মানসিক দক্ষতা

 

 মানসিক দক্ষতা 

বিসিএস প্রিলিতে মানসিক দক্ষতা বিষয়ে ১৫টি প্রশ্নের জন্য ১৫ নম্বর বরাদ্দ থাকে। 

মানসিক দক্ষতা


ভাষাগত যৌক্তিক বিচার

সমস্যা সমাধান

বানান  ভাষা

যান্ত্রিক দক্ষতা

স্থানাঙ্ক সম্পর্ক 

সংখ্যাগত ক্ষমতা

ছয় বিষয় থেকে মানসিক দক্ষতার প্রশ্ন করা হয় বিসিএস প্রিলিমিনারি ও লিখিতের জন্য মানসিক দক্ষতার সিলেবাস প্রায় একই। তাই প্রথমেই আগের প্রিলিমিনারি ও লিখিতের সব প্রশ্ন ব্যাখ্যাসহ পড়তে হবে। মানসিক দক্ষতাও গণিতের মতোই নিয়মিত অনুশীলনের বিষয়।

মানসিক দক্ষতার কিছু গুরুত্বপূর্ণ বিষয় থেকে সব সময়ই প্রশ্ন আসে।

রক্তের সম্পর্ক নির্ণয়

সিরিজ সম্পন্নকরণ

বর্ণের ক্রম

শূন্যস্থান পূরণ

ভিন্ন শব্দ শনাক্ত করা

সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য

দিক নির্ণয়

সম্পর্ক নির্ণয়

কোডিংডিকোডিং

চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো

সাদৃশ্য

ঘড়ি

সংখ্যার ওপর বিভিন্ন ধাঁধা

সঠিক চিত্র শনাক্তকরণ

শুদ্ধ বানান

দিন

আয়নায় শব্দের প্রতিফলন

সমার্থক বিপরীতার্থক শব্দ

বিভিন্ন যন্ত্রের ব্যবহার

ভারসাম্য রক্ষা

ত্রিভুজ বা চতুর্ভুজ গণনা

জটিল যন্ত্রের পরিচালনা

স্থানাঙ্ক উপলব্ধি

 

এ বিষয়গুলো খুব ভালোভাবে শিখতে হবে। মানসিক দক্ষতায় ভালো করার জন্য উপস্থিত বুদ্ধিমত্তা খুবই গুরুত্বপূর্ণ। উপস্থিত বুদ্ধি ও চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে মানসিক দক্ষতার অনেক প্রশ্ন  সমাধান করা জায়।

মানসিক দক্ষতা বিষয়ে ভালো করার কয়েকটি সংক্ষিপ্ত টিপস

১। বাজারে পাওয়া যায় এমন ভালো কোন বই পড়তে হবে।

২। এই বিষয়ে ভালো করবার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে।

৩। মানসিক দক্ষতা বিষয়ে ভালো করতে হলে জব সল্যুশন বা বিগত বছরের প্রশ্নসমূহ সমাধান করা জরুরি।

৪। মানসিক দক্ষতা অনেকাংশেই পরীক্ষার্থীর কমনসেন্সের উপর নির্ভরশীল। তাই এই বিষয়ে ভালো করতে হলে       কমনসেন্সের উন্নতি ঘটাতে হবে।

৫। গাণিতিক যুক্তিতে ভালো হলে মানসিক দক্ষতা বিষয়েও ভালো করা সম্ভব।

৬। বাংলা এবং ইংরেজি শব্দের বানান, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এই ধরণের প্রশ্ন মানসিক দক্ষতায় করা হয়ে         থাকে বিধায়  বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ের ভাষা অংশের জন্য ভালো প্রস্তুতি নিলে উপকার পাওয়া যাবে।

৭। চূড়ান্ত পরীক্ষায় মানসিক দক্ষতার প্রশ্ন পড়া উত্তর করার সময় আগে মন দিয়ে প্রশ্নটি পড়ে নিতে হবে। কারণ অনেক সময়ই প্রশ্ন একটু ঘুরিয়ে করা হয়। তাই পুরো মনোযোগ না দিলে উত্তর ভুল হয়ে যেতে পারে।






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url