মানসিক দক্ষতা
মানসিক দক্ষতা
বিসিএস প্রিলিতে মানসিক দক্ষতা বিষয়ে ১৫টি প্রশ্নের জন্য ১৫ নম্বর বরাদ্দ থাকে।
ভাষাগত যৌক্তিক বিচার |
সমস্যা সমাধান |
বানান ও ভাষা |
যান্ত্রিক দক্ষতা |
স্থানাঙ্ক সম্পর্ক |
সংখ্যাগত ক্ষমতা |
ছয় বিষয় থেকে মানসিক দক্ষতার প্রশ্ন করা হয় বিসিএস প্রিলিমিনারি
ও লিখিতের জন্য মানসিক দক্ষতার সিলেবাস প্রায় একই। তাই প্রথমেই আগের প্রিলিমিনারি ও
লিখিতের সব প্রশ্ন ব্যাখ্যাসহ পড়তে হবে। মানসিক দক্ষতাও গণিতের মতোই নিয়মিত অনুশীলনের
বিষয়।
মানসিক দক্ষতার কিছু গুরুত্বপূর্ণ বিষয় থেকে সব সময়ই
প্রশ্ন আসে।
রক্তের সম্পর্ক নির্ণয় |
সিরিজ সম্পন্নকরণ |
বর্ণের ক্রম |
শূন্যস্থান পূরণ |
ভিন্ন শব্দ শনাক্ত করা |
সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য |
দিক নির্ণয় |
সম্পর্ক নির্ণয় |
কোডিং–ডিকোডিং |
চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো |
সাদৃশ্য |
ঘড়ি |
সংখ্যার ওপর বিভিন্ন ধাঁধা |
সঠিক চিত্র শনাক্তকরণ |
শুদ্ধ বানান |
দিন |
আয়নায় শব্দের প্রতিফলন |
সমার্থক ও বিপরীতার্থক শব্দ |
বিভিন্ন যন্ত্রের ব্যবহার |
ভারসাম্য রক্ষা |
ত্রিভুজ বা চতুর্ভুজ গণনা |
জটিল যন্ত্রের পরিচালনা |
স্থানাঙ্ক উপলব্ধি |
|
এ বিষয়গুলো খুব ভালোভাবে শিখতে হবে। মানসিক দক্ষতায় ভালো করার জন্য উপস্থিত বুদ্ধিমত্তা খুবই গুরুত্বপূর্ণ। উপস্থিত বুদ্ধি ও চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে মানসিক দক্ষতার অনেক প্রশ্ন সমাধান করা জায়।