১২তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট গণিত
গণিত
৬৯. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া খরচ শতকরা কত কমিয়েছিল? ……[ ১0তম ]
ক) ২২% |
খ) ২৫% |
গ) ২০% |
ঘ) ৩০% |
উত্তর : গ) ২০%
ব্যাখ্যাঃ ২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য (১০০×১০০)/১২৫ = ৮০ টাকা
ঐ পরিবার চিনি খাওয়া কমালো = ( ১০০ - ৮০)% = ২০%
৭০. বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান । যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?
ক) ১৫টি |
খ) ২০টি |
গ) ২৫টি |
ঘ) ১৮টি |
উত্তর : খ) ২০টি
ব্যাখ্যাঃ ধরি, প্রশ্নের সংখ্যা ক
প্রশ্নমতে, ১৫ + ক - ২০/৩ = ক × ০.৭৫
বা, ৪৫ + ক - ২০/৩ = ক × ০.৭৫
বা, ২৫ + ক /৩ = ক × ০.৭৫
বা, ২৫ + ক = ক × ২.২৫
বা, ২৫ = ২.২৫ ক - ক
বা, ২৫ = ১.২৫ ক
অতএব, ক = ২৫/১.২৫ = ২০
৭১. নৌকা
ও স্রোতের
বেগ ঘন্টায়
যথাক্রমে ১০
ও ৫
কি.মি.। নদী পথে
৪৫ কি.মি. দীর্ঘ পথ
একবার অতিক্রম
করে ফিরে
আসতে কত
ঘন্টা সময়
লাগবে?
ক) ৯
ঘন্টা |
খ) ১২
ঘন্টা |
গ) ১০
ঘন্টা |
ঘ) ১৮
ঘন্টা |
উত্তর : খ)
১২ ঘন্টা
ব্যাখ্যাঃ স্রোতের
অনুকূল = নৌকা
+ স্রোতের গতিবেগ
= ১০ + ৫
= ১৫ কি.মি.
ঘন্টায় ১৫
কি.মি.
বেগে ৪৫
কি.মি.
যেতে
সময় লাগে
(৪৫ ÷ ১৫)
= ৩ ঘন্টা
।
স্রোতের প্রতিকূল
= নৌকা - স্রোতের
গতিবেগ = ১০
- ৫ = ৫
কি.মি.
ঘন্টায় ৫
কি.মি.
বেগে ৪৫
কি.মি.
আসতে সময়
লাগে (৪৫÷
৫) = ৯
ঘন্টা।
যেতে ও আসতে মোট সময় লাগে (৩ + ৯) = ১২ ঘন্টা
৭২) ৮,
১১, ১৭,
২৯, ৫৩,
--। পরবর্তী
সংখ্যা কত?
ক) ১০১ |
খ) ১০২ |
গ) ৭৫ |
ঘ) ৫৯ |
উত্তর : ক)
১০১
ব্যাখ্যাঃ প্রত্যেকটি
সংখ্যার দ্বিগুণ
থেকে ৫
বিয়োগ করলে
পরবর্তী সংখ্যা
হবে। (৮×২-
৫=১১, ১১×২-৫=১৭, ১৭×২-৫=২৯, ২৯×২-৫=৫৩)।
৭৩. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত
কিলোগ্রাম?
ক) ২.০৫৭৩৪ |
খ০.০২৫৭৩৪ |
গ) ০.০২০৫৭৩৮ |
ঘ)২০.৫৭৩৪৪০ |
উত্তর : গ)
০.০২০৫৭৩৮
ব্যাখ্যাঃ আমরা জানি ১০০০০০০ মিলিগ্রাম = ১ কিলোগ্রাম
৭৪. একটি
স্কুলে ছাত্রদের
ড্রিল করাবার
সময় ৮,
১০ এবং
১২ সারিতে
সাজানো যায়।
আবার বর্গাকারেও
সাজানো যায়।
ঐ স্কুলে
কমপক্ষে কত
জন ছাত্র
আছে?
ক) ৩৬০০ |
খ) ২৪০০ |
গ) ১২০০ |
ঘ) ৩০০০ |
উত্তর : ক)
৩৬০০
ব্যাখ্যাঃ এখানে,
৮, ১০,
১২ এর
ল, সা,
গু করলে
হয় = ২
× ২ × ২
× ৫ × ৩
= ১২০
১২০ জন ছাত্রকে
৮, ১০,
১২ সারিতে
সাজানো যায়
কিন্তু বর্গাকারে
সাজানো যায়
না।
বর্গাকারে সাজানো যাবে = ১২০ × ২ × ৫ × ৩ = ৩৬০০ জনকে।
৭৫. ৫:১৮, ৭:২
এবং ৩:৬ এর মিশ্র
অনুপাত কত?
ক) ৭২:২৫ |
খ) ৭২:৩৫ |
গ) ৩৫:৭২ |
ঘ) ১০৫:৭২ |
উত্তর : গ)
৩৫:৭২
ব্যাখ্যাঃ মিশ্র
অনুপাত = (৫×৭×৩) : (১৮
×২×৬)
= ১০৫ : ২১৬ বা ৩৫ : ৭২
৭৬. সুষম
বহুভুজের একটি
অন্তঃকোণের পরিমাণ
১৩৫° হলে
এর বাহুর
সংখ্যা কত?
ক) ৪
|
খ) ৭ |
গ) ৯ |
ঘ) ৬ |
উত্তর : ৮
ব্যাখ্যাঃ সঠিক উত্তর হবে ৮টি। সুষম বহুভুজের
অন্তঃকোণ = (2n-4÷ n) x 90° (n=বাহুর সংখ্যা)
৭৭. ABD বৃত্তে
AB এবং CD দুটি
সমান জ্যা
পরস্পর P বিন্দুতে
ছেদ করলে
কোনটি সত্য?
ক) PC=PD |
খ) PA=AB |
গ) PB=PA |
ঘ) PB=PD |
উত্তর : ঘ)
PB=PD
ব্যাখ্যাঃ সমান সমান জ্যাদ্বয় পরস্পর ছেদ করলে ১ টির খণ্ডিত অংশ অপরটির সমান হয়।
৭৮.P এর
মান কত
হলে 4x2 - px + 9 একটি পূর্ণ
বর্গ হবে?
ক) 10 |
খ) 9 |
গ) 16 |
ঘ) 12 |
উত্তর : ঘ)
12
ব্যাখ্যাঃ 4x2 - px + 9 = (2x)2 - 2.2 x 3 + (3) 2
৭৯. নিচের
কোন সংখ্যাটি
√2 এবং √3 এর
মধ্যবর্তী মূলদ
সংখ্যা?
ক) √2+√3 2 |
খ) √2.√3 2 |
গ) 1.5 |
ঘ) 1.8 |
উত্তর : গ)
1.5
৮0.
x2 - 8x - 8y + 16 + y2 এর
সাথে কত
যোগ করলে
যোগফল পূর্ণ
বর্গ হবে?
ক) 4xy |
খ) 2xy |
গ) 6xy |
ঘ) 8xy |
উত্তর : খ)
2xy
ব্যাখ্যাঃ x2 - 8x - 8y + 16 + y2
= x2 + y2 + ( - 4)2 +
2.x.y + 2.y( - 4) + 2( - 4)x - 2xy
= x2 + y2 + ( - 4)2 + 2xy
- 8y - 8x - 2xy = (x + y - 4)2 - 2xy
সুতরাং রাশিটির সাথে 2xy যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে।
৮১. 2x - x - 3 এর উৎপাদক কি
কি?
ক) (2x + 3) (x + 1) |
খ) (2x + 3) (x - 1) |
গ) (2x-3) (x-1) |
ঘ) (2x – 3) (x + 1) |
উত্তর : ঘ)
(2x – 3) (x + 1)
ব্যাখ্যাঃ 2x2-x-3 = 2x2 - 3x + 2x - 3 = x(2x-3) + 1(2x-3) = (2x – 3) (x + 1)
৮২. চারটি
সমান বাহু
দ্বারা সীমাবদ্ধ
একটি ক্ষেত্র
যার একটি
কোণও সমকোণ
নয়, এরূপ
চিত্রকে বলা
হয়-
ক) বর্গক্ষেত্র |
খ) চতুৰ্ভুজ |
গ) রম্বস |
ঘ) সামন্তরিক |
উত্তর : গ)
রম্বস
ব্যাখ্যাঃ বর্গক্ষেত্র- যে চতুর্ভুজের চারটি বাহু এবং চারটি কোণ সমান; চতুর্ভুজ- চারটি সীমাবদ্ধ ক্ষেত্রফল; সামন্তরিক- বাহুদ্বারা সীমাবদ্ধ বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় ।
৮৩. a4 + 4 এর উৎপাদক কি
কি?
ক) (a2 + 2a + 2) (a2
+ 2a - 2) |
খ) (a2 + 2a + 2) (a2 – 2a2
+ 2) |
গ) (a2 – 2a + 2) (a2
+ 2a - 2) |
ঘ) (a2 - 2a - 2) (a2
- 2a + 2) |
উত্তর : খ)
(a2 + 2a + 2) (a2 – 2a2 + 2)
ব্যাখ্যাঃ a 4+ 4 = (a2)2
+ (2)2 = (a2 + 2)2 - 2.a2.2
= (a2 + 2)2 - (2a)2 =(a2+2a+2)(a2-2a2 + 2)
৮৪. একটি
সমবাহু ত্রিভুজের
একটি বাহু
16 মিটার ত্রিভুজটির
ক্ষেত্রফল কত?
ক) 64 √3 বর্গমিটার |
খ) 192 বর্গমিটার |
গ) 64 বর্গমিটার |
ঘ) 32 √3 বর্গমিটার |
উত্তর : ক)
64 √3 বর্গমিটার
ব্যাখ্যাঃ সমবাহু
ত্রিভুজের ক্ষেত্রফল=√3/4a2
a = একটি বাহু।