গ) মৌসুমী
বায়ু |
ঘ) নিয়ত
বায়ু |
উত্তর : ঘ)
নিয়ত বায়ু
৯১. রান্না
করার হাঁড়িপালিত
সাধারণত এলুমিনিয়ামের
তৈরী হয়,
এর প্রধান
কারণ-
ক) এটি
হাল্কা ও
দামে সস্তা |
খ) এটি
সব দেশেই
পাওয়া যায় |
গ)
এতে দ্রুত
তাপ সঞ্চারিত
হয়ে খাদ্যদ্রব্য
তাড়াতাড়ি সিদ্ধ
হয় |
ঘ) এটি
সহজে ভেঙ্গে
যায় না
এবং বেশি
গরম সহ্য
করতে পারে |
উত্তর : গ)
এতে দ্রুত
তাপ সঞ্চারিত
হয়ে খাদ্যদ্রব্য
তাড়াতাড়ি সিদ্ধ
হয়
৯২. পানিতে
নৌকার বৈঠা
বাঁকা দেখার
কারণ, আলোর-
ক) পূর্ণ
অভ্যন্তরীণ প্রতিফলন |
খ) প্রতিসরণ |
গ) বিচ্ছুরণ |
ঘ) পোলারায়ন |
উত্তর : খ)
প্রতিসরণ
৯৩. যে
সর্বোচ্চ শ্রুতিসীমার
উপরে মানুষ
বধির হতে
পারে তা
হচ্ছে-
খ) ৯০
ডিবি |
ক) ৭৫
ডি বি |
গ) ১০৫
ডি বি |
ঘ) ১২০
ডিবি |
উত্তর : গ)
১০৫ ডি
বি
৯৪. আকাশে
বিজলি চমকায়-
ক) দুই
খন্ড মেঘ
পরস্পর সংঘর্ষে
এলে
|
খ) মেঘের
অসংখ্য পানি
ও বরফ
কণার মধ্যে
চার্জ সঞ্চিত
হলে |
গ) মেঘের
মধ্যে বিদ্যুৎ
কোষ তৈরি
হলে |
ঘ) মেঘ
বিদ্যুৎ পরিবাহী
অবস্থায় এলে |
উত্তর : খ)
মেঘের অসংখ্য
পানি ও
বরফ কণার
মধ্যে চার্জ
সঞ্চিত হলে
৯৫. কোন
বস্তুকে পানিতে
সম্পূর্ণভাবে ডুবালে
পানিতে যেখানে
এটা রাখা
যায় সেখানেই
এটা থাকে
কারণ-
ক) বস্তুর
ঘনত্ব পানির
ঘনত্বের চেয়ে
বেশি চেয়ে
কম |
খ) বস্তুর
ঘনত্ব পানির
ঘনত্বের |
গ) বস্তুর
ঘনত্ব পানির
ঘনত্বের সমান |
ঘ) বস্তুর
ও পানির
ঘনত্বের মধ্যে
নিবিড় সম্পর্ক
বিদ্যমান |
উত্তর : গ)
বস্তুর ঘনত্ব
পানির ঘনত্বের
সমান
৯৬. অধিকাংশ
ফটোকপি মেশিন
কাজ করে-
ক) অফসেট
মুদ্রণ পদ্ধতিতে |
খ) পোলারয়েড
ফটোগ্রাফি পদ্ধতিতে |
গ) ডিজিটাল
ইমেজিং পদ্ধতিতে |
ঘ) স্থির
বৈদ্যুতিক ইমেজিং
পদ্ধতিতে |
উত্তর : খ)
পোলারয়েড ফটোগ্রাফি
পদ্ধতিতে
৯৭. সাধারণ
স্টোরেজ ব্যাটারিতে
সীসার ইলেকট্রোডের
সংগে যে
তরলটি ব্যবহৃত
হয় তা
হলো।
ক) নাইট্রিক
এসিড |
খ) সালফিউরিক
এসিড |
গ) এমোনিয়াম
ক্লোরাইড |
ঘ) হাইড্রোক্লোরিক এসিড |
উত্তর : খ)
সালফিউরিক এসিড
৯৮. পাল
তোলা নৌকা
সম্পূর্ণ অন্য
দিকের বাতাসকেও
এর সম্মুখ
গতিতে ব্যবহার
করতে পারে।
কারণ-
ক) ক্রিয়ার
বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয় |
খ) সম্মুখ
অভিমুখে বলের
উপাংশটিকে কার্যকর
রাখা হয় |
গ) পালের
দড়িতে টানের
নিয়ন্ত্রণ বিশেষ
দিকে বাতাসকে
কার্যকর করে |
ঘ) পালের
আকৃতিকে সুকৌশলে
ব্যবহার করা
যায় |
উত্তর : খ)
সম্মুখ অভিমুখে
বলের উপাংশটিকে
কার্যকর রাখা
হয়
৯৯. রিমোট
সেন্সিং বা
দূর অনুধাবন
বলতে বিশেষভাবে
বুঝায়-
ক) রেডিও
ট্রান্সমিটার সহযোগে
দূর থেকে
তথ্য সংগ্রহ |
খ) রাডারের
সাহায্যে চারিদিকের
পরিবেশের অবলোকন |
গ) কোয়াসার
প্রভৃতি মহাজাগতিক
উৎস থেকে
সংকেত অনুধাবন |
ঘ) উপগ্রহের
সাহায্যে দূর
থেকে ভূমণ্ডলের
অবলোকন |
উত্তর : ঘ)
উপগ্রহের সাহায্যে
দূর থেকে
ভূমণ্ডলের অবলোকন
১০০. গ্রীন
হাউজ ইফেক্ট
বলতে বোঝায়-
ক) সূর্যালোকের
অভাবে সালোক
সংশ্লেষণে ঘাটতি |
খ) তাপ
আটকে পড়ে
সার্বিক তাপমাত্রা
বৃদ্ধি |
গ) প্রাকৃতিক
চাষের বদলে
ক্রমবর্ধমানভাবে কৃত্রিম
চাষের প্রয়োজনিয়তা |
ঘ) গাছপালা
আচ্ছাদন নষ্ট
হয়ে মরুভূমির
বিস্তার |
উত্তর : খ) তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি